A Story Based On Parts of Speech
READ MORE:-PART II.
Characters
Characters: –
Noun + Verb (স্বামী-স্ত্রী)
এদের সন্তান
Pronoun (ছেলে),
Adjective ও Adverb (মেয়ে)
Preposition (চাকর)
Conjunction (মাসি/দাসী)
Interjection (Family friend)
অনেক অনেক দিন আগে Raiganj শহরের Netaji পল্লীর ‘দাস ভবন’ এর ঠিক বিপরীতে ‘English Grammar’ নামের একটি বাড়ি ছিল। সেই বাড়িতে Noun ও Verb নামে এক Couple অর্থাৎ স্বামী স্ত্রী খুব সুখে বসবাস করতো। তাদের Mohanbati তে একটি দোকান ছিলো। Noun বাজারে দোকান সামলাতো এবং Verb বাড়ির সমস্ত কাজ করতো। এদের তিনটি সস্তান ছিল বড়ো সন্তান ছিল ছেলে ও পরের সন্তান দুটি মেয়ে। ছেলেকে তারা Pronoun বলে ডাকতো। বাবার অবর্তমানে Pronoun তার বাবার (Noun এর পরিবর্তে) সব দায়িত্ব সামলাতো। বড়ো মেয়ের নাম ছিল Adjective ও ছোটো মেয়ের নাম ছিল Adverb. দুটি বোনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিলো। এমন কি তারা দুজন দুজনের কাপড় ভাগাভাগি করে পড়তো। Adjective এর জামা বড়ো ছিল, তাই Adverb ‘ly’ নামের ফিতা বেঁধে নিয়ে পড়তো। কিন্তু Adjective সবসময় বাবা ও ভাইয়ের পক্ষ নিতো এবং সকলকে বলত তার বাবা ও ভাই খুব careful, strong, intelligent, kind ইত্যাদি। তবে ছোটো মেয়ে (Adverb) সব সময় খুব বেশি করে মায়ের পক্ষ নিতো কারণ সে ছিলো তার মায়ের (Verb) খুব প্ৰিয়। সে (Adverb) সবাইকে বলতো তার মা খুব carefully, beautifully, strongly, kindly, smartly সব কাজ করে। তবে সে পরিবারের সকলকে প্রয়োজনে Modify করতো এবং বলতো কিভাবে? কখন? কোথায়? কোনো কাজ করতে হয়। কারণ সে ছিলো সবার ছোটো ও আদরের । ধীরে ধীরে তাদের Business এর উন্নতি হয়েছিল। তাই Noun তার কাজের সুবিধার জন্য Preposition নামে একজন শিক্ষিত এবং চালাক চাকরকে কাজে রেখেছিল। Preposition সমস্ত জিনিস (Goods) কোথায় যাবে, কোন সময় যাবে বা কোথায় রাখা হবে তা ঠিক করতো। সে বলতো keep this on the table, between the table, by the table, at the table, under the table ইত্যাদি। এর কিছু দিন পর Adverb একটি School এ ভর্তি হয়েছিল। বাড়ির কাজের জন্য তারা Conjunction নামে একজন মাসিকে রেখেছিল। Conjunction পরিবারের সমস্ত সদস্যকে বিভিন্নভাবে সাহায্য করতো এবং যে যা বলতো তাই করে দিতো। কারণ সে লেখাপড়া জানতো না। সে শুধুমাত্র চারটি English শব্দ জানতো। সেগুলি হল and, but, or, so. তাদের একজন family-friend ছিলো। তার নাম ছিলো Interjection, সে তাদের পরিবারের সুখ-দুঃখ আনন্দ উৎসবে অংশগ্রহণ করত এবং সবসময় শুধু বলতো Hurrah! Alas! Hello! What a pity!
1) PRONOUN কখন কাজ করতো? 2) ADJECTIVE কার পক্ষ নিতো এবং কার বিষয়ে কী কী বলতো?
3) ADVERB কার পক্ষ নিতো এবং মা সম্পর্কে কী কী বলতো? 4) চাকরের নাম কী ছিলো এবং সে কী করতো?
5) মাসির নাম কী ছিলো এবং মাসি কী কী ইংলিশ শব্দ বলতো? 6) FAMILY FRIEND কখন আসতো এবং কী কী বলতো?
Noun names a thing, person or place. Ex: John, Raiganj, school, bat, ball, water, milk etc. Pronoun replaces a noun. Ex: I, we, he, she, they, you, it, this, these, who, that, him, her etc. Adjective describes a noun or pronoun. Ex: good, bad, nice, strong, weak, kind, rich, poor etc. Verb indicates an action or state. Ex: am, is, are, was, were, have, has, go, play, read, dance, eat, write etc. | Adverb mainly describes a verb or an adjective. Ex: badly, kindly, strongly, nicely, carefully, lovingly etc. Preposition relates a noun to another word. Ex: on, in, at, to, by, with, for, from, about, above etc. Conjunction joins words, phrases, clauses or sentences. Ex: and, but, or, so etc. Interjection expresses sudden feelings or emotions. Ex: Hurrah! Alas! Wow! What! How! Etc. |
Comparative Study Of The Written Form Of Small & Capital Letters
লক্ষ্য করো ইংরেজিতে মোট ২৬ টি বর্ণ বা Letter আছে। ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট ২৬ টি বর্ণকে [Letters] বর্ণমালা বা Alphabet বলে। ইংরেজি Alphabet এর ২৬ টি বর্ণের দুটি লিখিত আকার আছে। Capital Letter ও Small Letter। তবে এদের উচ্চারণ একই। শুধু লিখিত অবয়বের (Form) পার্থক্য মনে রাখতে হবে।
আবার ইংরেজি Alphabet এর a, e, i, o, u –এই পাঁচটি বর্ণ বা Letter কে Vowel বা স্বরবর্ণ বলে। Vowel গুলি নিজেই উচ্চারিত হয়। কারও সাহায্য নেয় না। এই পাঁটি Vowel ছাড়া বাকি ২১ টি Letter কে Consonant বা ব্যঞ্জণবর্ণ বলে। Consonant গুলি Vowel এর সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z এগুলি Vowel এর সাহায্যে উচ্চারিত হয়। যেমন- g এর উচ্চারণ করার সময় শেষে ‘e’ উচ্চারিত হয়। অনুরূপভাবে b = b+e, c = c+e, d = d+e, f = a+f প্রভৃতি ক্ষেত্রে লক্ষ্য করো e বা a Vowel এর সাহায্যে b, c, d, f উচ্চারিত হচ্ছে।
Semi Vowel :- w ও y কে Semi Vowel বা অর্ধস্বর বলে। কারণ এরা যখন শব্দের শেষে বা মধ্যে বসে তখন Vowel এর মতো উচ্চারিত হয়। যেমন- now, cow, how, my, by, boy, toy প্রভৃতি। কিন্তু ‘W’ ও ‘Y’ যদি Word এর প্রথমে বসে, তখন এরা Consonant হিসাবে বিবেচিত হয়। যেমন- Window, Yellow.
Each letter is a symbol that represents an individual sound. And sounds are basically divided into two parts.- 1. Vowel Sounds & 2. Consonant Sounds :- মূলত a, e, i, o, u এই পাঁচটি Vowel কে Vowel Sound বলে এবং বাকি 21 টি Letter কে Consonant Sound বলে। লক্ষ্য করো প্রতিটি শব্দে কমপক্ষে একটি Vowel আছে।
Words | Vowels | Consonants |
Elephant | e, e, a | l, p, h, n, t |
Orange | o, a, e | r, n, g |
Beautiful | e, a, u, i, u | b, t, f, l |
Uniform | u, i, o | n, f, r, m |
Vowel বা স্বরবর্ণ ছাড়া কোনো Word বা শব্দ গঠিত হতে পারে না। যেমন- Bpg, Lmt, Dncp প্রভৃতি শব্দ নয়। আবার Vowel আছে কিন্তু Letter গুলি সঠিকভাবে না সাজালে Word হবে না। যেমন- Bgi, Epn, Oens, Gnu এগুলি শব্দ নয়, কিন্তু বর্ণের সমষ্টি। এদেরকে সঠিকভাবে সাজালে শব্দ বা Word হবে। যেমন- Big, Pen, Nose, Gun প্রভৃতি।
কিন্তু,
একটি মাত্র Letter দিয়েও Word গঠিত হতে পারে: যেমন- I am a student.এই বাক্যে I এবং a হল শব্দ।
দুটি letter যুক্ত শব্দ: যেমন- we, my, me, us, an, he, is, am, up, on, no, ox, go, in, it etc. প্রয়োগ – It is in.
তিন বা তার বেশি letter যুক্ত word: cat, bat, rat, cut, gun, sun, moon, rose, monkey, student, father, animation, computer;
SOUND (ধ্বনি)
কন্ঠ থেকে নির্গত ক্ষীণতম আওয়াজকেই ধ্বনি বলে। Note emitted from the throat is Sound.
LETTER (বর্ণ)
ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে। ইহা ধ্বনির সাংকেতিক চিহ্ন মাত্র। যেমন- [A, B, C, D, P, Q, T, S] [ক, খ, গ, ঘ] [অ, আ, ই, ঈ] Written form of symbolic sound is letter.
অর্থযুক্ত বর্ণের সমষ্টিকেই শব্দ বলে। যখন কয়েকটি বর্ণ পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে শব্দ বলে। যেমন- cat, rat, pen etc. A ‘word’ is a letter or group of letters with meaning. Letters in proper arrangement give out a sense is word. Example: apple, balloon, camel, horse, potato, rise, good, badly, but, Alas! প্রভৃতি হল শব্দ।
He is a student.সে (পুরুষ) একজন ছাত্র। | Go there. সেখানে যাও। |
He has two pens. তার দুটি কলম আছে। | Don’t play in the sun. রোদ্রে খেলবে না। |
She does not have any pen. তার (মহিলা) কোনো কলম নেই। | He won the race. সে জয়ী হয়েছিল। |
What is your name? তোমার নাম কী? | What a mess! কী জগামিচুড়ি! |
How old are you? তোমার বয়স কত? | How sweet the song is! কী মধুর গান! |
উপরের উদাহরণে আমরা দেখছি কতকগুলি Word কে একটি লাইনে পাশাপাশি বসানো হয়েছে। এগুলির শুরুতে যে শব্দ বা Word আছে তাদের প্রথম অক্ষর Capital Letter এবং বাকিগুলি Small Letter লেখা হয়েছে এবং লাইনের শেষে (.) Full stop, (?) প্রশ্নচিহ্ন অথাবা (!) বিস্ময় চিহ্ন দেওয়া আছে। তাই Sentence বা বাক্য হল কতগুলি Word এর সমষ্টি যা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে। Sentence এর মধ্যে প্রত্যেকটি Word আলাদা আলাদা করে অর্থাৎ Word গুলির মাঝে Space বা Gap দিয়ে লিখবে, যাতে Word গুলি গায়ে গায়ে ঠেকে না যায়।
A is he student. Is what name your? Sun the in play don’t. A mess what! -ইত্যাদি Word এর সমষ্টি হলেও Sentence নয়। কারণ উপরের উদাহরণগুলিতে Word গুলিকে Grammar এর নিয়ম অনুসারে না সাজানোর জন্য এগুলি অর্থ প্রকাশ করতে পারছে না। তাই Sentence এর Word গুলিকে Grammar এর নিয়ম অনুসারে সাজাতে হবে। A sentence is a group of grammartically arranged words having a complete sence.
ইংরেজি বর্ণের বাংলা প্রতিবর্ণ এবং বাংলার ইংরেজি প্রতিবর্ণ:- |
B = ব (Ball), C = ক/স/চ (Cat/City/Chalk), D = ড (Dog), F = ফ (Fan), G = গ (Gun), H = হ (Hat), J = জ-তালব্য (Jug), J = জ – ঘর্ষণজনিত (Busy), K = ক (Kite), L = ল (Lion), M = ম (Moon), N = ন (Nurse), P = প (Pen), Q = ক (Queen), R = র (Rat), S = স (Son), T = ট (Tiger), V = ভ (Van), W = ও/য়/ব্/উ (War/Weak) X = জ/ক্স (Xenon/Xerox), Y = ই (Yes), Z = জ (Zebra), Ng = ং/ঙ (King) |
দুই বা ততোধিক বাংলা প্রতিবর্ণের এক বা একাধিক ইংরেজি প্রতিবর্ণ। |
ক/খ = C/K/Q, শ = Sh, ক + হ = খ = kh, গ + হ = ঘ = gh, চ + হ = ছ = Cha, জ + হ = ঝ = Jha, প + হ = ফ = ph/fh, ফ + হ = ভ = bh, ড/ দ = D, হ /ঃ = H, র/ড়/ঢ় = R, স/শ/ষ/জ = S, ট/শ/চ/থ/দ/ত/ৎ = T, ঠ / থ = Th, ঢ / ধ = Dh, য় /জ = Y, য়/অ = Y, ন/ণ/ং/ঞ = N, ন্ত = nta |
Read More: Article
Hey there, I’m completely new here, I am just not sure in cases where this section is the right place to share this and sorry for doing this, but We were hoping a person would be able to help me.
I’m just wondering anybody knows any specific trusted provider for Sodium Bicarbonate Suppliers. Is this website trusted and anyone worked with them ?
organic baking soda
Also please present any good as well as comprehensive directory site for more inormation about this type of services. I actually appreciate it.
thanks, interesting read