Case status

Share:

Read More:Pronoun

CASE

Casea) Nominative Case.

b) Objective Case.

c) Possessive Case.

কোন Sentence –এ Noun  বা  Pronoun –এর সহিত অন্য Word –এর যে সম্বন্ধ বা Relation, তাকে ওই  Noun বা Pronoun –এর Case বলে। অর্থাৎ Case হল Noun বা Pronoun –এর সহিত অন্যান্য Word –এর Relation বা সম্পর্ক।

যেমন:     Tom (N)          gave (V)                   him (Obj)        his pen (Poss.)

কে কলম দিল?Answer:- TomNominative case.
কাহাকে কলম দিল?Answer:- HimObjective case.
কাহার কলম দিল?Answer:- HisPossessive case.
I (আমি) am Bengali.

1) NOMINATIVE CASE বা SUBJECTIVE CASE

বাক্যের মধ্যে যা Subject বা কর্তা রূপে ব্যবহৃত হয়, তা হল Nominative Case. অতএব কোনো Sentence-এ যে Noun বা Noun equivalent, Verb -এর কার্য সম্পন্ন করে, তাকে Nominative Case বলে। বাক্যমধ্যস্থ Verb –কে Who?’ দিয়ে প্রশ্ন করলে Nominative Case পাওয়া যায়। অর্থাৎ বাক্যের মধ্যে যে ব্যক্তি বা বস্তুর সম্পর্কে আমরা বলি বা লিখি তা হল Subjective Case.

Rahul played cricket.  – Who played cricket?  কে cricket খেলেছিল? Ans: Rahul. – Rahul হল Nominative Case.

The boys play. They are dancing. I am eating. Rahul is a good boy.

  • Nominating Case -এ প্রধান বাক্যের শুরুতে (Assertive Sentence)–এ ব্যবহৃত হয়। তবে Subject বাক্যের যে কোন স্থানে থাকতে পারে।  যেমন-

He is going to market.                             Where is he going?                                                                    

How glad am I to see you!                        Long live Rahul !

‘I cannot do this’ – said Rahul.                  No sooner had he left the room than he fell down.

2) OBJECTIVE CASE

Verb বা Preposition –এর পর যে Noun বা Pronoun বা Noun-equivalent যখন Object রূপে ব্যবহৃত হয় তখন তাকে Objective Case বলে। বাক্য মধ্যস্থ Verbকে ‘What?’ কি বা ‘Whom?’ কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে Objective Case বলে। অর্থাৎ বাক্যের মধ্যে Object হল সেই ব্যক্তি বা বস্তু যা Subject –এর কর্মের দ্বারা প্রভাবিত হয়।

Rahul gives me a book.   রাহুল আমাকে কী দিল?                         উত্তর হল àa book.        কাকে দিলে?           উত্তর হল àme.

তাই ‘a book’ এবং ‘me’ হল Object.

The girl sings a song.              Rahul played cricket.              I love you.

  • Objective Case – দুই প্রকার। যথা –         i) Accusative Case        ii) Dative Case.
  • Accusative Case বা Direct Object বা বস্তুবাচক Object: যদি Noun বা Pronoun টি বস্তুবাচক হয়, তাহলে Accusative Case হয়। বাক্য মধ্যস্থ Verb –কে ‘What?’ বা ‘কি’ দিয়ে প্রশ্ন করলে Accusative Case পাওয়া যায়।

I read a book.       What do you read? Ans:  – a book. অনুরূপভাবে,He ate two mangoes. I write a letter.

  • Dative Case বা Indirect Object বা প্রাণীবাচক Object: যে Object –এর মধ্যে প্রাণ আছে, তাকে Dative Case বলে। বাক্যমধ্যস্থ Verb কে ‘Whom?’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে Dative Case পাওয়া যায়।

I love my mother.            Whom do you love?                Ans: my mother.         অনুরূপভাবে,

I love you.                     He teaches us.                     I punished him.

একটি বাক্যের মধ্যে Direct Indirect উভয় Object থাকতে পারে। তবে-একই Sentence –এ Direct Indirect Object থাকলে Indirect Object প্রথমে বসে এবং Direct Object পরে বসে। কিন্তু Indirect Object পরে বসালে তার পূর্বে Preposition ‘to’ বা ‘for’ বসে। Father bought me a mobile. বা Father bought a mobile for me.

3) POSSESSIVE CASE বা GENITIVE CASE

The form of noun that shows possession or relationship is called possessive case.

যে Noun বা Pronoun অধিকার বোধ করায় তাকে Possessive Case বলে। বাক্যমধ্যস্থ Noun বা Pronoun কে ‘whose’ বা ‘কার’ দিয়ে প্রশ্ন করলে Possessive Case হয়। সাধারণত মানুষ এবং উন্নত প্রাণীর নামের পর Apostrophe (‘) –এবং ‘s’ (‘s) যুক্ত করে Possessive Case করা হয়।

যেমন:     Rahul’s pen. (Whose pen? কার কলম?)         à            উত্তর হবে- Rahul এর কলম।

Tagore’s poem. (Whose poem? কার কবিতা?) à          উত্তর হবে- Tagore এর কবিতা।

…(‘s) ব্যবহারের নিয়ম: ‘s–এর ব্যবহার শুধু সজীব প্রাণীর জন্য হয়, জড় বস্তুর জন্য নয়। যেমন –The table’s legs.

The house’s roof. The cottage’s door. The garden’s fruit ইত্যাদি ভুল (x)।জড় বস্তুর ক্ষেত্রে ‘s না দিয়ে Preposition ‘of’ ব্যবহৃত হয়। যেমন- The + Noun + of + Noun. উদাহরণ: – The legs of the table; The roof of the house; The door of the cottage; The fruit of the garden. Etc.ঠিক।

i) সকল Singular Noun –এবং যে সকল Plural Noun –এর শেষে ‘s’থাকে না; সে ক্ষেত্রে ‘s ব্যবহৃত হয়। অর্থাৎ শেষে s বিহীন Noun এর পর Apostrophe ‘s ব্যবহৃত হয়

যেমন –Rahul’s leg.        Man’s leg.       Child’s eye.      Children’s film.  Mother’s glass.          

ii) যে সকল Noun –এর Plural form –এর শেষে অক্ষরটি s হয়, সেই Plural Noun টি তে ‘s না দিয়ে শুধু (‘) ব্যবহৃত হয়। শেষে ‘s’ যুক্ত Noun এর ক্ষেত্রে শুধু Apostrophe (‘) ব্যবহৃত হয়।  

Singular Noun takes Apostrophes (‘s) একজনেরPlural Noun without s but takes Apostrophes (‘s) একাধিক জনেরPlural Noun takes only Apostrophe (‘) একাধিক বা সকলের
Boy’s pen. Girl’s book, Principal’s room, John’s father, Tagore’s poem.
Mohan’s knows. Mita’s hair. Sister’s son. Sister-in-low’s son.
Children’s smile, Men’s power, Women’s love, Women’s co-operative, People’s republic, Oxen’s horns. Sister-in-low’s home. Mita and her brother’s house.Boys’ pen, Girls’ Hostel, Teachers’ room, Girls’ common room, Boys’ toilet, Sailors’ cap. Friends’ club. Brothers’ group, Farmers’ bank.

More uses of Apostrophe (‘) / Apostrophes (‘s)

iii) যে সকল Noun –এর Plural form –এর শেষ অক্ষরটি s থাকে সেখানে শুধু  (‘) ব্যবহৃত হয়। যেমন –Keats’ poetry.

iv) Compound Noun –এর শেষের word টিতে (‘s) ব্যবহৃত হয়। যেমন –

Brother-in-law’s home; Servant’s quarter;   Governor General’s car; My brother’s house.

v) যৌথ অধিকার বোঝালে অর্থাৎ দুই বা ততোধিক Noun থাকলে শেষের Noun টিতে (‘s) ব্যবহৃত হয়। যেমন-

Dutta and Ghose’s firm (one firm belonging to both). Sita and Gita’s mother. (same mother)

কিন্তু দুটি Noun –এ যদি (‘s) হয়, তাহলে Firm টি আলাদা আলাদা বোঝাবে। যেমন –

Dutta’s and Ghose’s firm (two separate firm). Sita’s and Gita’s mother. (different mother)

vi) Abstract Noun –এর শেষে ‘s’বা ‘es’ থাকলে এবং তারপর sake থাকলে শুধু (‘) দিয়ে Possessive গঠন করতে হয়। যেমন- Goodness’ sake.   Justice’ sake.         Conscience’ sake.      Heaven’s shak.  Etc.

The possessive case is generally used of people, animals and countries and not of lifeless things but sometimes it is used to some certain expression of time, thing etc.

vii) Inanimate Object (অচেতন পদার্থ) –এর তিনটি ক্ষেত্রে (‘s) হয়।

1. Personified thing: Death’s door. India’s hope. Fortunes’ favour.

2. Dignified Object: পবিত্র বা মহান কোন বস্তুর ক্ষেত্রে। যেমন – Ocean’s roar; The country’s call; The Sun’s ray.

3. Denoting  time (সময়), space (পরিমাপ), weight (ওজন), যেমন:

  • Time: A day’s journey, A week’s leave, 5 day’s absence. Three day’s leave. A month’s salary. Today’s news.
  • Space/Phrase: A needle’s point. A yard’s length. A stone’s throw. The journey’s end. 
  • Weight: A kilo’s weight, a ton’s weight.

viii) কতগুলি বিশেষ বিশেষ Phrase –এর ক্ষেত্রে। যেমন – wit’s end, heart’s content, at arm’s length. For God’s sake.

ix) Elliptical Possessive: Objective case –এর Possessive Noun –এর পর house, Church, School, Shop etc. শব্দ উহ্য থাকে। I went to the grocer’s (shop). আমি মুদিখানার দোকানে গিয়েছিলাম। Rahul went to Ghose’s  (house).

x) Double Possessive: Possessive Noun বা Pronoun –এর পূর্বে ‘of’ ব্যবহৃত হয়। যেমন-

A book of Rahul.(রাহুলের একটি বই)।             A book of Rahul’s. (রাহুলের বইগুলির একটি)।

A picture of the queen.(রাণীর ছবি)।     A picture of the queen’s. (রাণীর অনেকগুলি ছবির মধ্যে একটি)।

xi) Subjective Possessive: Possessive যখন Subject কে নির্দেশ করে। যেমন –

Tagore’s poems are world famous. Nature’s ways are mysterious. 

xii) Objective Possessive: Possessive যখন Object কে নির্দেশ করে। যেমন –

The lover’s sufferings (suffering suffered by the lover).

Personal Pronoun –এর ক্ষেত্রে ‘sহয় না।

Possessive Pronoun: – Mine, ours, its, hers, yours, theirs –এর পর  ‘s’ হয় না।

Your’s faithfully.   (x)             yours faithfully. ( )               Your’s truly  (x)          Yours truly  ( )

4. Cognate Object: Intransitive verb –এর কোন Object থাকে না, কিন্তু যখন কোনো Intransitive verb –এর সমার্থক কোন Object (kindred meaning) কে গ্রহন করে, Transitive verb রূপে ব্যবহৃত হয়, তখন সেই Object কে Cognate Object বলে। যেমন:           He sang a song (sang-song).                   Rahul ran a race (run-race).

Some more stuff

5. Factitive Object: Transitive verb –এর Object থাকা সত্ত্বেও অনেক সময় বাক্যের অর্থ সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে না। অর্থকে সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য যে অতিরিক্ত Word বা Complement ব্যবহার করতে হয়, সেই অতিরিক্ত Word টিকে Factitive Object বলে। যেমন –

He called me a fool. We made her C.M. We nominate him guide. He seems to be clever.

[call, name, make, select, elect, appoint, chose, nominate, think, consider, seem প্রভৃতি verb গুলি Factitive Object গ্রহন করে। ]

6. Reflexive Object: Transitive verb যখন কোন Reflexive Pronoun কে Object হিসাবে গ্রহন করে তখন তাকে Reflexive Object বলে। যেমন – He killed himself.  We did these ourselves. [myself, ourselves, yourself etc.]

7. Adverbial Object: যে সব Noun বা Noun equivalent কোন verb বা Preposition –এর Object না হয়েও Object –এর মত ব্যবহার করা হয় এবং Adverb –এর মত verb কে modify করে, তাকে Adverbial Object বলে।) Adverbial Object সাধারণত সময় (time), স্থান (place), দূরত্ব (distance), ওজন (weight), মূল্য (value), পদ্ধতি (manner) ইত্যাদি বোঝায়। যেমন – I shall go home. (go-verbকে home-modify করে)। Come here. I will go to Kolkata. (এটি Object –এর মতো ব্যবহৃত হয়। মনে রাখতে হবে Adverbial Object কিন্তু Object নয়। 

More food for thoughts

Put apostrophes (‘) wherever necessary.

1) Childrens book.
2) Heroes clothes.
3) Students companion.
4) MLAs bungalow.
5) 8 hours work.
6) Keats Poems.
7) Five girls parents.
8) These monkey tails.
9)My friends umbrella.
10) Babys shop.
11) Mens clothes.
12) ladies bags.
13) Lions paws.
14) VIPs luggage.
15) A girls skirt.

Underline the Possessive case and possessive Adjective from the text give below:

Mohan is my friend. He lives in Guwahati, Assam. It is a beautiful place covered by Green trees. Mohan’s house is far away from the town. Many creatures like squirrels, rabbits, birds and butterflies stay in the shelter of trees. The other side of the road is crowded with sweet strawberry vines. Mohan has a special friend in his neighboruhood. She is a parrot. She comes to see him everyday. He keeps some food from his breakfast to feet her. She is beautiful like a Queen she. Shas has very colourful feathers. Mohan calls her ‘Buli’. She eats strawberry with her beak and catches worm with her claws. He gives corn seeds everyday to feed ‘buli’. Mohan waits for her visit eagerly. This friendship is precious for Mohan.

Read More:Adverb

Share:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *