Types of verb

Share:

VERB

দেখ এবং বলো কে কী করছে? (Look at the picture given below and say what are they doing.)

উপরের ছবিগুলি কোনো না কোনো শারীরিক বা মানসিক ক্রিয়াকে নির্দেশ করছে। যে Word এর দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকেই Verb বলে। যেমন- Hit, catch, read, eat, play, run, sleep, become, see, draw প্রভৃতি।

They are playing football. (action)My grandmother is sixteen years old. (state)
I have a new mobile. (possession)There is a cow. (existence)
He became a doctor. (being)She forgot my name. (state)
The snake was killed by the boy. (action)He is a doctor. (state – linking verb)

These are verbs that tell us about an action, a state of being or existence or possession.

ACRONYMS USED:
S = Subject, V = Verb, S.S = Singular Subject, P.S  = Plural Subject, S.V = Singular Verb, P.V = Plural Verb.

Verb: Verb indicates an action or state. It shows a physical, emotional or mental action.

* A verb is a word used to say something about some person, place or thing. – Wren & Martin.

Verb কে আমরা কিডনিরূপে কল্পনা করতে পারি। মানব শরীরে যেমন কিডনি নষ্ট হয়ে গেলে একজন মানুষের জীবনের সমাপ্তি নিশ্চিত। ঠিক তেমনি বাক্যের মধ্যে উপযুক্ত Verb ব্যবহার না করলে বাক্যটি ভুল বলে বিবেচিত হয়। আমাদের শরীর ঠিক রাখার জন্য যেমন দুটি কিডনি আছে ঠিক তেমনি একটি বাক্যকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য Verb এর দু-রকমের ভাগ জানার প্রয়োজন আছে। ভাগগুলি হল – Main Verb বা Principal Verb এবং Auxiliary Verb বা Helping Verb. বাক্যের অর্থ ঠিক রাখার জন্য উভয় Verb এর ব্যবহার যথাযথ করতে হয়।

Principal VerbAuxiliary Verb
Principal verb can complete
the meaning of a sentence
in dependently without the
help of other verbs
(helping verb). Come, go,
play, dance, read, write,
move, run, put প্রভৃতি Verb
বাক্যের মধ্যে মূল অর্থ
প্রকাশের জন্যে ব্যবহৃত হয়।
এই Verb গুলি স্বাধীন অর্থাৎ
অন্য কোনো Verb এর সাহায্য
ছাড়াই বাক্যের অর্থ প্রকাশ
করতে পারে। এই Verb গুলির
পূর্বে কোনো Auxiliary Verb
থাকলে, Auxiliary Verb এর
কোনো অর্থ প্রকাশ পায় না।
অর্থাৎ Auxiliary Verb, Tense,
Mood, Voice প্রভৃতির জন্য
ব্যবহৃত হলেও কেবলমাত্র
মূল Verb টির অর্থ বাক্যের
মধ্যে প্রকাশ পায়। Main Verb
এর বিভিন্ন রূপ থাকে এবং
এটিকে বিভিন্ন ভাগে ভাগ
করা হয়।
অনুরূপভাবেঃ He comes,
She Dances, I read,
The boys are running,
Rabindranath Tagore
wrote Gitanjali. They
compelled me to sign
the dead etc.   
Auxiliary verb are
helping verb that
helps main (principal)
verbs to form tenses,
mood,voices etc.
এটি বাক্যের মধ্যে মূল
Verb কে সাহায্য করতে
ব্যবহৃত হয়। এটি মূল
Verb কে Tense, Mood,
Voice প্রভৃতি গঠন
সাহায্য করতে ব্যবহৃত
হয়। এবং এর অর্থ
উহ্য থাকে। যেমন-
আমি ক্রিকেট খেলছি
= I am playing cricket.
সে আম খেয়েছে
= He has eaten mango.
গুরুজনকে মান্য করা উচিত
= You should obey your teacher.
আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে
= Rice is eaten by me.
তবে Be-Verb, Have-Verb
কখনো কখনো Main-Verb
না থাকলে, Linking-Verb
(state verb-অবস্থা) রূপে
অর্থ প্রকাশ করে। যেমন-
I am a boy. He was a boy.
They were students.
She is a good dancer.
I have a pen.
Transitive VerbIntransitive Verb
যে verb এর object থাকে, তাকে Transitive Verb বলে। It takes an object to complete the meaning of a sentence. কেবলমাত্র Transitive Verb এর Voice change করা হয়ে থাকে।
They have caught a thief. He bought a fish. I read a book. They are playing football.
যে verb এর কোনো object থাকে না, তাকে Intransitive Verb বলে। It takes no object to complete the meaning of a sentence.
I am sleeping. The birds are flying. I go to school. (I read. They are playing.)
There are four types of transitive verb. They are – Factitive Verb, Quasi-Passive Verb, Reflexive Verb, Reciprocal Verb.
Intransitive Verb:- নিচে দেওয়া Verb গুলি অন্য word (object) ছাড়াই অর্থ সম্পূর্ণ করতে পারে।
Movement/Direction:- go, come, fly, dance, swim, float, boil, get up, stroll, play, rise, move, travel.
Verb of Sound:- cry, laugh, shout, sob scream, howl, bleat, bark, neigh, trumpet, roar, whitle, twitter etc.
Verb of Rest or Position:- stop, stay, sit, live, lie, sleep, rest, squat, arrive, breathe, stay, stand etc.
Other:- fade, fail, break, close, drop, die, drown, disappear, appear, happen, sink, smoke, surrender, open, rot.
তবে উপরের দেওয়া Verb গুলি প্রয়োজন অনুসারে object ব্যবহার করা যায়, তখন তা Transitive Verb এ রূপান্তরিত হয়ে যায়।
** Most verb can be used both as transitive and as intransitive verbs. – Wren & Martin. যেমন-
Intransitive VerbTransitive Verb
When I was a boy, I flew kite.
He is writing a letter.
I read a story book.
The driver stopped the car.
She sings a song.
Yesterday I slept a sound sleep.
 Birds fly.
The pen writes well.
She can’t read.
The car stopped.
She sings.
He slept.
Intransitive verb is divided into two kinds. A) Intransitive verb of complete prediction B) Intransitive verb of incomplete prediction. Again the intransitive verb of incomplete prediction are four kinds. They are – Copulative Verb or Linking Verb, Cognate Verb, Causative Verb, Group Verb or Prepositional Verb. (to know more please visit the end.)
Finite VerbNon-finite Verb
যে verb বাক্যের অর্থ সমাপ্ত করতে পারে এবং এই verb গুলি Number, Person এবং Tense এর পরিবর্তনের সঙ্গে নিজের রূপের পরিবর্তন ঘটায়, তাকে Finite Verb বলে। It completes the meaning of a sentence and its form changes according to the subject and tense. am/is/are, have/has, do/deos, was/were, shall/should, will/would, can/could, may/might, must/ought to, need, dare, dared, used to প্রভৃতি হল Finite Verb. যেমন- I go to school. Rahul goes to school. He went to school. I write. She writes. He is writing a letter.যে verb বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না তাকে Non-finite Verb বলে। It alone cann’t complete the meaning of a sentence and its form doesn’t change according to the subject and tense. এই verb অর্থ প্রকাশের জন্য Finite Verb এর উপর নির্ভরশীল এবং এটির রূপ Tense বা Number, Person এর পরিবর্তনের সাথে পরিবর্তনঘটে না। এগুলি বাক্যে সাধারণত Adjective অথবা Adverb হিসাবে কাজ করে কিন্তু Verb রূপে নয়। to be, to have, to do, being, having, doing, been, had done প্রভৃতি হল Non-finite Verb.
যেমন- I do not like to go to school.
Rahul does not like to eat chocolate.
Being shocked, he remains silent. Walking is a good exercise. I visited Agra to see the Taj Mahal.
Strong Verb (Irregular Verb)Weak Verb (Regular Verb)
এটির রূপ পরিবর্তনের সময় অন্তর্নিহিত Vowel এর পরিবর্তন হয়। যেমন-
Go-went-gone/ come-came-come/ forget-forgot-forgotten/ eat-ate-eaten/ write-wrote-written.
এটির রূপের পরিবর্তনের সময় verb টির শেষে –ed, -t, -en, -d প্রভৃতি যোগ করতে হয়। আবার কিছু verb এর ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রূপটি একই থাকে। যেমন-
Play-played-played/Dream-dreamt-dreamt.
æমনে রাখতে হবে – Present tense –এ Subject third person singular number (He/She/Ram/It/This/Bird) হলে does/is/has ব্যবহৃত হয়। যেমন- He is writing a  letter. Rohit has bought a book. Rahul does not play cricket everyday.
æSubject I/We –এর ক্ষেত্রে shall ব্যবহৃত হয়। বাকি second person ও third person –এর ক্ষেত্রে will ব্যবহৃত হয়। তবে বর্তমানে will সব subject –এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। I/we shall go. Rahul/He/You will go.
æ Present Tense –এ Subject 1st  Person এবং 2nd Person ও 3rd Person plural হলে (I, We, You, They, Ram and Shyam) হলে do/ are/have ব্যবহৃত হয়।
Example: – They are playing football. We have done the work. You do not go there.
æকেবলমাত্র “I” Subject এর ক্ষেত্রে am ব্যবহৃত হয়।)
I am writing a letter.
(s)  I _______ a pronoun. Ans: ‘is’
State Verb State Verb গুলি দ্বারা কোনো অনুভতি, মানসিক অবস্থা বা আবেগের কোনো অবস্থায় প্রকাশ করা হয় It is used to describe a state of being (I am —) or a situation (I have —), showing possession rather an action.  এই Verb গুলির continuous tense হয় না State Verb চারভাবে হয়। যথা- 1. State Of Perceiving 2. State Mind And Emotion 3. State Of Being 4. State Of Relationship
State verbs are not usually used with -ing verb means in Continuous Tense. Example of state verbs are :- adore, agree, appear(seem), appreciate, be (exist), believe, belong to, concern, consist of, contain, cost, deny, depend on, deserve, detest, disagree, dislike, doubt, equal, feel, hate, have (possession), hear, imagine, include, involve, know, lack, like, loathe, look (seem), love, matter, mean, measure, mind, need, owe, own, possess, promiserealize, recognize, remember, resemble, satisfy, see, seem, smell, sound, suppose, surprise, taste, think (opinion), understand, want, weigh, wish.

State verb

State Of Perceiving (উপলব্ধি)State Mind And Emotion (অনুভুতি/আবগে)
See, Hear, Feel, Smell etc.
I feel exhausted. –আমি ক্লান্ত বোধ করছি।
She smells something burning. – সে কিছু পোড়ার গন্ধ পাচ্ছে।
The curry tastes spicy. – তরকারিটি মশলাদার।
Love, Forget, Like, Hate etc.
We love our parents. – আমরা আমাদের বাবা-মাকে ভালোবাসি।
People love rosogollas of Kolkata. – কোলকাতার রসগোল্লা মানুষ ভালোবাসে।
I forget your name. – আমি তোমার নাম ভুলে যাই।
I am loving. ( X ) I love.(a)He is loving you  ( X ) He loves you (a)
State Of Being (হয়ে ওঠা)State Of Relationship (আত্মীয়তা/সম্পর্ক)
Be,Become,Remain etc.
He became famous. – তিনি স্বনামধন্য হয়ে গেছেন।
She will be a doctor. – সে একজন ডাক্তার হবে।
He remained silent. – সে চুপ ছিলো।
She is healthy. – সে স্বাস্থ্যবান।
Marry is beautiful. – মেরী সুন্দরী।
Have, Own Owe etc.
I have a sister. – আমার একটি বোন আছে।
She has no car. – তার কোনো গাড়ি নেই।
The soldiers deserve praise. – সেনারা প্রসংসার যোগ্য।
He owns two rice mills. – সে দুটি চালকলের মালিক।
This Palace belonged to Siraj. – এই রাজমহলটি সিরাজের ছিল।
He is becoming..  ( X )  He becomes…   (a)I am having..  ( X )     I have.. (a)

আমরা জানি Sentence  এর Subject, Number,Person ও Tense এর কাল ভেদ দেখানোর জন্য Verb এর ভিন্ন ভিন্ন রূপ বা Form ব্যবহৃত হয়। ব্যতিক্রম হল Modal Auxiliary Verb। Modals যেকোনো Subject ও Tense এর ক্ষেত্রে একই form এ ব্যবহৃত হয়।

  • Past Indefinite Tense এর  Had ও Did সমস্ত Subject এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।

Singular Verb and Plural Verb according to subject:

Read More:Auxiliary Verb

Share:

2 thoughts on “Types of verb”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *