What is subject in Grammar

Share:
Players are playing.

Read More:Sentence

Read More:All About complement

All About Subject (Do-er/Agent/Actor):

The Subject names the do-er or the agent. The subject is the person or thing doing the action or being described. বাক্যের মধ্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলি বা লিখি, তাকে Subject বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি বা বস্তু কাজটি সম্পাদন করে, তাকেই Subject বলে। বাক্য মধ্যস্থ Verb কে ‘Who?’ বা ’কে?’ দিয়ে প্রশ্ন করলে প্রাণীবাচক Subject পাওয়া যায় এবং ‘What?’ বা ‘কী?’ দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক বা বিষয়সূচক Subject পাওয়া যায়।
একটি বাক্যের Subject মূলত Noun (John, Merry) বা Pronoun (He, She, We, You, It) হয়। Subject দুই রকমের হয়। i) Singular Subject ii) Plural Subject. তবে Subject রূপে Noun with Pre-modifier, Noun with Post-modifier, Introductory – It/There, Compound Subject, Infinitive, Participle, Gerund, Noun Phrase, Noun Clause প্রভৃতি ব্যবহৃত হয়।

Students are reading.

Single Subject মূলত Noun অথবা Pronoun হয়। তবে Adjective (brave boy), Participle (working man), Possissive Noun (John’s sister), Possissive Adjective (his mother), Phrase (a friend in need), Noun in Apposition (Mr. Roy, the principal), Compound Subject ও Clause প্রভৃতি Noun এর সাথে Subject রূপে ব্যবহৃত হয়।

1.Singular Noun as Subject+Verb+OthersPlural Noun as Subject+Verb+Others
John is reading. – জন পড়ছে।Tom and John are reading. – টম ও জন পড়ছে।
Father is going. – বাবা যাচ্ছেন।Brothers are playing. – ভায়েরা খেলছে।
Bird is flying. – পাখি উড়ছে।Birds are flying. – পাখিরা উড়ছে।
Apple is sweet. – আপেল মিষ্টি।Apples are sweet. – আপেলগুলি মিষ্টি।
Pen is new. – কলমটি নতুন।Books are old. – বইগুলি পুরোনো।
2.Singular Pronoun as Subject+Verb+OthersPlural Pronoun as Subject+Verb+Others
I am reading. – আমি পড়ছি।We are writing. – আমরা লিখছি।
You are listening. – তুমি শুনছো।You are listening. – তুমি শুনছো।
He is going. – সে যাচ্ছে।They are going. – তারা যাচ্ছে।
She is singing. – সে গান গাইছে।They are singing. – তারা গান গাইছে।
This is a pen. – এটা একটা কলম।These are pens. – এগুলি কলম।
That is a fan. – ওটা একটা পাখা।Those are fans. – ওইগুলি পাখা।
There is a cow. – ওখানে একটা গরু।There are cows. – ওখানে গরুগুলি রয়েছে।
3.Possessive Adjective with Singular Noun+Verb+OthersPossessive Adjective with Plural Noun+Verb+Others
My pen is good. আমার কলমটি ভালো।My pens are new. – আমার কলমগুলি নতুন।
Our school is big. – আমাদের বিদ্যালয় বড়ো।Our schools were beautiful. – আমাদের বিদ্যলয়গুলি সুন্দর।
Their house is here. – এখানে তাদের বাড়ি।Their houses are old. – তাদের বাড়িগুলি পুরোনো।
His brother is a doctor. – তার ভাই ডাক্তার।His sisters are beautiful. – তার বোনেরা সুন্দরী।
Her daughter is smart. – তার মেয়ে সপ্রতিভ।Her daughters are intelligent. – তার মেয়েরা বুদ্ধিমতি।
Your book is here. – তোমার বই এখানে।Your books are there. – তোমার বইগুলি ওখানে।
Its an eye becomes red. -এর একটি চোখ লাল হয়ে যায়।Its eyes are black. – এর চোখগুলি কালো।
Amal’s house is there. – ওখানে অমলের বাড়ি।Amal’s houses are big. – অমলের বাড়িগুলো বড়ো।
Boy’s shirt is there. – ওখানে ছেলেটির জামা আছে।Boys’ schools are clean. – ছেলেদের বিদদ্যালয়গুলি পরিষ্কার।
4. Noun with Pre-Modifiers(Singular)Noun with Pre-Modifiers(Plural)
A boy is singing on the road. একটি ছেলে রাস্তায় গান গাইছে।Two boys are fighting on the road. দুটি বালক রাস্তার ওপর মারামারি করছে।
An old man walks slowly. – বুড়োমানুষ ধীরে চলেন।Many young men died of corona. – বহু তরুণ করোনায় মৃত।
The Ganga is a sacred river. – গঙ্গা এক পবিত্র নদী।The poor are suffering for lock-down. লকডাউনে গরীবরা ভূগছে।
The sweet mango is on the table. – মিঠে আম টেবিলের উপর রাখা।The fresh mangoes are on the tree. – টাটকা আমগুলি গাছে আছে।

Position of Subject in sentences

বাক্যের গঠন
ও প্রয়োগ অনুসারে
Subject
এর স্থানের
পরিবর্তন হয়।
যেমন- Assertive
sentence
এ বাক্যের প্রথমে
Subject ব্যবহৃত হয়।
তবে অনেক সময়
Subject এর পূর্বে Adverb
ব্যবহৃত হয়।
(Adverb) + Subject+
Verb+Others.
উদাহরণে Bold
করা Word হল
Subject.
She sat here. সে এখানে বসেছিল।

Here she sat. – এইখানে সে বসেছিল। (Here – Adverb)

I saw her yesterday. – আমি তাকে পরশুদিন দেখেছিলাম।

Yesterday I saw her. – পরশুদিন আমি তাকে দেখেছিলাম। (Yesterday – Adverb)

Suddenly she felt afraid. – হঠাৎ সে ভয় পেয়েছিল। (Suddenly – Adverb)

Today he is going to Kolkata. – আজ তিনি কোলকাতা যাচ্ছেন। (Today – Adverb)

Sometimes he behaves roughly. – কখনো কখনো সে খারাপ ব্যবহার করে।

Interrogative sentence
এ Subject
এর পূর্বে Helping verb
বা Wh-word থাকে।
(Wh-word) + Helping Verb
+ Subject+ Main Verb + Others + ?
She is going to school now. – সে এখন বিদ্যালয়ে যাচ্ছে।
Is she going to school now? – সে কি এখন বিদ্যালয়ে যাচ্ছে?
Where is she going? – সে কোথায় যাচ্ছে?
Why did the poet say this? – কবি একথা কেন বলেছিলেন?
Do you go? – তুমি কি যাও? Does she go? – সে কি যায়?

নিচে দেওয়া উদাহরণগুলিতে Bold করা অংশ হল Subject.

Imperative sentence এ Subject উহ্য (Silent) থাকে (V1 + Others)
এবং Optative sentence এ Subject এর পূর্বে May থাকে
(May + Subject + Verb + Others) এবং Exclamatory sentence
এ Subject এর পূর্বে Exclametory word থাকে তার পর Subject ব্যবহৃত
হয় (Exclametroy word + Subject + Verb + !) অথবা
What/How ও Complement এর পর Subject ব্যবহৃত হয়।
Rose is a flower. – গোলাপ একটি ফুল।
During summer rose blossoms. – গ্রীষ্মকালে গোলাপ ফোটে।
I love red rose. – আমি লাল গোলাপ পছন্দ করি।
Do you love rose? – তুমি গোলাপ ভালোবাসো?
Which color of rose do you like? – কী রঙের গোলাপ তোমার পছন্দ?
(You) Do not pluck the rose. – গোলাপ তুলো না।
May God save my rose! – ঈশ্বর আমার গোলাপ রক্ষা করুন!
Hurrah! I have got many rose. – হুররে! আমি অনেকগুলো গোলাপ পেয়েছি!
How beautiful the rose is! – গোলাপটা কী সুন্দর!
Compound Subject
একাধিক Subject
কে নির্দেশ
করার জন্য
Compound
Subject এর প্রয়োগ
করা হয়।
Tom and Merry are going there. – টম এবং মেরী সেখানে যাচ্ছে।
Tom and his sons are visiting. – টম এবং তার ছেলেরা পরিদর্শণ করছে।
Tom together with his son is visiting. – টম তার ছেলেদের নিয়ে পরিদর্শণ করছে।
Tom along with his son is visiting. – টম তার ছেলেদের সঙ্গে পরিদর্শণ করছে।
Neither chocolate nor cakes are healthy food. না চকোলেট, না কেক স্বাস্থ্যকর খাবার।
A good number of my friends are married. আমার বন্ধুদের মধ্যে বেশ অনেকেই বিবাহিত।
All of the bread has been stolen. – রুটির পুরোটাই চুরি হয়ে গেছে।
All of the biscuits have been stolen. – সমস্ত বিস্কুট চুরি হয়ে গেছে।
Infinitive used as Subject
To + V1 বাংলায় ‘তে’ অর্থে অসমাপিকা
ক্রিয়া হিসাবে Subject রূপে ব্যবহৃত হয়।
To steal is sin. – চুরি করা পাপ।
To forgive is divine. – ক্ষমা করা স্বর্গীয়।
To make a mistake is human. – মানুষই ভুল করে।
To dance was her passion. – নাচ করা তার আবেগ।
To walk is a good exercise. – হাঁটা একটি ভালো ব্যায়াম।
Noun with post Modifier
এক্ষেত্রে Noun (Headword)
এর পরে Modifier যুক্ত হয়ে
Noun সম্পর্কে অতিরিক্ত
তথ্য দেয়। এবং একত্রে
Head word এর সাথে
Subject রূপে ব্যবহৃত হয়।
The little girl in red frock is my daughter. – লাল জামা পরা ছোট্ট মেয়েটি আমার কন্যা।
A pen on the table is mine. – টেবিলের ওপর রাখা কলমটি আমার।
Many men in a boat drowned. – একটি নৌকার অনেক যাত্রী ডুবে গেছে।
The man speaking English comes from England. – ইংরেজি বলা লোকটি ইংল্যাণ্ড থেকে এসেছে।
The garbage on the streets smells bad. – রাস্তার ওপর আবর্জনার গন্ধ ছাড়ে।
The deadly virus from China is spreading. – চীন থেকে আসা মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে।
The woman in the window seat asked for water. – জানালার ধারে বসা মহিলা জল চেয়েছিলেন।
The boy in the garden is shouting. – বাগানে থাকা ছেলেটি চেঁচাচ্ছে।
The letter written by my father to the Headmaster is not delivered. – প্রধান শিক্ষককে লেখা আমার বাবার চিঠিটি দেওয়া হয়নি।
The boy taken to hospital has recovered. – যে বালকটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সে এখন সুস্থ।
Gerund used as Subject
এক্ষেত্রে Noun রূপে –ing Verb
টি Subject হিসাবে ব্যবহৃত হয়।
Smoking is injurious to health. – ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
Reading gives me pleasure. – পাঠ আমাকে আনন্দ দেয়।
Playing is good for health. – খেলা স্বাস্থ্যের পক্ষে ভালো।
Swimming is the best exercise. – সাঁতার সবথেকে ভালো ব্যায়াম।
Eating food without washing hands will make you ill. – হাত না ধুয়ে খাবার খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে।
Present Participle as Subject
এক্ষেত্রে –ing Verb টি Adjective
রূপে Subject হিসেবে ব্যবহৃত হয়।
Relying on you is my mistake. – তোমার ওপর ভরসা করা আমার ভুল হয়েছে।
Leaving the school, students sat on their school van.
স্কুল ছাড়ার পর পড়ুয়ারা স্কুলভ্যানে বসেছিল।
Past Participle as Subject
এক্ষেত্রে V3, Adjective রূপে
Subject হিসেবে ব্যবহৃত হয়।
Broken plants are lying there. – ভাঙা গাছগুলো ওখানে পড়ে আছে।
The torn jacket should be mended. – ছেঁড়া জ্যাকেটটি সেলাই করা উচিত।
Battered by cyclone, people of Bengal become afraid. –
সাইক্লোনে আঘাত পেয়ে বাংলার মানুষ ভীত হয়েছে।
Complex Sentence এর ক্ষেত্রে
Linker + Sub-ordinat Clause টি
একত্রে Subject রূপে ব্যবহৃত হয়।
That the earth moves round the earth is known to all.
পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে -এটা সকলেই জানে।
What he said becomes true now. – তিনি যা বলেছিলেন তা এখন সত্য হল।
Who was knocking at the door last night is still a mystery.
গতরাতে কে দরজায় কড়া নাড়ছিল -সেটা এখন অব্দি রহস্য।

Read More:What is language?

Read More:What is Object?

Share:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *