THE CONJUGATION OF (MAIN) VERB FORM

Share:

THE CONJUGATION OF (MAIN) VERB FORM

P.C. Das লিখেছেন – * A Verb is a word that denotes “being”, “having” or “doing” or action in any form.

ACRONYMS USED:  

S = Subject, V = Verb, S.S = Singular Subject, P.S  = Plural Subject, S.V = Singular Verb, P.V = Plural Verb.

আমরা জানি Verb –এর তিনটি রূপ বা form আছে। কিন্তু Tense ও  Subject এর প্রয়োগ (use) অনুসারে আমাদের Verb এর 5 টি form (রূপ) জানা প্রয়োজন। এই form গুলি হল – 1. Base form যা Plural Subject এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।

2. S/es form যা Singular Subject এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। 3. V2 বা Past form যা Past Tense এ ব্যবহৃত হয়। 4. V3 বা Past Participle form যা Passive Voice ও Perfect Tense এ ব্যবহৃত হয়। 5. -ign form যা Continuous Tense এ ব্যবহৃত হয়। 

1. V1/Base form/Plural Verb = V1 হল verb এর base form (মূলরূপ) যা Present Indefinite Tense এ Plural Subjectএর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই Verb গুলিকে আমরা Plural verb বলতে পারি। Example (play, eat, write, go, sing, do. Look, read etc.)

They go. We play. You eat. Children like. Birds sing. Monkeys dance. Students read. 

* মনে রাখতে হবে Negative করার সময় (do not + V1) এবং Interrogative করার সময় (Do + P.S +V) ব্যবহৃত হয়।

Positive (P.S+V1+..)Negative (P.S+do not+V1+..)Interrogative (Do+P.S+V1+..+?)Interrogative Negative
They go.They do not go.Do they go?Don’t they go?
You eat.You do not eat.Do you eat?Don’t you eat?
The children read.The children do not read.Do the children read?Don’t the children read?
Birds sing.Birds do not sing.Do birds sing?Don’t birds sing?

2. V-s/es/Singular Verb = Verb এর Base form (V1) এর সঙ্গে s বা esযুক্ত করে Verb টিকে Singular Verbএ রূপান্তরিত করা হয়, যা Preset Indefinite Tense এ ‘Third Person Singular Subject’এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই V1-s/esকে আমরা Singular Verb বলতে পারি। Example (goes, plays, writes, does, sings, reads, looks)

He goes. She writes. John likes. It writes well. This means so.The poet says this. The author describes.

* মনে রাখতে হবে Negative করার সময় ‘does+not+V1এবং Interrogative করার সময় ‘Does+S.S+not+V1.

Positive (S.S+V1-s/es)Negative (S.S+does not+V1)Interrogative (Does+S.S+V1+..?)Interrogative Negative
He goes.He does not go.Does he go?Doesn’t he go?
She writes.She does not write.Does she write?Doesn’t she write?
Bird sings.Bird does not sing.Does bird sing?Doesn’t birds sing?

3. V2/Past form = V2হল Verb এর Past form বা রূপ যা আমরা Past Tense এ Singular ও Plural উভয় Subject এর ক্ষেত্রে ব্যবহার করি। Example: (played, liked, went, wrote, sang etc.)

The author describe. I/we/they/he/she/bird/birds   liked. I/you/John/children/boy/boys/they   went.

* মনে রাখতে হবে Negative এ ‘did + not + V1এবং Interrogative এ ‘Did+S.S+V1ব্যবহার করতে হয়।

Positive (S+V2)Negative (S+did+V1)Interrogative (Did+S+V1+..?)Interrogative Negative
I liked.I did not like.Did you like?Didn’t you like?
John went.John did not go.Did John go?Didn’t John go?
The poet wrote.The poet did not write.Did the poet write?Didn’t the poet write?

4. V3/Past Participle = V3হল Verb এর ‘Past Participle form’ বা ‘রূপ’ যা ‘Perfect Tense’ও ‘Passive Voice’ গঠনে ব্যবহৃত হয়। ‘Have – verb + V3’ বা ‘Be-verb + V3  হল অবিচ্ছেদ অঙ্গ। V3 –এর পূর্বে যদি ‘Have-verb’ না ব্যবহার করা হয়, তাহলে V3 টি Verb না হয়ে, Adjective বলে গণ্য হয়। তাই Verb রূপে V3 ব্যবহার করলে তার পূর্বে Have verb ব্যবহার করতেই হবে। V3 ছাড়া Passive Voice গঠন করা যায় না। তবে V3এর পূর্বে একটি Helping verb থাকবেই। অর্থাৎ ‘Have-verb+V3’/’have-verb+been+V3’/’Modal verb+have+V3’/’Be-verb+V3’/Be-verb+being+V3’.

(gone, written, played, read, cancelled, tried, broken etc.)

V1V-s/esV2V3V-ingPerfect participle
HaveHasHadHadHaving Having been
  • Present Perfect Tense: এ Third Person Singular Subject এর ক্ষেত্রে has +V3. (has gone)
  • Present Perfect Tense: এ Plural Subject এবং 1st Person ‘I’ ও ‘We’ এর ক্ষেত্রে have + V3. (have gone)
  • Future Perfect Tense: এ First Person (I/We) Subject এর ক্ষেত্রে shall have + V3 এবং বাকি সমস্ত ক্ষেত্রে will have + V3 ব্যবহৃত হয়। তবে বর্তমানে Will have সমস্ত Subject এর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। (Will have + V3)
  • Past Perfect Tense: এ Singular ও Plural উভয় Subject এর ক্ষেত্রে had + V3ব্যবহৃত হয়। (Had + V3)

* Negative করার সময় ‘have not + V3/ has not + V3/ had not + V3/ shall not + have + V3 / will not + have +  V3এবং Interrogative করার সময় Have – Verb + S + V3/ has +S+V3/ shall + S + have + V3+? ব্যবহৃত হয়, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) ব্যবহার করা হয়। 

Positive (S+Have-verb+V3)Negative (S+Have-verb+not+V3)Interrogative (Have-verb+S+V3+?)
I have done this.I havenot done this.Have I done this?
He has gone there.He has not gone there.Has he gone there?
They /He had done this.They/He had not done this.Had he done this?
He will have done this.He will not have done this.Will he have done this?

অনুরূপভাবে Perfect Continuous Tense এ Have+been+v-ing / Has been +v-ing / had + been + v-ing / shall/will + have +been+v-ing ব্যবহৃত হয়। 

* Have এর বহু রকমের ব্যবহার আছে তা বিস্তারিত আলোচনা করা হয়েছে Have-verb এর স্থানে। 

5. V-ing/ing verb/Present Participle = মূল verb এর base form (v1) এর সঙ্গে ing যুক্ত করে Verb টিকে Present Participle বা ing –verb এ রূপান্তরিত করা হয়। এই ‘ing –verb’ এর পূর্বে Auxiliary ‘Be –verb’ ব্যবহার করে Continuous Tense এ প্রয়োগ করা হয়। Continuous Tense এ ‘Have verb’ হল ing –verb এর অবিচ্ছেদ অঙ্গ। কারণ ‘Be-verb’ ছাড়া ‘ing-verb’ টি Adjective বা Noun এ পরিণত হয়।  Simple sentence এ ‘Have-verb’ ব্যতিত ‘ing-verb’ টি যদি Adjectiveএর মতো কাজ করে তাহলে Present Participle, আর যদি Noun এর মত কাজ করে, তাহলে Gerund বলে গণ্য হয়।

যেমন – Writing, singing, playing, having, eating, walking, running etc.

  • S.S+is: Present Continuous Tense এ Singular Subject এরক্ষেত্রে Positive এ‘is+v-ing’ ও Negative এ‘is + not + v-ing’.
  • Past Continuous Tense এ Singular Subject এর ক্ষেত্রে Positive এ ‘was+v-ing’ এবং Negative এ ‘was+not+v-ing’
  • Present Continuous Tense এ Plural Subject এর ক্ষেত্রে Positive এ ‘are+v-ing’ এবং Positive এ ‘are+not+v-ing’.
  • Past Continuous Tense এ Plural Subject এর ক্ষেত্রে Positive এ ‘were+v-ing’ এবং Negative এ ‘were+not+v-ing’.
  • Future Continuous Tense এ 1st person এর ক্ষেত্রে Positive এ ‘shall be +v-ing’ এবং Negative এ ‘shall + not +be+v-ing’. এবং বাকি সব Person এর ক্ষেত্রে Positive এ ‘will +be+v-ing’ এবং Negative এ ‘will + not +be + v-ing’. কেবলমাত্র ‘I’ যখন Subject হয়, Present Continuous Tense এ ‘am+v-ing’ এবং ‘am+not+v-ing’ (Negative) ব্যবহৃত হয়।

Regular Verb: আমরা জানি ‘Weak verb’/Regular verb এর ক্ষেত্রে ‘d’, ‘ed’, ‘t’ যুক্ত করে বা তিনটি ক্ষেত্রে একই রূপ অপরিবর্তনীয় ভাবে রেখে verb  এর Present (V1), Past  (v2) ও past participle (v3) তে রূপান্তরিত করা হয়।

Irregular Verb: আমরা জানি ‘Strong Verb’ বা Irregular verb এর ক্ষেত্রে V2 অথবা V2ও V3 উভয় এর ক্ষেত্রে অন্তর্নিহিত Vowel এর পরিবর্তন ঘটে।

V+C2: যে সমস্ত Verbএর শেষ অক্ষরটি Consonantহয় এবং ঠিক শেষের Consonantটির পূর্বে একটি Vowel থাকে, তাহলে ‘-ed’ বা ‘-ing’  যুক্ত করলে শেষের Consonantটি double হয়। শিক্ষার্থীর সুবিদার্থে Verbএর দুটি Form এর ইংরেজি উচ্চারণ বাংলায় দেওয়া হল। 

V+C2 (ing): একই নিয়মে কিন্তু Verb এর সাথে  ‘ing’ যুক্ত করলে শেষের Consonant টি Double হয়ে যায় কিন্তু এদের V1, V2, V3 একই রূপ থাকে।

V1V1 –এর বাংলা অর্থV2V3V-ingV-s/es
Letকোনোকিছু করতে/যেতে/ অনুমতিতে/ঘটতে দেওয়াLetLetLettingLets
Setকোন – কিছু করা/ ঘটাSetSetSettingSets
Shedবর্ষণ/ ত্যাগ করাShedShedSheddingSheds

C+Y = C + ies: যদি কোন verb এর শেষ অক্ষর ‘Y’ থাকে এবং ঠিক তার পূর্বে Consonant থাকে, তাহলে “Y” টি  তুলে “ies” ব্যবহার করে Singular verb এ রূপান্তরিত করতে হয়, কিন্তু ing যুক্ত করলে ‘Y+ing’ হয়।

C+h/x = C+h/x+es: যে সমস্ত verb এর শেষে Consonant +’h/x’ থাকে, তাতদের সাথে ‘es’ যুক্ত করে verb টি কে Singular করতে হয়।

C + V (‘-e’) = C + ‘-ing’: যে সমস্ত verb  এর শেষে ‘e’ থাকে, সেগুলির শেষে ing যুক্ত করলে, ‘e’ কে তুলে দিতে হয় এবং ‘e’ এর পূর্বের Consonant টির পর ing যুক্ত করতে হয়।

C + ’ie ’= C + ‘ying’: যে সমস্ত verb এর শেষে ie থাকে তার সহিত ing যুক্ত করলে ie এর পরিবর্তে ‘Y ing’ যুক্ত করতে হয়।

V1বাংলা অর্থV-ingV2V3V-s/es
Dieমারা যাত্তয়া; ছাঁচবানানDyingDiedDiedDies
TieবাঁধাTyingTiedTiedTies
Lieমিথ্যা বলা; নির্ভর করা; ভর দেত্তয়া; অবস্থান করা; অবস্থিত হত্তয়া; শোওয়াLyingLiedLiedLies
Vieপ্রতিযোগিতা করাVyingVieViedVies
  • There are two main kinds of Conjugation of verbs – The Strong and the Weak (ক্রিয়ার রূপগত পরিবর্তন দুইভাবে হয়)। Weak verbs are also called regular verbs as they are changed in a regular way and Strong verbs are called irregular verbs as they are not changed in a regular way. (Weak verb যেগুলি -d, -ed,- t, যোগ করে পরিবর্তন হয় সেগুলি Regular verb –এবং নির্দিষ্ট Strong verb-এর নিয়মে পরিবর্তন না হয়ে বিভিন্ন ভাবে ভিতরে Vowel –এর পরিবর্তন হয় সেগুলি Irregular verb.
  • Weak verb or Regular verb সহজে চেনার উপায়ঃ

1. যেসকল verb -এর Present form –এর শেষে ‘d’ বা ‘t’ থাকেনা, কিন্তু past tense করার সময় ‘d’ বা ‘t’ যোগ করতে হয়। যেমন – bend – bent.  lend – lent.

2. যেসকল verb -এর Present form –এর শেষে ‘d’ ও Past tense -এ ‘t’ হয় তা weak verbs. যেমন – build – built. spend – spent.

3. যেসকল verb -এর present form –এর সাথে ‘d’ বা ‘ed’ যোগ করে past form করা হয় তা Weak verbs. যেমন- work – worked, walk -walked.

4. ‘d’ বা ‘t’ বিশিষ্ট verb -এর Present form past form –এ রুপান্তরিত করার সময় Vowel –এর সংখ্যা হ্রাস পায়। যেমন – meet -met, shoot-shot.

5. শেষে ‘d’ বা ‘t’ বিশিষ্ট verb -এর Present ও past form –একই হলে তা weak verb  হয়। যেমন -put – put, cut-cut.

Verb –বাক্যের Subject এর Person ও Tense (Finite ও Non-Finite)  ভেদে বাংলায় আলাদা আলাদা ভাবে লিখতে বা বলতে হয়।

যেমন- Do = করা। (কর, করো, করি, করে, করেন)

Write: লেখা। আমি/আমরা – লেখি, তুমি/তোমরা – লেখো। তুই/তোরা – লেখ, আপনি/আপনারা – লেখেন। সে/তিনি – লেখে/লেখেন 

Writing (N/Adj.) – লেখা, লেখার, লেখিয়া, লেখে, লেখতে, লেখত, লেখা অবস্থায়, লেখা হচ্ছে এমন, লেখায়, লেখাটি, লেখাসমূহ হস্তলিপি।

Wrote: লেখেছিল, লেখেছিলা, লেখেছিলে, লেখেছিলেন, লেখেছিলাম।

Written: লেখা হয়েছে এমন, লেখা সম্পন্ন, লিখিত।

Having written: লেখিয়া, লেখে, লেখার পর।

Having been written: লেখা হওয়ার পর, লেখা সম্পন্ন হওয়ার পর। অনুরূপভাবে,

Read: পড়া (Reading): পড়া, পড়ার, পড়িয়া, পড়ে, পড়তে, পড়তে পড়তে, পড়ায়, পড়া অবস্থায়, পড়া হচ্ছে এমন, পড়াটি, পড়াসমূহ Eat: খাওয়া (Eating): খাওয়া, খাওয়ার, খাইয়া, খেয়ে,খাইতে, খাইতে খাইতে,খাওয়া অবস্থায়, খাওয়া হচ্ছে এমন, খাওয়াসমূহ প্রভৃতি।

Read More : Synonyms   and   Antonyms

Share: