Causes of confusion

Share:

Read More: IT

CONFUSION

আমরা জানি Noun বা Noun equivalent (Pronoun / Modifier) বাক্যের মধ্যে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহৃত হয়। যা নিম্নে দেখানো হল:

Noun Or Noun Equivalent As Subject (Subject + Verb)

The sun shines.সূর্য কিরণ দেয়।
The wind blows.বাতাস বয়।
They work.তারা কাজ করে।
We read.আমরা পড়ি।
He has arrived.সে এসে গেছে।

Noun Or Noun Equivalent As Object (Subject + Verb + Object)

I have read the book.আমি বইটি পড়েছি।
You did it.তুমি এটি করেছিলে।
They called me.তারা আমাকে ডেকেছিল।
John caught the ball.জন বলটি ধরেছিল।
The shop- keeper sells computers.দোকানদারটি কম্পিউটার বিক্রি করে।

Noun Or Noun Equivalent As Object (Subject + Verb + Object)

I have read the book.আমি বইটি পড়েছি।
You did it.তুমি এটি করেছিলে।
They called me.তারা আমাকে ডেকেছিল।
John caught the ball.জন বলটি ধরেছিল।
The shop- keeper sells computers.দোকানদারটি কম্পিউটার বিক্রি করে।

Noun Or Noun Equivalent As Complement (Subject + Verb + Complement)

The sun is a star.সূর্য একটি নক্ষত্র।
The wind is invisible.বাতাস দেখা যায় না।
They are workers.তারা শ্রমিক
We are students.আমরা ছাত্র।
He is a rich man.সে একজন ধনী লোক।

Noun Or Noun Equivalent As Adverb (Subject + Verb + Adverb)

He went there.সে সেখানে গেল।
They arrived then.তারা তখন পৌঁছাল।
The match is tomorrow.আগামী কাল ম্যচটি হবে।
God is everywhere.ভগবান সর্বত্র আছেন।

Noun Equivalent And And Direct(Subject + Verb + Noun As Indirect Object 1 + Object 2

I sent him Charismas card.আমি তাকে একটি বড়দিনের কার্ড পাঠিয়েছিলাম
He sent me a message.সে আমাকে একটি খবর পাঠিয়েছে।
You told me this.তুমি আমাকে এই কথাটা বলেছিলে।
I gave him a story book.আমি তাকে একটি গল্পের বই দিয়েছিলাম।
My father teaches me Englishআমার বাবা আমাকে ইংরেজি পড়ান।

Noun Equivalent And Noun As Object And Complement (Subject + Verb + Object + Complement)

People made him ministerলোকে তাকে মন্ত্রী বানিয়েছিলো।
They elected him chairman.তারা তাকে পৌরপ্রধান হিসাবে নির্বাচন করল।
The work kept me busy.কাজটি আমাকে ব্যস্ত রেখেছিল।
We painted the house blue.আমারা বাড়িটিতে নীল রং করেছিলাম।
They declared him winner.তারা তাকে জয়ী ঘোষণা করল।

Noun Equivalent Or Noun As Adverbial (Subject + Verb + Object + Adverbial)

Noun যখন Adverbial রূপে time ও place কে নির্দেশ করে তখন সেই adverbial noun টির পূর্বে একটি preposition ব্যবহার করতে হয়।

I kept the watch in the drawer.আমি ঘড়িটি ড্রয়ারে রেখেছিলাম।
He put the thing on the table.সে টেবিলের উপর জিনিসটি রাখল।
She poured the tea in the cup.সে কাপে চা ঢালল।
They moved the chairs to the hall.তারা চেয়ার গুলিকে বড়ো ঘরেনিয়ে রাখলো।
The police found the thing in his room.পুলিশ তার ঘরে জিনিসটি খুঁজে পেল।
We got into the busআমরা বাসে উঠলাম।

The Pronoun “You” And “It” Are Used Both As Subject And Object

As ObjectAs Object
You are my friend.I love you.
It is evening.He likes it.
You are playing cricket now.How are you?
You love it.It is loved by you.

Present Participle (“-ing” Verb) and Past Participle (V3) as Adjective

আমরা জানি Continuous tense verb এর ‘ing’ form ব্যবহৃত হয়, তবে খেয়াল রাখতে হবে be verb (am/is/ are/was/were) এর পর verb-ing থাকে। যখন verb  এর ing রূপ be verb ছাড়াই ব্যবহৃত হয় তখন তা বাক্যের মধ্যে adjective রূপে কাজ করে তাহলে Present Participle হয় কিন্তু Noun রূপে কাজ করলে Gerund হয়। ঠিক তেমনি have verb (have/ has/had) বা passive verb ছাড়াverb এর তৃতীয় রূপ অর্থ্যাৎ  Past Participle বাক্যের মধ্যে adjective রূপে কাজ করে তখন তা Past Participle হয়।Exe: Walking is a good exercise.

Present Participle (“-ing” Verb) as AdjectivePast Participle (V3) as Adjective
Mr. John taught us an interesting story.Yesterday I met a retired teacher.
He described us an appalling incident.He is an experienced player.
She tried to extinguish the burning oven.The aggrieved man refused to go down.
They are hard-working people.That was a well-organised programme.

Home এর পূর্বে to বা অন্যকোনো preposition use হয় না। যেমন- go home/ come home/ get home/ arrive home/ on the way home/ let’s go home etc.

Exercise: Choose the correct form of adjectives to fill in the blanks:
1. I am very __________. (tiring / tired)  2. This is __________ news. (excited / exciting)  3. The students are ____________. (confusing / confused) 4. The lesson is ____________. (boring / bored) 5. My brother is ____________ at the news. (shocking / shocked)  6. The result is ___________. (surprising / surprised)7. I am ___________ in music. (interesting / interested)  8. Your explanation is not ___________. (convincing / convinced)
9. He is never ____________ with his work. (satisfying / satisfied)
10. He looks _____________. (exciting / excited)

Read More: Article

Share:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *