Conjunction words

Share:

CONJUNCTION

আমারা জানি Conjunction –এমন একটি Word যেটি একাধিক Word কে বা Phrase কে বা Clause কে সংযুক্ত করে। A Conjunction joins words, phrases, clauses or sentences. * A conjunction is a word used to join words or sentences. – Wren & Martin.

যেমন –              1. Do or die.       2. Ram and Rahim go to school together.                3. He is poor but honest.

4. He is both tired and hungry.    5. It is getting dark so we should go home.            6. Rupam and Raj are two brothers.

7. Retu and You have done this work.        8. You and I will go there.                        9. The old man sat down and wept.

10. We are sad but hopeful                      11. The cat moves slowly and silently.

Basic Knowledge about the Use of conjunction with bengali meaning

AndএবংButকিন্তুOrঅথবা
IfযদিSo/HenceসুতরাংYetতবুও/তথাপি
Forজন্যThereforeঅতএব/সুতরাংAsযেহতু
Whoযে/যে যে/যারাWhichযেটি/যে যেটি/যেগুলিThatযে
Whatযা/যা যাWhomযাকেWhereযেখানে
WhoseযারWhyযে কারণে/যে জন্যেHowযে ভাবে/যেমন ভাবে
Thanচেয়েHoweverযাইহোকBeforeপূর্বে
BecauseকারণAs well asসেইসাথে/সহAfterপরে
AlsoআরওUntilপর্যন্ত/যতক্ষণ নাNorনতুবা
Elseঅন্যথায়Unlessনা হলেSinceথেকে
AlthoughযদিওTillযতক্ষণWhileযখন
Whether/ifকি’না অর্থেAs soon asযত শীঘ্রEither –orহয় এটা -নয় ওটা
Lest — shouldনতুবাNeverthe lessতবুওAs long asযতক্ষণ পর্যন্ত
Neither –norনা এটা – না ওটাSo — thatযাতে কি নাOtherwise/elseঅন্যথায়
Providedএই শর্তে যেNot only – but alsoকেবল নয় – কিন্তুSo — asএরূপ যে
ConsequentlyফলতSuch — thatযেমনটাWhereverযে কোন স্থানে
Besidesতাছাড়া/অধিকন্ত
/আরো
Scarcely — whenযেমুহূর্তে — যখনBoth — andউভয় — এবং
Wheneverসে কোন সময়েAs ifযেনHardly — whenযেমাত্রে — যখন
No sooner —thanযেই না তখনAs — soযেমন — তেমনAs far asযতদূর সম্ভব
Because of/on account of/owing to/due to = জন্যে/কারণে।But/still/yet = কিন্তু/তথাপি/তা সত্তেও।
Though/Although = যদিও/তথাপি।If/provided/provided that/providing that/in case – যদি।
So that/in order that – যাতে।In spite of/despite – সত্তেও।

One word to another clause:  1. He is so week that he cannot walk. 2. Such was her beauty that everybody loved her.

One sentence to another sentence:

1. I trust him because he is honest.  2. He says that he will do it.  3. They will come if they are allowed here.  4. It is a long time since I saw you last.  5. You must wait here until your father comes back.

The use of And, But, Or, So etc in sentences with Bengali Meaning:-

And (এবং/ও):  দুই বা ততোধিক একই ধরণের বা গুণের Subject, Object, Adjective, Adverb, Preposition, Clause কে যুক্ত করতে ব্যবহৃত হয়। যেমন-

1. মোহন স্কুলে যায়। > Mohan goes to school. 2. মিতা স্কুলে যায়।  > Mita goes to school. = মোহন ও মিতা স্কুলে যায় > Mohan and Mita go to school.

উপরের উদাহরণে আমরা দেখছি ‘goes to school’ – হচ্ছে Common এবং Mohan ও Mita আলাদা Noun যা Subject রূপে ব্যবহৃত হয়েছে। তাই Mohan এবং Mita কে ‘and’ দ্বারা যুক্ত করা হয়েছে। অনুরূপভাবে,

Mohan is strong. Mohan is brave = Mohan is strong and brave. এক্ষেত্রে  Mohan এর দুটি গুণ (Adjective) ‘strong’ ও ‘brave’ কে ‘and’ দ্বারা যুক্ত করা হয়েছে। অনুরূপভাবে,

Rita and Mita are two sisters. (Noun + Noun)  রিতা এবং মিতা দুই বোন।

Rita and You have done this. (Noun + Pronoun) রিতা এবং তুমি এটা করেছো।

You and I will do this. (Pronoun + Pronoun) তুমি ও আমি এটা করবো।

Tha lady sat down and wept. (Verb + Verb) ভদ্রমহিলা বসে পড়লেন এবং কাঁদলেন।

He is brave and intelligent. (Adjective + Adjective) সে সাহসী এবং বুদ্ধিমান।

She warks slowly and carefully. (Adverb + Adverb) তিনি ধীর এবং সাবধানে কাজ করেন।

The eagle flyies through and through the sky. (Preposition + preposition) ঈগল সারা আকাশ জুড়ে উড়ে।

He stood first and got the first prize. (Clause + Clause) সে প্রথম হয়েছে এবং পুরস্কার পেয়েছে।

দুই এর বেশি Word যখন Conjunction দ্বারা যুক্ত করা হয় তখন শেষের আগের টাতে ‘and’ ব্যবহৃত হয় এবং তার সামনের Word গুলিতে কমা (,) দিয়ে লিখতে হয়। Mohan is kind. Mohan is strong. Mohan is brave. = Mohn is kind, strong and brave.

জল এবং স্থলLand and waterদেহ ও মনMind and body
স্বামী এবং স্ত্রীHusband and wifeগ্রহ ও নক্ষত্রStars and planet
কালি ও কলমPen and inkদিন ও রাত্রিDay and night

তবে বাংলাতে ‘ও’ অথবা ‘এবং’ অনেক সময় উহ্য/Silent থাকে। যেমন-

ঝড়বৃষ্টিWind and rainতীরধনুকBow and arrow
শত্রূমিত্রFriend and foeদোষগুণMerits and demerits
আত্মীয়-স্বজনKith and kinউত্থান-পতনUps and downs

Examples: তিনি সৎ এবং বিনয়ী। > He is honest and humble. জন শুধু খেলাই করে। > John palys and plays. 

But: [কিন্তু/তবুও]: বিপরীতধর্মী Word, phrase বা Clause কে যুক্ত করে।

ছেলেটি দরিদ্র। The boy is poor. ছেলেটি সৎ। The boy is honest. ছেলেটি দরিদ্র তবুও সৎ। = The boy is poor but honest.

সে ধনী। He is rich. সে অসুখি। He is unhappy. তিনি ধনী কিন্তু অসুখি। = He is rich but unhappy. 

উপরের উদাহরণ লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি ‘The boy is’ – Common কিন্তু poor ও honest দুটি বিপরীতধর্মী শব্দ, তাই ‘But’ দ্বারা সংযুক্ত করা হয়েছে। [but/yet/still –ভিন্ন জাতীয় বিষয়কে সংযুক্ত করতে ব্যবহৃত হয়।]  অনুরূপভাবে,

He is learned but very rude. – তিনি শিক্ষীত কিন্তু খুবই রাগী। They played well yet they failed. – তারা ভালো খেলেছিল, তথাপি তারা হারল।

Mohan is tall. Rohan is short. = Mohan is tall but Rohan is short.

She did her work prompy but correctly. > তিনি তার কাজ করতেন দ্রুত কিন্তু সঠিক ভাবে।

But/Yet/Still (কিন্তু/তা সত্তেও/তথাপি):- He is poor but/yet/still happy. – সে গরীব কিন্তু/তা সত্তেও/তথাপি সুখি।   

Else (অন্যথায়):-Run else the train will leave. – দৌড়ও, অন্যথায় ট্রেনটি চলে যাবে।

Or (অথবা/কিন্তু):- বিকল্প বিষয় ‘এটা না হয় ওটা’ অর্থে or বা else কে সংযুক্ত করতে প্রয়োগ করা হয়।

Do or die. > কররো নয়তো মরবো। Be quick. > তারাতাড়ি করো। You will be late. তোমার দেরি হয়ে যাবে। => Be quick or you will be late. – তাড়াতাড়ি করো নয়তো তোমার দেরি হয়ে যাবে।  Take rice or go without food. > হয় ভাত খাও নয়তো উপবাস করো।

So (সুতরাং/তাই): – He was ill so he could not attend the meeting. – তিনি অসুস্থ ছিলেন, তাই মিটিং এ উপস্থিত থাকতে পারেননি।

As (যেহতু): – As he was ill, he could not come. – যেহেতু তিনি অসুস্থ ছিলেন, তিনি আসতে পারেন।

Since/As (যেহতু-সেহেতু): Since/As he works hard he can proper in life. – যেহেতু সে কঠোর পরিশ্রম করে সেহেতু সে জীবনে উন্নতি করতে পারবে।

Because (কারণ): – He could not come because he was ill. – তিনি আসতে পারেননি কার, তিনি অসুস্থ ছিলেন।

If (যদি): – If you come, I shall go. – যদি তুমি আসো, আমি যাবো।

Though (যদিও): – He did not help me though he was my friend. –সে আমাকে সাহায্য করেনি যদিও সে আমার বন্ধু ছিল।

Either….or [হয় (এ) — নয়তো (ও)]:-Either John or his brother will join us. – হয় জন নয়তো তার ভাই আমাদের সঙ্গে যোগ দেবেন।

Neither…nor [এও না — ওও না]: – Neither John nor his brother will come. – জনও আসবে না তার ভাইও আসবে না।

Not only … but also [শুধু (এতে) — নয় (ওতে)]: – He knows not only English but also French. – সে শুধু ইংরেজী নয়, ফ্রেঞ্চ ও জানে।

Till (যতক্ষণ):- Wait till train arrived. > ট্রেনটি আসা পর্যন্ত অপেক্ষা করো।

Untill (যতক্ষণ না): – Wait until I return. > আমার না আসা পর্যন্ত অপেক্ষা করো।

Unless/If not (যদিনা):- Unless you are happy, you cannot make other happy. – তুমি যদি সুখি না হও তাহলে তুমি অপরকে সুখি করতে পারবে না।

As soon as (যে মাত্র/যক্ষনি-তক্ষনি/সাথে সাথে/যে মাত্র-সে মাত্র):- As soon as the teacher entered the classroom, the students stood up. – শিক্ষক যখনই শ্রেণিকক্ষে প্রবেশ করলেন ঠিক তক্ষনি ছাত্ররা উঠে দাড়ালো। The train left as soon as I reached. > আমি পৌছানো মাত্রই ট্রেনটি ছেড়ে দিল।

As long as (যতক্ষণ-ততক্ষণ): – Wait here as long as it rains. – এখানে অপেক্ষা করো যতক্ষণ বৃষ্টি হয়। Stay as long as you like. > যতক্ষণ ইচ্ছে থাকো।

As much as (এত বেশি পরিমাণ যে/যতটুকু-ততটুকু/এতগুলি-যতগুলি):- He helped me as much as he could. – সে যতটুকু পেরেছিল ততটুকু আমাকে সাহায্য করেছিল। She gave me as much money as she had. – ততগুলি টাকা আমাকে দিয়েছিলেন যতগুলি

As….as (মতো/যেমন-তেমন):-John is as good as Mohan.- জন মোহনের মতো ভালো। He has as much money as I have. – তার যতগুলি টাকা আছে তত পরিমাণ আমার আছে।  

So …. that (এতই যে):- He is so weak that he cannot walk. > সে এত দুর্বল যে হাঁটতে পারছে না।

Conjunction: তিন প্রকার। যথা-

Conjunction1. Co-ordinating Conjunction

2. Subordinating Conjunction

3. Correlative Conjunction.  

1. Co-ordinating Conjunction

1.The merchant is rich but unhappy. 2. She stood first and got a prize.3. The snake is small but dangerous. 4. You must read or you may fail in the Examination.5. Rahul was weak; therefore he could not attend the meeting. 6. The teacher scolds the girl for she is lazy. 7. John ran fast yet he could not catch the train. 8. Either eat or go away. 9. Neither me nor my brother will go there. 10. John as well as his friend is lazy. 11. She got into the bus and went to the office.

2. Subordinating Conjunction

যে Conjunction –এক বা একাধিক Subordinate Clause কে Principal Clause –এর সাথে সংযুক্ত করে তাকে Subordinating Conjunction বলে। The conjunctions that connect a sub-ordinate clause to another clause are called Sub-ordinate Conjunction.

Example –as, so, until, since, that, if, according as, often, before, when, who, which, where, as long as, so long as, so-that.

Examples: 1. He never gives up until he wins. 2. Since she had a headache, she did not go to work. 3. Despite calling several times, she never received a reply. 4. John said that he would buy a new car. 5. We will help you if you need. 6. John promised that he would never come to college late. 7. John could not attend the meeting as he was ill. 8. Study carefully that you can pass. 9. If John comes, I shall help him.10. Though she is poor, she is honest. 11. John is as intelligent as his brother. 12. She is better than I. 13. Wait until I come back. 14. When the bell rang, the students entered the class.

3. Correlative Conjunction

দুটি Conjunction একত্রিত হয়ে একটি যুক্ত Conjunction –এ পরিণত হলে, তাকে Correlative Conjunction বলে। তারা সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। It works in pairs to correlate two part of sentences of equal importance. It is a pair of joining words to connect two ideas together in a sentence.

Example – whether-or, other-than, not only –but also, no less –than, no fewer – than, as-as, much –as, so – as, the same, the same – that, such – as, both – and, both — and, either — or, neither — nor, not only — but also etc.

Example: 1. He can neither sing nor dance. 2. He is both a fool and a knave. 3. She is both wise and good. 4. He must either work or go. 5. He behaved neither wisely nor kindly.6. He is so tired that he cannot run.7. Such was her beauty that everybody loved her. 8. No sooner had I arrived than they left the room. 9. Hardly had I left the room when it began to rain. 10. Scarcely had I left the room when it began to rain. 11. She has none else than her mother. 12. She has none else but her mother.

Read More:Adjective

Share:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *