Types of phonetics

Share:

Sound of The Letters (Phonetics)

Sound of English Alphabet: পৃথিবীতে মানুষ বিভিন্ন ভাযায় নিজেদের অনুভূতি ও ভাব প্রকাশ করে। ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন Letter বা বর্ণের প্রয়োগ ও লিখিত চিহ্ন আছে। যেমন – বাংলায় বর্ণের সংখ্যা হল প্রায় ৫০, কিন্তু ইংরেজীতে ২৬, তাই পৃথিবীর যেকোনো ভাষায় পড়ার জন্য মোট ৪৪ টি সংকেতিক চিহ্ন এবং তার পৃথক উচ্চারণ আছে। যেকোনো ভাষাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পড়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে করা হয়, তাকে IPA (Inter National Phonetics Alphabet) বলে। আমরা জানি ইংরেজী বর্ণের দুটি ভাগ আছে, 1) Vowel (স্বরবর্ণ) এবং 2) Consonant (ব্যঞ্জনবর্ণ)

Vowel: Vowel একটি স্বর যা কণ্ঠ থেকে নিঃসৃত হওয়ার সময় কোনো বাধা পায় না। যেমন- a, e, i, o, u.

Consonant: Consonant ও একটি স্বর কিন্তু Vowel এর মতো নয়। এটি কণ্ঠ থেকে নিঃসৃত হওয়ার সময় কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয়। যেমন- b (বি-ই), c (সি-ই), d (ডি-ই), F (এফ্) প্রভৃতি।

Vowel Sound: একটি শব্দের Syllable এ, Vowel এর Sound যে ভঙ্গিমায় (আস্তে/জোরে) করা হয়, সেই ভঙ্গিমাকে Vewel Sound বলে।

A, E, I, O, U –হল Vowel এবং W ও Y হল Semi-vowel. যেগুলির মোট 19 টি Vowel Sound আছে। Vowel Sound আবার তিন রকমের হয়,  যথা – Short Vowel Sound, Long Vowel Sound এবং Diphthong.

ইংরেজী ভাষার 26 টি Letter–এর প্রায় 44 টি Sound হয়। তার মধ্যে 19 টি হল Vowel Sound আর 21 টি হল Consonant Sound. There are 26 letters in English Alphabet: 21 consonants out of which W and Y are often referred as semi-vowels and 5 vowels. Interestingly, English letters have 44 sounds. 5 vowels have 19 sounds and 21 consonants have 25 sounds. The scientific study of sounds is known as Phonetics.

তবে বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের ক্ষেত্রে 44 এর কিছু বেশি English sound জানা প্রয়োজন। কারণ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংখ্যা, English Alphabet –এর তুলনায় বেশি।

Long Vowel Sound: – শব্দের Syllable মধ্যস্থ Vowel এর প্রকৃত উচ্চারণ জোরে করা হয়। যেমন- Date [ডেইট], late [লেইট]

Short Vowel Sound: – শব্দের Syllable মধ্যস্থ Vowel এর উচ্চারণ হাল্কা করা হয়। যেমন- Ball [বল], all [অল]

Diphthong (The sound of two vowels) : – শব্দের একটি Syllable এর দুটি Vowel এর Sound যখন একটি Vowel এর হাল্কা Sound প্রকাশ করে, অন্য Vowel Sound এ মিশ্রিত হয়ে একটি নতুন যৌগিক Vowel Sound প্রকাশ করে, তখন সেই নতুন Sound কে Dipthong বলে।

Long SoundShort SoundDiphthong
a = এ-ই late, datea = অ, আ, অ্যা ball, car, manai = এই (chain/rain/drain), ai = এয়া (air/chair/fair),
aw = অ (law/paw/raw), ay = এ (way/day/may/pay)
e = ই/ঈ (ি/ী) meet, keyE = এ/আ (ে/া) pen, earthea = আ/া (heart/earth), ea = ইয়া (ear/near), ea = ই/ি (eat/tea),
ea = এ/ে (head/dead), ew = ইউ (new/few)
I = আই niceI = ই/আ/আয় (ি/া) fish, bird, fireie = ই /ি (chief/thief/brief/piece), ie = আই (die/lie/tie)
o = ও/উ (ো/ু) gold, foodo = অ, আ, উ (া/ু) hot, come, goodoa = ও/উ {ো/ু} (goat/boat), oi = অয়ে (oil/boil), ou = আউ (out/mouse), ou = ও/ো (four/your), ow = আউ (cow/now),
u = উ cuteu = উ, আ bull, cup
u = ইও sure
ow = ও/ো (low/bow), oo = উ (moon/noon), oo = আ (blood/ flood), oo = ও/ো (door/poor) oy = অয় (boy/toy)
  • Long Vowel Sound: – কিছু শব্দের শেষ Syllable এর Vowel এর Sound টি Long হয়। যেমন – I, we, he, she, go, no, so, try, sky, potato, tomato etc.
  • কোনো Syllable এর শেয Consonant টির পরে ‘e’ থাকলে, তার উচ্চারণ হয় না, কিন্তু Consonant এর পূর্বের Vowel এর Sound Long হয়। যেমন – ate, plane, nine, five, rope, note, cube, flute etc.
    Monosyllable যুক্ত word এর মাঝের Vowel টির sound short হয়। যেমন- cat, bat, rat, dog, man, got, put প্রভৃতি।
  • Long Vowel Sound > Short Vowel Sound with one consonant: – সাধারণ নিয়মে Single Syllable এর Consonant এর পরের Vowel টির : – Sound, Long হয় এবং Consonant এর পূর্বের Vowel টির Sound একটু Short হয়।

ব্যঞ্জনবর্ণের (Consonant) সাথে স্বরবর্ণ (Vowel) এবং স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের উচ্চারণের পার্থক্য: –

Long aShort aLong eShort eLong i/yShort ILong oShort oLong uShort u
Ba – বে-ই
Ca – কে-ই
Da – ডে-ই
Fa – ফে-ই
Ga – গে-ই
Ha – হে-ই
Ja – জে-ই
Ma – মে-ই
Na – নে-ই
Pa – পে-ই
Ra – রে-ই
Sa – সে-ই
Ta – টে-ই
Va – ভে-ই
Wa – ওয়ে-ই
Ab – অ্যাব্
Ac – অ্যাক্
Ad – অ্যাড্
Af – অ্যাফ্
Ag – অ্যাগ্
Aj – অ্যাগ্
Ah – অ্যাহ্
Al- অ্যাজ্
Am- অ্যাম্
An- অ্যান্
Ap – অ্যাপ্
Ar – অ্যার্
As-অ্যাস্
At-অ্যাট্
Av= অ্যাভ্
Be-বি
Ce-সি
De-ডি
Fe-ফি
Ge-গি
He-হি
Je-জি
Ke-কি
Le-লি
Me-মি
Pe-পি
Re-রি
Se-সি
Te-টি
Ve – ভি
Eb – এব্
Ec-এক্
Ed-এড্
Ef-এফ্
Eg-এগ্
Eh – এচ্
Ej-এজ্
Ek-এক্
El-এল্
Em-এম্
En-এন্
Ep-এপ্
Er-এর্
Es-এস্
Et-এট্
Ev- এভ্
Bi-বা-ই
Ci-সা-ই
Di- ডা -ই
Fi-ফাই
Gi-গাই
Hi-হা-ই
Ji-জা-ই
Ki-কা-ই
Li-লা-ই
Mi-মা-ই
Ni-না-ই
Pi-পা-ই
Ri-রা-ই
Si-সা-ই
Ti-টা-ই
Vi-ভা-ই
Ib –ইব্র
Ic-ইক্
Id-ইড্
If-ইফ্
Ig-ইগ্
Ih-ইহ্
Ij-ইজ্
Ik-ইক্
Il-ইল্
Im-ইম্
In-ইন্
Ir-ইর্
Ip-ইপ্
Is-ইজ্
It-ইট্
Iv –ইভ্
Bo বো-উ
Co-কো-উ
Do-ডো-উ
Fo-ফো-উ
Go-গো-উ
Ho-হো-উ
Jo-জো-উ
Ko-কো-উ
Lo-লো-উ
Mo-মো-উ
No-নো-উ
Po-পো-উ
Ro-রো-উ
So-সো-উ
To-টো-উ
Vo –ভো-উ
Ob-অব্e
Oc-অক্
Od-অড্
Of-অফ্
Og-অগ্
Oh-অহ্
Oj-অজ্
Ok-অক্
Ol-অল্
Om-অম্
On-অন্
Op-অপ্
Or-অর্
Os-অস্
Ot-অট্
Ov-অভ্
Bu-বিউ
Cu-কিউ
Du – ডিউ
Fu-ফিউ
Gu-গিউ
Hu-হিউ
Ju-জিউ
Ku-কিউ
Lu-লিউ
Mu-মিউ
Nu-নিউ
Pu-পিউ
Ru – রিউ
Su-সিউ
Tu-টিউ
Vu-ভিউ
Ub-আব্e
Uc-আক্
Ud-আড্
Uf-আফ্
Ug-আগ্
Uh-আহ্
Uj-আজ্
Uk-আক্
Ul-আল্
Um-আম্
Un-আন্
Up-আপ
Ur-আর্
Us-আস্
Ut-আট্
Uv-আভ্

Few more examples:

Made
Lake
Hate
Bake
Rate
Mad
Lack
Hat
Bat
Rat
Mean
Seat
Teen
Bee
Lead
Men
Set
Ten
Bed
Leg
Ice
Kite
Fine
Rice
Mice
Ill
King
Fish
Milk
Gift
Goat
House
Nose
Cold
Dose
God
Hot
Not
Cot
Dog
Bull
Jute
Rule
Use
Cute
Bulb
Just
Rug
Us
Cut

একেক টি স্বরবর্ণের (Vowel – a, e, i, o, u) ভিন্ন ভিন্ন উচ্চারণ: –

A = এ (ে) (long) 5%A = অ্যা/এ্যা 80%A = আ (া) 10%A = অ 5%
Date, gate, rate, late, plate, name, fame, came,An, man, fan, can, cat, bat, rat, fat, stand,Are, far, bar, jar, car, star, dark, park, start,All, ball, tall, fall, call, small, mall, salt, talk,
E = ই/ঈ (ি/ী)(long)E = এ (ে)E = আ (া)E = ঈ (ী)
Key, be, me, we, he, she, sea, agree,Egg, beg, bed, red, pen, hen, den, tell, bell, wellErr, earn, learn, tern, earth, father, jerkSee, bee, free, tree, three, teeth, seed
I = আই (long)I = ই (ি)I = আ (া)I = আয়
Ice, nice, slice, kind, kite, mind, time, riceBig, pig, dig, sit, hit, fit, ill, kill, hill, king, ringGirl, sir, birth, bird, first, firm, dirt, shirt,Fire, dire, hire, desire, wire, require, empire
O = ও/ঔ (ো/ৌ) (long)O = উ/ঊ (ু/ূ)O = অO = আ
Go, no, so, old, gold, fold, sold, rose, nose,Do, good, look, book, took, mood, noon, foot,Ox, box, fox, hot, pot, dot, cot, not, soft, spot,Come, gone, dove, love, none, some, son, tome
U = ইউ (long)U = উ (ু)U = আ (া)O = ইও
Cube, tube, cute, use, fuse, huge, mute, tune,Put, pull, bull, rule, full, bush, push, full, jute,Up, cup, bus, but, cut, nut, hut, shut, fun, sunSure, cure, pure, lure, mature, secure

The blends

ae (এ)Ew (ইউ, উ)Oy (আয়)Ph (ফ)Nd (ন্ড)
Ai (এই)ey (ই, এ, আই)Ua (আ, অয়া)Sh (শ)Nt (ন্ট)
Au (অ, আ)Ie (আই, ঈ, এ)Ui (ই, উ, আই, উই, অয়া)Th (থ, দ)Ft (ফট)
Aw (অ)Io (আ, আয়)Wa (ওয়)Ff (ফ)Ng (ঙ্গ, ঞ্জ, ং)
Ay (এ)Oa (ও)We (ই, ওয়ে, ইউ)Mm (ম)Ct (ক্ট)
Ea (ই, ঈ, আ, এ)Oe (আ, ও, উ)Wi (উই, ওয়াই)Nn (ন)Pt (প্ট)
Ee (ঈ)Oi (অয়)Wo (উ, ওয়া)Pp (প)Sc (স্ক, স)
Ei (এই, আই, ঈ)Oo (উ, ও)Ch (চ, ক, শ)Rr (র)Sk (স্ক)
Eo (ইউ)Ou (অ, আ, উ, ও, আউ)Gh (গ, ঘ)Ss (স)Sm (স্ম)
Eu (ইউ)Ow (অ, আউ)Kh (ক, খ)Tt (ট)Sn (স্ন)/Sp (স্প)
  • Monosyllabic word এর Consonant + V ½ + V —- থাকলে, প্রথমে Vowel এর Sound হবে Long কিন্তু শেষ Vowel এর Sound হবে Low. যেমন- road, board, coat, meat, seat, rain, pain, goat, boat, lie, pie.

PHONETICS (VOWEL এর ভিন্ন ভিন্ন উচ্চারণ]

± Bake [বেইক্]: সেঁকা। Cake [কেইক্]: পিঠা। Fake [ফেইক্]: নকল। Make [মেইক]: তৈরি করা। Lake [লেইক্]: হ্রদ। Rake [রেইক]: মই দিয়ে উঠা। Take [টেইক]: নেওয়া। Sake [সেইক্]: জন্য। Stake [স্টেইক]: ঝুঁকি। Break [ব্রেইক্]: বিরতি।     ± Date [ডেইট্]: তারিখ। Rate [রেইট]: দর/গতি। Late [লেইট]: দেরি। Hate [হেইট]: ঘৃণা করা। Plate [প্লেট]: থালা। Fate [ফেইট্]: ভাগ্য। Gate [গেইট]: দরজা।      ± Face [ফেইস]: মুখমন্ডল। Lace [লেইস]: ফিতা। Pace [পেইস]: গতি। Space [স্পেইস]: ফাঁকা।     ± Name [নেইম]: নাম। Game [গেইম]: খেলা। Fame [ফেইম্]: খ্যাতি। Blame [ব্লেইম]: দোষ। Tame [টেইম]: পোষা।  Came [কেইম]: এসেছিল। Lame [লেইম]: খোঁড়া।                                             ± Cane [কেইন্]: বেত। Lane [লেইন]: গলি। Mane [মেইন্]: কেশর।       ± Page [পেইজ]: পৃষ্ঠা। Cage [কেইজ]: খাঁচা। Maze [মইজ]:  ধাঁধা।       ± Cave [কেইভ]: গুহা। Brave [ব্রেভ]: সাহসী। Gave [গেইভ]: দিয়েছিল। Save [সেভ]: বাঁচানো।      ± Tale [টেইল]: গল্প। Male [মেইল]: পুরুষ। Scale [স্কেইল]: স্কেল।       ± Made [মেইড]: তৈরিকরেছিল। Fade [ফেইড]: বিবর্ণ। Stage [স্টেইজ্]: মঞ্চ।      ± Safe [সেইফ]: নিরাপদ। Tape [টেইপ]: ফিতা। Cape [কেইপ]: অন্তরীপ। Case [কেইস্] ঘটনা। Ache [এইক্]: বেদনা।
± An [এ্যান]: এক। Man [ম্যান]: মানুষ। Can [ক্যান]: পারা/পাত্র। Fan [ফ্যান]: পাখা। Pan [প্যান]: কড়াই। Van [ভ্যান]: ভ্যান গাড়ি। Ban [ব্যান]: নিষিদ্ধ।       ± At [এ্যাট]: প্রতি (কেউ/বস্তু]। Bat [ব্যাট]: ব্যাট। Cat: বিড়াল। Fat [ফ্যাট]: মোটা। Hat [হ্যাট]: টুপি। Mat [ম্যাট]: মাদুর। Rat [র‍্যাট] : ইঁদুর। Sat [স্যাট]: বসেছিল। That [দ্যাট]:  ওই। ± Bad [ব্যাড]: মন্দ। Lad [ল্যাড]: ছেলে। Mad [ম্যাড]: পাগল। Sad [স্যাড]: দু:খিত। Dad [ড্যাড]: বাবা। had [হ্যাড]: ছিল।      ± Lap [ল্যাপ]:কোল। Map [ম্যাপ]: মানচিত্র। Tap [ট্যাপ]: জলের কল। Gap [গ্যাপ]: ফাঁকা। Cap [ক্যাপ]: টুপি। Zap [জ্যাপ]: হত্যা করা।      ± Jam [জ্যাম]: আচার। Ram [র‍্যাম]: ভেড়া। Mam [ম্যাম]: শিক্ষিকা। Dam [ড্যাম]: বাঁধ। Yam [যাম]: মিষ্টি আলু।   ± Hand [হ্যান্ড]: হাত। Land [ল্যান্ড]: ভূমি। Sand [স্যান্ড]: বালি। Stand [স্ট্যান্ড]:দাঁড়ানো। And [অ্যান্ড]: এবং। Band [ব্যন্ড]: দল। Grand [গ্র্যান্ড]: মহান।      ± Bank [ব্যাংক]: তীর। Tank [ট্যাঙ্ক]: জলাধার।       ± Lamp [ল্যাম্প]: প্রদীপ। Damp [ড্যাম্প]: স্যাঁতস্যাঁতে।      ± Rag [র‍্যাগ]: ন্যাকড়া। Bag [ব্যাগ]: থলে। Have [হ্যাভ]: আছে।     ± Rack [র‍্যাক]: তাক। Sack [স্যাক]: বস্তা।    ± Gas [গ্যাস]: গ্যাস। Has [হ্যাজ]: আছে। Hang [হ্যাং]: ঝোলানো। Lass [ল্যাস]: বালিকা। ± Cab [ক্যাব]: এক্কাগাড়ি। Lamb [ল্যাম্ব]: মেষশাবক।
° Car [কার]:গাড়ি। Far [ফার]:দূর। War[ওয়ার]: যুদ্ধ। Jar [জার]: পাত্র।      ° Mark [মার্ক]: চিহ্ন। Park [পার্ক]: প্রমোদ/উদ্যান। Dark [ডার্ক]: অন্ধকার। Bark [বার্ক]: ঘেউঘেউ করা।      ° Part:[পার্ট]: অংশ। Start [স্টার্ট]: শুরু করা। What [হোয়াট]: কী।      ° [পাথ]: পথ।   ° Fast [ফাস্ট]: দ্রুত। Hard [হার্ড]: শক্ত। Wall [ওয়াল]: দেওয়াল। Vase [ভাস]: ফুলদানি। Farm [ফার্ম]: চাষকরা, খামার। Star [স্টার]:তারা। Are[আর]:হয়। Grasp [গ্র্যাস্-প্]: অনুধাবন করা, বুঝতে পারা।
All [অল্]: সব। Ball: খেলার বল। Call [কল্]: ডাকা। Fall [ফল্]: নীচে পড়া। Tall [টল্]: লম্বা। Pall [পল]: পর্দা। Mall [মল]: চত্বর। Small [স্মল্]: ছোটো। Gall [গল]: পিত্ত। Hall [হল্]:  বড় ধরণের ঘর।       Halt [হল্ট]: থামা। salt [সলট]: লবণ।        Talk [টক]: কথা বলা। Dawn [ডন]:  ঊষা।
Net [নেট] – জাল। Pet [পেট] –পোষা। Wet [ওয়েট] –ভিজে। Get [গেট]: দরজা। Let [লেট]: দেরি।                                            Nest [নেস্ট] –পাখির বাসা। Pest [পেস্ট] –ক্ষতিকারক পোকা। Best [বেস্ট]: সেরা। Rest [রেস্ট]: বিশ্রাম।                                             Bell [বেল]: ঘন্টা। Sell [সেল] : বিক্রি করা। Well : [ওয়েল]:কুয়ো, মঙ্গল ।       Pen [পেন] –কলম।Hen [হেন] –মুরগী। Men [মেন] – লোকেরা। Den [ডেন] –গুহা।  Ten [টেন] –দশ।  Then [দেন] – তখন। When [হোয়েন]: কখন।      Leg [লেগ]: পা।  Egg [এগ] –ডিম। Beg [বেগ]: ভিক্ষা করা।        Red [রেড]: লাল। Bed [বেড]: বিছানা। Fed [ফেড]: খাওয়ানো। Wed [ওয়েড]:  বিবাহ করা।
± Her [হার]: তার (স্ত্রী]। Heart [হার্ট]: হৃদয়।     ± Err [আর] ভুল। Earn [আর্ন] –আয় করা। Fern [ফার্ন]: লতানো উদ্ভিদ। Earth [আর্থ]: পৃথিবী।     ± Germ [জার্ম]: জীবানু। Term [টার্ম] : মেয়াদ।    ± Jerk [জার্ক]: ঝাঁকুনি। Clerk [ক্লার্ক]: কেরানি।     ± Verb [ভার্ব]: ক্রিয়া। Herb [হার্ব]: গাছগাছরা। Herd [হার্ড]: পশুর পাল। Berth [বার্থ]: রেলের শয়ন স্থান।  Farmer  [ফারমার] : কৃষক।    
± Be [বী]:  হওয়া।  Key [কী]: চাবি। Me [মী]: আমাকে।  We [উই]:  আমরা।     ± He / She: সে। Tea [টী]: চা। ± Knee [নী]: -হাঁটু। Lee [লী]: -আচ্ছাদন। Flee [ফ্লি]: -পালানো। Glee [গ্লী]: – আনন্দ।  Agree [এগ্রী]: – একমত।
Me [মি]: আমাকে। See [সী] – দেখা।  Bee [বী] – মৌমাছি।   Three  [থ্রি]: তিন। Tree [ট্রি]: গাছ। Free [ফ্রি]: -মুক্তি।  Pee [পি]: -প্রস্রাব। Thee [দি]: তোমাকে। Plea [প্লি]: -আবেদন।     Weep [উঈপ] – কাঁদা। Sleep [স্লীপ] –ঘুমানো।   
±  Nine [নাইন] –নয়।  Line [লাইন]: সারি। Fine [ফাইন] –জরিমানা। Dine [ডাইন]: ভোজন করা।       ±  Light [লাইট] – আলো, হাল্কা।  Right [রাইট] – ঠিক।  Sight [সাইট] – দৃষ্টি। Might [মাঈট] – শক্তি।  Bright [ব্রাইট] – উজ্জ্বল। Write [রাইট] –লেখা। Fight [ফাইট]: লড়াই করা। Night [নাইট]: রাত্রি। Kite [কাইট] –ঘুড়ি। Tight [টাইট]:  শক্ত।       ± Kind [কাইন্ড] – দয়ালু। Blind [ব্লাইন্ড]: অন্ধ। Mild [মাইল্ড] – কোমল, হাল্কা। Behind [বহাইণ্ড] – পেছনে।      ± Pipe [পাইপ]: নল।  Ripe [রাইপ]: পাঁকা।      ±  Time [টাইম] –সময়। Lime [লাইম]: চুন।     ±  Mike [মাইক] – মাইক্রোফোন। Nice [নাইস] –সুন্দর।  High [হাই] –উঁচু।  Life [লাইফ] –জীবন।                                                
Ill [ইল] – অসুস্থ। Kill [কিল] – হত্যা করা।   Hill [হিল] –পাহাড়।        Ship [শিপ] – জাহাজ। Lip [লিপ] –ঠোঁট। Dip [ডিপ]: ডুব। Lid [লিড] –ঢাকনা। Kid [কিড] –ছাগলের বাচ্চা। Bid [বিড]:ডাক।      King [কিং] –রাজা। Ring [রিং] –আংটি। Wing [উইং]: ডানা। Sing [সিং]: গান।     Dish [ডিশ] –থালা। Fish [ফিশ] –মাছ।       Fin [ফিন] –মাছের পাখনা। Pin [পিন] –আলপিন। Ink [ইঙ্ক] – কালি।       Big [বিগ] –বড়। Sit [সিট] –বসা। Give [গিভ] –দেওয়া।       Milk [মিল্ক] –দুধ। Silk [সিল্ক] –রেশম।
Fire [ফায়ার] –আগুন। Firm [ফার্ম] – সংস্থা। First [ফার্ষ্ট] – প্রথম। Third [থার্ড]: তৃতীয়। Bird [বার্ড] পাখি। Birth [বার্থ]: জন্ম।      Dirt [ডার্ট]: ময়লা। Skirt [স্কার্ট]: ঘাঘরা। Shirt [শার্ট] –জামা। Sir [স্যার] –মহাশয়। Girl [গার্ল] –বালিকা।
±  So [সো] – অতএব।  No [নো] – না। Go [গো]: যাওয়া।        ±  Old [ওলড] – পুরাতন। Gold [গোল্ড] – সোনা। Fold [ফোল্ড] – গোটানো, ভাঁজ করা। Sold [সোল্ড] – বিক্রীত। Bold [বোলড]: সাহসী। Cold [কোল্ড]: ঠান্ডা।                                           ±  Most [মোস্ট] – বেশির ভাগ।  Post [পোষ্ট] – ডাক।      ± Nose [নোজ]: নাক। Dose [ডোস}: মাত্রা। Rose [রোজ]: গোলাপ।     ± Note [নোট]: -সূচি। Boat [বোট]: নৌকা। Coat [কোট]: কোট।       ± Joke [জোক] – পরিহাস। Smoke [স্মোক্]- ধূমপান। Spoke [স্পোক্]: বলা।     ± Code [কোড]: নিয়ম। Mode [মোড]: ধরণ।       ± Phone [ফোন]: সেলফোন। Bone [বোন]: হাড়। Stone [স্টোন]: পাথর।     ± Home [হোম]: বাড়ি। Dome [ডোম]: নিকট।     ± Robe [রোব]: পোশাক। Lobe [লোব]: কানের লতি।    ± Open [ওপেন] – খোলা।  Hole [হোল]: গর্ত। ± Hose [হোজ]: মোজা। Mole [মোল]: তিল। Stove [স্টোভ]: চুলা। Hope [হোপ] – আশা।  
শব্দের শেষ অক্ষর W হলে উচ্চারণ আগের মতনই হবে, তবে ঠিক অতটা দীর্ঘ (Long] হয় না। Low [লো] – নীচু। Row [রো] – সারি। Crow [ক্রো] – কাক। Sow [সো] – বীজ বোনা। Show [শো] – প্রদর্শন।  Bow [বাও] – ঝুঁকে দাঁড়ানো। mow, know, snow, blow, flow, glow, grow, arrow, below, fellow, follow, hollow, pillow, window, yellow;
ii] O – [Short ] [Ox, box, fox, hot, dot, not, lock, God, stop]
Ox [অক্স] – বলদ। Box [বক্স] বাক্স। Fox [ফক্স] – খেঁকশিয়াল।       Pot [পট] – পাত্র। Got [গট] – পেয়েছে, পেয়েছি। Lot [লট]:  ভাগ্য/প্রচুর। Dot[ডট] – বিন্দু। Hot [হট] –গরম। Not [নট] – না। Cot [কট] –খাট। Spot [স্পট] – দাগ। Soft [সফ্ট]: নরম, মোলায়েম।       Hog [হগ]: শূকর। Fog [ফগ]: কুয়াশা। Dog [ডগ] –কুকুর।  Log [লগ] কাঠের গুঁড়ি।  Frog [ফ্রগ] –ব্যাঙ।     God [গড] – ঈশ্বর। Rod [রড] –দন্ড। Pod [পড] –মটরশুঁটি। Pond [পন্ড ]: পুকুর l Fond [ফন্ড]: প্রিয় l       Top [টপ] – শিখর। Drop [ড্রপ] – ফেলে দেওয়া। Shop [শপ ]: দোকান l Soap [সোপ ]: সাবান l Stop [স্টপ ]: থামা l       Cock [কক] –মোরগ। Lock [লক] –তালা। Rock [রক ]: শিলা l  Clock [ক্লক]: ঘড়ি।    Boy [বয়] –বালক। Toy [টয়] –খেলনা। Joy [জয়]: আনন্দ।       Doll [ডল]: পুতুল l From [ফ্রম]: থেকে l Horn [হর্ন]: শিং l Knot [নট]: গিট l Long [লং ]: লম্বা l Monk [মঙ্ক ]: সন্ন্যাসী l Song [সং ]: গান l Host [হোস্ট]: গৃহকর্তা l Bold [বোল্ড ]: সাহসী l On [অন] – ওপরে। For [ফর ]: জন্য l
iii] O = , [Love, dove, some, come, none]
Love (লাভ্] = ভালোবাসা, Dove (ডাভ্] = ঘুঘু পাখি, Come (কাম্] = আসা, None (নান্] = কেউই না, Some (সাম্] = কিছু বা অল্প  
iv] O –/[Good, look, Moon, book, took, mood, foot, food, bloom, cool, wool, fool]
 Look [লুক] – দেখা। Book [বুক] – বই। Took [টুক] – নিয়েছিল। Hook [হুক] –আংটা।       Wool [উল] –পশম।Tool [টুল] –ছোট যন্ত্র। Cool [কূল] –শীতল।      Good [গুড] – ভাল। Noon [নুন] – দুপুর। Moon [মুন] – চাঁদ।        foot [ফুট]: পায়ের পাতা। Boot [বুট] – বুট। Root [রূট] –শিকড়। Roof [রূফ] –ছাদ।      Zoo [জূ] –চিড়িয়াখানা। Room [রূম] – ঘর। brook: ছোট নদী। Broom : ঝাঁটা। Do [ডু] – করা। Shoe [শূ] – জুতো। food, too, pool, spoon, school, bloom, noodle, goose, gloomy.
i] U –ইউ [Cute, mute, new, grew, huge, tube, tune, unity]
 Cute [কিউট ]: আকর্ষণীয় l Mute [মিউট ] : চুপচাপ l Lute [লিউট ]: বীনা l       Tube [টিউব ]: নল l Cube [কিউব]: ঘনক। Huge [হিউজ ]: বিরাট l Mule [মিউল ]: খচ্চর l Tune [টিউন ]: সুর l Duty [ডিউটি] – কর্তব্য। Durable [ডিউরেবল] – টেকসই।
ii] U –[But, cut, nut, hut, shut, sun, nun, burn, hurt, dust] 
Up [আপ] – ওপরে। Cup [কাপ] – পেয়ালা। Pup [পাপ] –কুকুরের ছানা।       Cub [কাব]: পশুশাবক। Hub [হাব]: কেন্দ্রস্থল। Tub [টাব] – বড় গামলা, স্নানধার।       Bud [বাড] –কুঁড়ি। Mud [মাড] কাদা। Fund [ফান্ড ]: ভান্ডার l Curd [কার্ড] – দই।      Sun [সান] – সূর্য।  Bun [বান] –মিষ্টি রুটি। Nun [নান ]: সন্ন্যাসিনী l Fun [ফান] –কৌতুক। Run [রান]: দৌড়ানো।  Gun [গান] –বন্দুক। Burn [বার্ন ]: পোড়া l        Jump [জাম্প] – ঝাঁপানো। Pump [পাম্প]: যন্ত্র বিশেষ। Dumb [ডাম্ব ]: বোবা l      Rug [রাগ] –কম্বল। Bug [বাগ] –ছারপোকা। Mug [মাগ] –মগ। Drug [ড্রাগ]: ওষুধ l       Nut [নাট] –বাদাম। Cut [কাট] – কাটা।  But [বাট] –কিন্তু। Hut [হাট] – কুঁড়েঘর। Hurt [হার্ট ]: আঘাত করাl       Sum [সাম] –অঙ্ক/সমষ্টি। Gum [গাম] –মাড়ি। Drum [ড্রাম] –ড্রাম। Buck [বাক ]: হরিণ l Duck [ডাক ]: পাতিহাঁস l      Bus [বাস] –বাস। Thus [দাস ]: এইভাবে l Brush [ব্রাশ] –ব্রাশ।     Must [মাস্ট] – অবশ্য। Just [জাস্ট ]: ঠিক l Dust [ডাস্ট ]: ধুলো l Dull [ডাল ]: কমবুদ্ধি l Dung [ডাং ]: গোবর l Shut [শাট ]: বন্ধ করাl Lung [লাঙ ]: ফুসফুস l Such [সাচ ]: এইরূপ l Turn [টার্ন ]: ঘোরানো l Tusk [টাস্ক ]: হাতির দাঁত l Curl [কার্ল ]: কোঁকড়ানো চুল l
iii] U –[Put, pull, bull, full, rule, jute, bush]
Pull [পুল] – টানা। Bull [বুল ]: বলদ l Full [ফুল ]: পূর্ণ l Rule [রুল ]: শাসন/নিয়ম l       Push [পুশ] – ধাক্কা দেওয়া। Bush [বুশ ]: ঝোপ l Puss [পুস] – বেড়াল।       Put [পুট] – রাখা।Jute [জুট ]: পাট l Rude [রুড ]: রূঢ়/খারাপ। Ruin [রুইন ]:ধ্বংস l

Phonetic Sounds Of Dipthongs (যৌগিক স্বর) – দুটি Vowel এর মিশ্র Sound

Rain [রেইন]: বৃষ্টি। Train [ট্রেন]: রেলগাড়ি। Brain [ব্রে-ইন]- মস্তিষ্ক। Chain [চে-ইন]- শিকল। Drain [ড্রে-ইন]- নর্দমা। Main [মে-ইন]-প্রধান। Pain [পে-ইন]-বেদনা। Vain- [ভে-ইন] – ব্যর্থ। Stain- [স্টে-ইন] – দাগ । Gain [গে-ইন]-লাভ/লাভ করা। Grain [গ্রে-ইন]-কুচি/শস্যদানা।      Aim- [এ-ইম] – লক্ষ্য। Claim- [ক্লে-ইম] – দাবি।      Jail [জে-ইল]-জেলখানা/কারাগার। Nail [নে-ইল]-নখ। Pail [পে-ইল]-বালতি। Rail [রে-ইল]-রেলগাড়ি। Fail- [ফে-ইল] – ব্যর্থ। Hail- [হে-ইল] – শিলাবৃষ্টি। Sail [সে-ইল]-পাল/পাল তুলে যাওয়া। Tail [টে-ইল]-লেজ। Mail- [মে-ইল] – ডাক।     Aid – [এইড] – সাহায্য। Paid- [পে-ইড] – প্রদত্ত। Said [সে-ইড]-বলেছিল।    Paint- [পে-ইন্ট] – আঁকা। Faint- [ফে-ইন্ট] – অজ্ঞান।      Raise- [রে-জ] – বৃদ্ধি করা। Praise- [প্রে-জ] – প্রশংসা। Faith [ফে-ইথ’]- বিশ্বাস/আস্থা। Wait- [ওয়ে-ইট] অপেক্ষা।
Air [এয়ার্]-বাতাস। Chair [চেয়ার্]-কেদারা। Fair [ফেয়ার্]-সুন্দর/মেলা। Hair [হেয়ার্]-চুল। Pair [পেয়ার্]-জোড়া। Stair [স্টেয়ার্]-সিঁড়ি। Despair- [ডিস্পেয়ার] – হতাশা। Affair- [অ্যাফেয়ার] – বিষয়
Caw [ক]-কাকের ডাক। Law [ল]-আইন। Paw [প]- থাবা। Raw [র]-কাঁচা। Saw [স]-করাত/দেখেছিল।Draw [ড্র]-টানা/আঁকা। Straw [স্ট্র]-খড়
Day [ডে]-দিন। Hay [হে]-খড়। May [মে]-হয়তো/ইংরেজি মাসের নাম। Pay [পে]-বেতন/পরিশোধ করা। Lay- [লে] – রাখা। Ray [রে]-কিরণ। Say [সে]-বলা। Way [ওয়ে]-পথ। Bay- [বে] – উপসাগর। Play [প্লে] -নাটক/খেলা করা। Pray [প্রে]-প্রার্থনা করা। Clay- [ক্লে] – মাটি । Stay- [স্টে] – থাকা। Tray- [ট্রে] – চ্যাপটা থালা । Away- [অ্যাওয়ে] – দূরে। Relay- [রিলে] – চালান। Today- [টুডে] – আজ
Earn [আর্ন্]-উপার্জন করা। Learn [লার্ন্]-শেখা।    Earth [আর্থ্]-পৃথিবী। Heart [হার্ট্]-হৃদয়। Pearl [পার্ল্]-মুক্তো। Early [আর্লি]-অবিলম্বে/শুরুর দিকে।
Bear [বিয়ার্]-ভালুক/বহন করা। Dear [ডিয়ার‌্]-প্রিয়/দুর্মূল্য। Ear [ইয়ার‌্]- কান। Fear [ফিয়ার‌্]-ভয়। Hear [হিয়ার্‌] – শোনা। Tear [টিয়ার্]-ছেঁড়া/চোখের জল। Year [ইয়ার‌্]-বছর। Near [নিয়ার]-নিকট। Clear [ক্লিয়ার‌্]- পরিষ্কার
Eat [ইট্‌]-খাওয়া। Meat [মিট্]-মাংস। Beat [বিট্]-মারা। Seat [সিট্]-বসা। Beast [বিস্ট‌্]-পশু। East [ইস্ট্]-পূর্ব।     Read [রিড্]-পড়া। Teach [টিচ্]-শেখানো। Sea [সি]-সমুদ্র। Tea [টি]-চা। Meal [মিল্]-আহার।
Bread [ব্রেড্]-রুটি। Dead [ডেড্]-মৃত। Head [হেড্]-মাথা।    Great [গ্রেট্]-বড়ো/মহান। Health [হেলথ্]-স্বাস্থ্য। Wealth [ওয়েলথ্]-ধন/ঐশ্বর্য। Break [ব্রেক্]-ভাঙা। Breast [ব্রেস্ট্]-বক্ষঃস্থল। Deaf [ডেফ্]-কালা।
Bee [বি]-মৌমাছি। See [সি]- দেখা। Free [ফ্রী]-স্বাধীন।Tree [ট্রি]-গাছ। Glee- [গ্লি] উল্লাস। Knee [নি]-হাঁটু। Peep [পিপ্]-উঁকি মারা। Sheep- [শিপ] – ভেড়া। Deep [ডিপ্]-গভীর। Keep [কিপ্]-রাখা। Sleep [স্লিপ্]-ঘুমানো। Sweep- [সুইপ] – পরিষ্কার করা । Steep- [স্টিপ্] – খাড়া । Weep- [উইপ] – কান্না।      Feed- [ফিড] – খাওয়ানো। Speed- [স্পিড] – গতিবেগ। Heed- [হিড] – মনযোগ । Weed- [উইড] – আগাছা। Need- [নিড] – দরকার। Seed- [সিড] – বীজ । Bleed- [ব্লিড] – রক্তপড়া ।       Feel- [ফিল] – অনুভব। Heel- [হিল] – গোড়ালি। Peel- [পিল] – খোসা। Wheel- [হুইল] – চাকা।     Sweet- [সুইট] – মিষ্টি। Meet [মিট্]-সাক্ষাৎ করা। Feet- [ফিট] – পা । Greet- [গ্রিট] – অভিবাদন। Street- [ষ্ট্রিট] – রাস্তা।     Week- [উইক] – সপ্তাহ । Cheek- [চিক] – গাল । Seek- [সিক] – চাওয়া । Speech- [স্পিচ] – বাক্য । Teeth- [টিথ্] – দাঁত ।  Cheese- [চিজ] – পনির । Breeze- [ব্রিজ] – বাতাস। Sneeze- [স্নিজ] – হাঁচি । Needle- [নিড্ল] – ছুঁচ। Geese- [গিস] – হংস । Seen- [সিন] – দেখা। Seem- [সিম] – মনে হয়। Beef- [বিফ্] – গরুর মাংস।
Dew [ডিউ]-শিশির। Few [ফিউ]-খুব অল্প। Hew [হিউ]-ছেদন করা। Mew [মিউ]-সামুদ্রিক পাখি/বিড়ালের ডাক। New [নিউ]-নতুন
Die [ডাই]-মরা। Tie [টাই]-গলবন্ধ/বাঁধা। Lie [লাই]-মিথ্যা বলা/শোয়াBoat [বো-উট্]-নৌকা।Coat [কো-উট্]-জামা/কোট। Goat [গো-উট্]-ছাগল।     Road [রো-উড্]-রাস্তা। Load [লো-উড্]-বোঝা।
Coal [কো-উল্]-কয়লা। Loaf [লো-উফ্]-পাউরুটি
Boil [বয়েল্]-সেদ্ধ করা। Oil [ওয়েল্]-তেল। Soil [সয়েল্]-মাটি। Spoil [স্পয়েল্]-নষ্ট করা। Coin [কয়েন্]-মুদ্রা। Join [জয়েন্]-যোগদান করা। Point- [পয়েন্ট] – বিন্দু।    Choice- [চয়েস] – পছন্দ। Noise [নয়েজ্]-গন্ডগোল Void- [ভয়েড] – অকার্যকর। Hoist- [হোয়েস্ট] – উত্তোলন।House [হাউস্]-ঘর। Mouse [মাউস্]-ইঁদুর।  
Mouth [মাউথ্]-মুখ। Out [আউট্]-বাইরে।   
Our – [আওয়ার] – আমাদের । Sour- [সাওয়ার] – টক ।    Sound- [সাউন্ড] – শব্দ । Ground- [গ্রাউন্ড] – জমি। Loud- [লাউড] – জোরে। Cloud- [ক্লাউড] – মেঘ। Shout- [শাউট] – চিৎকার
Cow [কাউ]-গরু। How [হাউ]-কেমন। Now [নাউ]-এখন। Owl [আউল্]-পেঁচা। Town [টাউন‌্]-শহরBow [বো]-ধনুক। Low [লো]-নীচু। Show [শো]-দেখানো Crow [ক্রো]-কাক/মোরগের ডাক। Grow [গ্রো]-জন্মানো।
Look [লুক্]-তাকানো। Book [বুক্]-বই। Cool [কুল্]-ঠান্ডা। Food [ফুড্]-খাদ্য। Good [গুড্]- ভালো। Moon [মুন্]-চাঁদ। Noon[নুন্]-দুপুর। Spoon [স্পুন্]-চামচ। Too [টু]- অতিশয়। Tooth [টুথ্]-দাঁত
ie-ই/িThief [থিফ্]: চোর। Sieve [সীভ]: চালুনি। Field [ফিল্ড]: মাঠ। Brief [ব্রিফ্]: সংক্ষিপ্ত। Chief [চিফ্]: প্রধান। Piece [পিস]: টুকরো।
oa-ও/োCoat  [কোট]: কোট। Loaf [লোফ্]: পাঁউরুটি। Road [রোড্]: রাস্তা। Goat [গোট্]: ছাগল। Boat [বো্]: নৌকা। Coal [কোল্]: কয়লা। 
ow-ও/োCrow [ক্রো]: কাক। Snow [স্নো]: বরফ। Glow [গ্লো]: উজ্জ্বল। Slow [স্লো]: ধীর। Low [লো]: নীচু। Bow [বো]: ধনুক।

THE MORE ABOUT SOUND

W= ওয়:Water [ওয়াটার]: জল l Way [ওয়ে ]: পথ l Wad [ওয়েড ]: জল বা কাঁদায়  হাঁটা l Wage [ওয়েজ ]: পারিশ্রমিক/মজুরিl Wag [ওয়েগ ]: উপর -নিচ করা l Wail [ওয়েল ]: বিলাপ করা l Waist[ওয়েস্ট ]:কোমর l Wait [ওয়েট ]: অপেক্ষা l Wake [ওয়েক ]: জাগানো l Walk [ওয়াক ] : হাঁটা l  Wall [ওয়াল]: দেওয়াল l Want, wife, warm, ware, war, worship, was, wash, watch, wast, weve, wear, wed, well, window, wine, wipe, wise.
W = ইউ/ইঊ:We[উই ]: আমরা l Weak [উইক]: দুর্বল l Wolf [উলফ ] : নেকড়ে l Wish, with, wither, woman, win, woe, weep, wood.
Wr = র:Write [রাইট ]: লেখা l Wrap [ৱ্যাপ]: মুড়ে ফেলা l Wrath [রথ ]: ক্রোধ l Wretch [র‍্যাচ]: হাতভাগা l Wrong [রং ]: অশুদ্ধl
Wh = হো:What [হোয়াট]: কী l Why [হোয়াই ]: কেন l Where [হোয়ার ]: কোথায় lWhen, While, White.
Wh = হূ:Who [হু ]: কে l Which [হুইচ ]: যাকে /কাকে l Wheel [হুইল ]: চাকা l Wheat, whip, whisper.
X = জ/ক্স:Xerox [জেরক্স]: ফটোকপি l Xenon [জেনন]: ভারী গ্যাস l Xylophone [যাইলোফোন]: বাদ্যযন্ত্র l X-mas [ক্রিসমাস]: ক্রিসমাস l
Y = ই :Year [ইয়ার ]: বছর l You [ইউ ] : তুমি l Yes [ইয়েস]: হ্যাঁ  l Yet [ইয়েট ]: তাছাড়া l Yolk [ইওক ]: ডিমের কুসুম l Yell [ইয়েল] : যন্ত্রনায় চিৎকার l Yam [ইয়াম ]: রাঙাআলু l Yellow [ইয়েলো ] : হলুদ l Youth [ইউথ]: তরুণ l
Z = জ:Zoo [জু ]: চিড়িয়াখানা l Zebra [জিব্রা ]: জেব্রা l Zap [জ্যাপ] : আঘাত করা l Zinc [জিঙ্ক ]: দস্তা l Zero [জিরো ]: শূন্যl Zest [জেস্ট ]: প্রবল উৎসাহ l
Qu = ক (kw):Quiz [কুইজ ]: সাধারণ জ্ঞানের প্রশ্ন করা l Queen [কুইন ]: রানী l Quick [কুইক ]: দ্রুত l Quilt [কুইল্ট ]: লেপ l Queue [কিউ ]: সারিবদ্ধ করা l Quest [কোয়েস্ট ]: অনুসন্ধান করা l Question [কোয়েশ্চন ]: প্রশ্ন l Quash [কোয়াস ]: বাতিল করা l Quarter [কোয়ার্টার ]: এক চতুর্থঅংশ l Quake [কোয়েক]: কাঁপা l Quack [কোয়াক ] : হাতুড়ে ডাক্তার l

Read More: Contraction

Share:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *