SENTENCE – SUBJECT – PREDICATE
{What is a Sentence?
আমরা মনের ভাব বা অনুভুতি প্রকাশের জন্য বাক্য ব্যবহার করি। বাক্যের মধ্যে অনেকগুলি শব্দ (Group of words) থাকে। শব্দগুচ্ছকে সঠিকভাবে না সাজালে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। যেমন- নিচের ছকটি পড়ো এবং লক্ষ্য করো Group of words থাকলেও Sentence হয় না। তাহলে আমরা বুঝতে পারছি Sentence এর একটি পূর্ণ অর্থ থাকবে।
A group of words which makes complete sense is called a Sentence; একগুচ্ছ শব্দ যা সম্পূর্ণ ভাবে মনের ভাব প্রকাশ করে, তাকে বাক্য বলে। যেমন- He is my brother. Rabindranath was a poet. I went to Dellhi last week. Did you understand? Where are you going? What is your name? Please give me your pen. Stop here. Hurrah! We have won the match. How tall that girl is! May you live long!
** A sentence begins with a capital letter and ends with a sign – Full stop (.), Question mark (?) or An exclamation mark(!). Sentence এর প্রথম word এর প্রথম অক্ষর Capital Letter লিখতে হয় এবং শেষে একটি চিহ্ন Full stop (.) বা Question mark (?) বা An exclamation mark (!) দিতে হয়।
* Words of a sentence should be arranged in proper order to have meaning otherwise it may lose its proper meaning or acquire a new meaning. Sentence –এর মধ্যে অবস্থিত Word গুলিকে সঠিকভাবে সাজাতে হয় যাতে বাক্যের অর্থ পরিষ্কার হয় অন্যথায় বাক্যের অর্থ যথার্থ হবে না অথবা ভুল হবে। যেমন উপরের Sentence গুলির শব্দ একটু এদিক ওদিক হলে তা ভুল হবে। যেমন– My brother is he. (x) Went I last week Dellhi. (x) You are where going. (x) Long live you may. (x)
Sentence এ ব্যবহৃত Word গুলি প্রয়োগ এর স্থান অনুসারে Word গুলি ভিন্ন নামে পরিচিত। তা জানলে আমরা সহজে অর্থপূর্ণ নির্ভুল বাক্য গঠন করতে পারব। নিচে ছকের সাহায্যে Sentence এর ভিন্ন ভিন্ন অংশের নামগুলি দেখানো হল।
Subjects and Predicates
Read the following lines and notice who is/are doing the works.
A sentence consists of two parts – The Subject about which something is said or written and The Predicate which says something about the subject. বাক্যের মধ্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলি বা লিখি, তাকে Subject বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু কাজটি সম্পাদন করে, তাকেই Subject বলে । বাক্য মধ্যস্থ Verb কে –‘Who (কে)’ দিয়ে প্রশ্ন করলে Subject পাওয়া যায়। Subject একটি Word বা একাধিক Word এর সমষ্টি বা একাধিক Clause বা Pre-modifier বা Post-modifier নিয়ে গঠিত হতে পারে।
Subject | Predicate (Subject বাদে Sentence এর বাকি অংশ) |
1.Rahul 2.The old man 3.The boy working in the field 4. All the people of the village | goes to school every day. is walking slowly. is my brother. wept bitterly |
PREDICATE (বিধেয়)
Topics | Definitions | Features | Examples |
Subject | বাক্যের মধ্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা কিছু বলি বা লিখি, তাকে Subject বলে। | এটি ‘কে?’ বা ‘কী?’ প্রশ্নের উত্তর দেয়। It answeres the questions ‘Who?’ or ‘What?’ | I am reading. They are playing. It is new. He is smart. The fan is moving. Bikram and Akram are friends. An old man cannot run. Do you go? |
Predicate | বাক্যের মধ্যে Subject সম্পর্কে যা কিছু বলা হয়, তা হল Predicate. | Subject বাদে Sentence এর সমস্ত অংশই হল Predicate. | I am going to school. He is a doctor. Whom do you love? |
Verb (a part of predicate) | যে Word দ্বারা কিছু করা বা হওয়া বোঝায় তাকে Verb বলে। | এটি Predicate এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। | I am reading English. Go, play, come, dance, sang, has, played etc. |
Object (a part of predicate) | যার উপরে Verb এর Action বা প্রভাব পড়ে সেই ব্যক্তি বা বস্তুকে Object বলে। | এটি ‘কী?’ বা ‘কাকে?’ প্রশ্নের উত্তর দেয়। It answers the questions ‘What?’ or ‘Whom?’ | I play football. He is eating rice. I love my mother. You can do this. He teaches us English. |
Manner (a part of predicate) | কোনো কাজ বা ঘটনা কীভাবে হচ্ছে বা ঘটছে বোঝাতেManner ব্যবহৃত হয়। Adverb of manner tells us how something happens. | এটি ‘কীভাবে?’ প্রশ্নের উত্তর দেয়। It answers the question ‘How?’ | They go to school by bus. The old an is walking slowly. They are living happily. |
Place (a part of predicate) | এটি নির্দেশ করে কাজটি কোন স্থানে ঘটছে বা হচ্ছে (স্থানবাচকপদ)। Adverb of place tells us where something happens. | এটি ‘কোথায়?’ প্রশ্নের উত্তর দেয়। It answers the question ‘Where?”. | I am going to school. He is in Kolkata. Birds fly in the sky. |
Read more : Phonetics