What is tense

Share:

TENSE

Read More :Types of tense

             পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন বন্ধু একটি কাঠের ব্রীজের উপর দিয়ে নদী পার হচ্ছে। এদের মধ্যে একজন ব্রিজ পেরিয়ে নেমে গেছে (অতীত/Past) একজন ব্রীজের উপরে, বর্তমানে (Present) পেরোচ্ছে এবং একজন ব্রীজে উঠে নদী পেরোবে (Future)

অর্থাৎ একটা নির্দেষ্ট সময়ের (Fixed Time) কোন কাজ ঘটেছে গেছে, কোন কাজ ঘটছে এবং কোন কাজ ঘটবে। আমরা জানি নদীর জল একই স্থানে দুবার কখনোই নিজেথেকে স্পর্শ করে না, ঠিক তেমনি নদীর জলের মত সময় চলমান। এখন বর্তমান, কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া কাজটি অতীত, কিছুক্ষণ পর যা ঘটবে তা ভবিষ্যত।

           প্রশ্ন: এখন ব্রীজটি ভেঙে গেলে কী হবে? প্রথম জন নদী পেরিয়েছে, একজন জলে ডুবে বা ভিজে যাবে এবং শেষ জন নদী পেরোতে পারবে না, কিন্তু জলে ডুববে না, ভিজবেও না।

আমরা যা কিছু বলি বা লিখি বা পড়ি তা তিনটি সময়ের মধ্যে যেকোনো একটিকে নির্দেশ করে। বাক্যের মধ্যে ব্যবহৃত ক্রিয়ার (Verb) সময়কালকে Tense বলে।  

Tense: কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়কালকে Tense বলে।

Tense denotes the time of an  action and its degree of completeness. [J.C.NESFIELD]

It is a verb based method used to indicate the time and some times the continuation or completeness of an action or state in relation to the time of speaking.

Past: যেটি অতীতে চলে গেছে বা হয়ে গেছে আর ফিরে আসবে না বা হবে না।

Present: যেটি বর্তমান, এখন আছে বা হচ্ছে কিন্তু থাকবে না, কিছুক্ষণ পর অতীত হয়ে যাবে।

Future: যেটি আসবে বা হবে এখনও আসেনি বা হয়নি। যখন আসবে সেটি বর্তমান হয়ে যাবে।

PresentPastFuture
Sub. + am/is/are + — adj./noun/adv.Sub. + was/were + — adj./noun/adv.Sub. + shall/will + be + — adj./noun/adv.
I am — আমি —(হই)।I was  — আমি — ছিলাম ।I shall be  — আমি — হব ।
I am a student. –আমি একজন ছাত্র।I was a child.  আমি শিশু ছিলাম। I shall be a man. আমি একজন মানুষ হব।
We are — আমরা — (হই)।We were — আমরা —-ছিলাম ।We shall be — আমরা — হব   ।
You are  — তুমি /আপনি  — (হও/হন)।You were  — তুমি/আপনি  — ছিলে/ছিলেন।You will be  — তুমি/আপনি  — হবে/হবেন।
They are  — তারা — (হয়/হন)।They were —  তারা — ছিলেন।They will be  — তারা —হবে।
He is — সে  — (হয়)।He was  — সে — ছিলো/ছিলেন।He will be  — সে — হবে।
She is  — সে — (হয়)।She was — সে — ছিলো/ছিলেন।She will be  —সে — হবে ।
John is  — জন — (হয়)।John was — জন — ছিলো/ছিলে।John will be  — জন — হবে ।
My cow is  — আমার গরু — (হয়) ।My cow was — আমার গরু — ছিলো।My cow will be  — আমার গরু — হবে ।
Man is  — মানুষ — (হয়)।Man was  — মানুষ — ছিলো।Man will be  — মানুষ — হবে ।
Men are  — মানুষেরা  — (হয়)।Men were  — মানুষেরা — ছিলেন।Men will be  — মানুষেরা — হবে।
It is — এটি — (হয়)।It was — এটি — ছিল। It will be — এটি —- হবে।
Am/is/are (হয়/হও/হই/হন), was/were (ছিলাম/ছিলে/ছিলেন),shall be/will be (হব, হবে, হবেন) এর পর — এর স্থানে kind, ill, lazy, cruel, strong, weak, wise, busy, old, sweet, young, good, glad, rich, happy, foolish, worried, proud, educated, successful, hot, cold, Sunday, Monday, January, teacher, student, a singer প্রভৃতি যুক্ত করে নতুন নতুন বাক্য গঠন করা যায়। যেমন- I am a student. You are lazy. She is kind. He is strong. They are weak. He is in the room. It is new. Etc.  একইভাবে Negative বাক্য গঠনের সময় Be-verb এর পর not যেমন- He is  not bad. He was not cruel. এবং Yes/No – question এর ক্ষেত্রে Subject এর পূর্বে Be-verb কে প্রয়োগ করতে হয়। যেমন- Is he smart? Are they kind? Will he be a doctor? Etc.
কোন স্থানে ‘আছি’, ‘ছিলাম’, ‘থাকবো’ বোঝাতে Be-Verb + Adverb এর প্রয়োগ ও বাংলা অর্থ নিম্নরূপ:-
Sub. + am/is/are + Adverb (Preposition + Noun)Sub. + was/were + Adverb (Preposition + Noun)
I am here. – আমি এখানে। I was there. – আমি ওখানে  ছিলাম।
He is in the room. – সে কক্ষের মধ্যে আছে। She was in the ktchen. – সে রান্নাঘরে ছিল।
I am from India. – আমি ভারত থেকে এসেছি। Columbus was from Italy. – কলম্বাস ইটালি থেকে এসেছিল।
She is at hospital. সে হাসপাতালে  আছে। You were near the station. – তুমি স্টেশনের কাছাকাছি ছিলে।  
I am with my uncle. – আমি আমার কাকার সাথে আছি।He was with me. – সে আমার সাথে ছিল।
The book is on the table. – বইটি টেবিলের উপরে আছে। The pen was on the table. – কলমটি টেবিলের উপরে ছিল।
There is a temple in this village. – এই গ্রামে একটি মন্দির আছে। There was a temple in this village. – এই গ্রামে একটি মন্দির ছিল।
It is 12 noon. – এখন দুপুর বারোটা বাজে। It was 12 noon. – তখন দুপুর বারোটা বাজছিল।
Am/is/are (আছি/আছো/আছে/আছেন)/was/were (ছিলাম/ছিলে/ছিল/ছিলেন)/shall be/will be (থাকবো/থাকবে//থাকবা/ থাকবেন) এর পর Adverb (here,there) প্রয়োগ করে অথবা Preposition + Place (in the room) প্রয়োগ করে নতুন নতুন বাক্য গঠন করা হয়। 
Be-Verb এর পর gettingবা being + Noun অথবা Adjective ব্যবহার করা হয় একটি বিশেষ ‘সময়েরজন্যযা Subject এর অবস্থা বর্ণনা করে এটি কেবল একটি বিশেষ মূহুর্তকেনির্দেশ করে, Permanently অবস্থাকে নয় am/is/are (হচ্ছে), was/were (হচ্ছিল), shall/will be – (হতেথাকবে)অর্থ প্রকাশ করে যেমন
Subj. + am/is/are/was/were/shall be/will be + getting/being + Noun/Adjective. (Adj. এর প্রয়োগ নিম্নরূপ)
Example: – I am getting/being old. – আমি বৃদ্ধ হচ্ছি It is getting/being dark. – অন্ধকার হচ্ছে He is getting/being fat. – সে মোটা হচ্ছে The girl is getting/being beautiful. – মেয়েটি সুন্দর হচ্ছে You are getting/being weak. – আপনি দুর্বল হচ্ছেন You were getting/being weak. – আপনি দুর্বল হচ্ছিলেন Kalam was getting/being wise. – কালাম জ্ঞানী হচ্ছিলেন You will be getting/being rich. – আপনি ধনী হতে থাকবেন You will be getting/being strong. – তুমি শক্তিশালী হতে থাকবে
Infinitive after be-verb – ভবিয্যতে কিছু ঘটবে তার পরিকল্পনা (Plan) বা ব্যবস্থাপনা (Arrangment) যা আগে থেকে স্থির করা আছে এমন বোঝাতেতেহয়’/তেহবে’ অর্থে am/is/are + to + Verb+ oth. এবং ’তেহত’অর্থে was/were + to + V1 + oth. ব্যবহৃত হয়
I am to go to school. – আমাকে স্কুলে যেতে হবে। You are to work hard. – তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে।
We are to do. – আমাদেরকে করতে হবে। They are to go. – তাদেরকে যেতে হবে।
He is to give. – তাকে দিতে হবে। I am to write English. – আমাকে ইংরেজী লিখতে হত।
I was to read English. – আমাকে ইংরেজী পড়তে হত। Were you to go there? – তোমাকে কি সেখানে যেতে হত?

Tense অনুসারে Have-Verb এর পর অধিকার বোঝাতে Possessive Case এর প্রয়োগ তার অর্থ নিম্নরূপ:-

Present (আছে)Past (ছিল)Future (থাকবে)
Sub. + have/has  + Noun in Possessive case (আছে বা হল/হয়)Sub. + had + — Noun in Possessive case
(ছিল বা হল/হয়েছিল)
Sub. + shall/will + have + — Noun in Possessive case (ব, বে, বেন – হবে)
I have  — আমার — আছে ।I had  — আমার — ছিল। I shall have  — আমি — ব।
যেমন – I have a pen. আমার একটি কলম আছে।যেমন- I had many toys. –আমার অনেক খেলনা ছিল।যেমন- I shall have a mobile. –আমার একটা মোবাইল হবে।
We have  — আমাদের — আছে। We had — আমাদের — ছিল। We shall have  — আমরা — ব।
You have  — তোমার/আপনার — আছে। You had — তোমার/আপনার — ছিল।You will have  —তুমি/আপনি — বে।
They have  —তাদের — আছে। They had — তাদের — ছিল।They will have  — তারা — বে।
He has  —তার — আছে ।he had — তার — ছিল।He will have  — সে — বে।
She has  — তার — আছে।She had — তার — ছিল।She will have  —সে — বে।
John has  — জনের — আছে।John had — জনের — ছিল।John will have —জন — বে।
My cow has  — আমার গরুর  — আছে।My cow had — আমার গরুর — ছিল।My cow will have — আমার গরু — বে।
Man has — মানুষের — আছে।Man had — মানুষের — ছিল।Man will have — মানুষ — বে।
Men have  — মানুষগুলির — আছে।Men had — মানুষগুলির — ছিল।Men will have — মানুষেরা — বে।
It has — এটির —- আছে। It had — এটির — ছিল।It will have — এটির — হবে।
ফাঁকা স্থানে নিচে দেওয়া শব্দগুলি বসাতে হবে। তোমাদের সুবিধার জন্য একটি করে বসিয়ে দেওয়া হল। বাকিগুলি তোমরা বসাও।
Have/has (আছে),had (ছিল),shall have/will have (ব, বা, বে, বেন -> পাব/পাবো/পাবে/পাবেন) এর পরএরখালি স্থানেcow, parrot, dog, bicycle, pen, cap, finger, leg, nose, sense, money, servant, umbrella, a prize, a new mobile, permission, green colour, good habit, two brothers, wonderful ring, a good time, a flight, a ride, a conversation, a chat, a shower, a good journey, a dance প্রভৃতি Noun বা Idea যুক্ত করে নতুন নতুন বাক্য গঠন করা যায়। যেমনI have an idea. He has a mobile. I had many dolls. You will have permission. She has beautiful eyes.একইভাবে Negative বাক্য গঠনের সময় Have-verb + no অথবা Do/does/did + not + have ব্যবহার করতে হয় যেমন- I have no money. He doesn’t have money. She didn’t have a car.  

Tense অনুসারে Have-Verb + been (Perfect) এরপর Noun, Adjective বা Adverb এর প্রয়োগ তার বাংলা অর্থ নিম্নরূপ:-

Sub. + V এর পর খালি স্থানে — Adjective (-strong, kind, beautiful, rich, happy প্রভৃতি) অথবা Noun (teacher, doctor, brother, friend প্রভৃতি) অথবা Adverb (here, there, in the school/office প্রভৃতি ব্যবহার করে নতুন নতুন বাক্য গঠন করা যায়।
হতেহবেবোঝাতে have/has + to + be + Adjectiveপ্রয়োগ করতে হবে। be- এর পর যা হতে হবে যেমনcareful, patient, honest, polite, affectionate, frank, impartial, intuitive, passionate, rational, reliable, sincere প্রভৃতি লিখতে হবে। আবার be- এর পর Adverbযেমন  here, there, in the office প্রভৃতি প্রয়োগ করা হয় কোনো স্থানেথাকতেঅর্থ বোঝাতে।
Sub. + have/has + to + be + Adjective/Adverb (Preposition + Noun)
You have to be careful. – তোমাকে সাবধান হতে হবে।  They have to be patient. – তাদের ধৈর্যশীল হতে হবে।
I have to be polite. – আমাকে নম্র হতে হবে। We have to be honest. – আমাদের সৎ হতে হবে।
He has to be impartial. – তাকে নিরপেক্ষ হতে হবে। She has to be frank. – তাকে অকপট হতে হবে।
Students have to be rational.-ছাত্রদের যুক্তিবাদী হতে হবে। You have to be there. – তোমাকে সেখানে থাকতে হবে।
She has to be in the school.-তাকে বিদ্যালয়ে থাকতে হবে। You have to be in Kolkata. – তোমাকে কলকাতায় থাকতে হবে।
I have to do. – আমাকে করতে হবে।You have to give. – আপনাকে দিতে হবে।
Do you have to go? – আপনাকে কি যেতে হবে?Don’t I have to go? – আমাকে কি যেতে হবে না?
হতেহত’অর্থে had + to + be + Adjective প্রয়োগ করতে হবে। be-এর পর যা হতে হত। যেমন careful, patient, amiable, considerate, courteous, diligent, charmed, tender, brave, strong, healthy, vibrantপ্রভৃতি লিখতে হবে। আবার be- এরপর Adverb যেমনhere, there, in the school প্রভৃতি প্রয়োগ করা হয় কোনো স্থানেথাকতে হতঅর্থ বোঝাতে।
Sub. + had + to + be + Adjective/Adverb (Preposition + Noun)
You had to be strict. – তোমায় কড়া হতে হতো। He had to be amiable. – তাকে আন্তরিক হতে হবে।
We had to be passionate.- আমাদের আবেগপূর্ণ হতে হত। She had to be strong. – তাকে শক্তিশালী হতে হতো।
I had to be there. – আমায় সেখানে থাকতে হতো। She had to be in the court. – তাকে আদালতে থাকতে হতো।
I had to give time. – আমাকে সময় দিতে হত।They did not have to give time. – তাদেরকে সময় দিতে হত না।
‘হব/হবে’:- উচিত, পারা, হওয়া প্রভৃতি অর্থে Modals + be + Adjective/Adverb একই নিয়মে প্রয়োগ করা যায়। be- এর পরআরো’বোঝাতে More প্রয়োগ করা যায়।
Sub. + Modals  + to + be + Adjective/Adverb (Preposition + Noun)
You should be sincere. – তোমার আন্তরিক হওয়া উচিত। He should be more vibrant. – তার আরোও প্রাণবন্ত হওয়া উচিত।
She could be in the ofiice. – সে দপ্তরে থাকতে পারে। He ought to be right. – তার সঠিক হওয়া উচিত।
It would be more interesting. – এটা আরও মজাদার হবে। It might rain. – বৃষ্টি হতে পারতো।
He would be there. – সে সেখানে থাকবে। She might be in Kolkata. – সে কোলকাতায় থাকতে পারে।
‘হতেপারত’ (কিন্তু তা হয় নি) বোঝাতে Modals + have + been + Adjective/Adverb প্রয়োগ করতে হয়।
Your song could have been better.তোমার গান আরো ভালো হতে পারতো।
I might have been there.আমি ওখানে থাকতে পারতাম।
She would have been stronger.তিনি আরো শক্ত হতে পারতেন।
It would have been nice.এটা সুন্দর হতে পারতো।
‘হব—হওয়া’ বোঝাতে অথবা ‘হতে –চেয়ে’ বোঝাতে to + be + Adjective/Adverb প্রয়োগ করা হয়।
My dream is to be a good man. 
আমার স্বপ্ন একজন ভালোমানুষ হওয়া।
His hope is to be a successful man.
তার আশা একজন সফল ব্যক্তি হবে।
He wants to be smart. – সে সপ্রতিভ হতে চায়।I want to be more developed. – আমি আরো উন্নত হতে চাই।
John wanted to be rich. – জন ধনী হতে চেয়েছিল।I want to be in London. – আমি লণ্ডনে থাকতে চাই।
She wants to be there. – সে সেখানে থাকতে চায়।She longs to be present. – সে উপস্থিত থাকতে আগ্রহী।

Read More : Parts of sentence

Share:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *