Use of it in English Grammar exercises

Share:

IT

            উপরের বাক্যগুলিতে ‘it’ কে Subject রূপে প্রাণী নয় (Non-living thing) এমন ক্ষেত্রে অথবা প্রাণী কিন্তু মানুষ নয় (Living thing except human being) এমন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।

 ‘It’ হল Personal Pronoun যা মূলত জড় পদার্থ বা নির্জীব বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে দেশের নাম, কোন বিষয়, শিশু নিম্নশ্রেণীর প্রাণীর পরিবর্তে Singular Pronoun রূপে ‘It’  ব্যবহৃত হয়। ‘It’ এর পর সবসময় Singular Verb ব্যবহৃত হয় । ‘It’ এর Plural রূপে ‘They’ ব্যবহৃত হয়।

মূলত Time, Date, Month, Year, Distance, Weather, Temperature, Holiday, Occasions, Natural-occurrence, Facts প্রভৃতি বিষয় প্রকাশ করার জন্য Introductory Subject রূপে ‘It’ কে ব্যবহার করা হয় । এই প্রকার ‘It’ এর ব্যবহার কে ‘ Empty it’ বা ‘Dummy it’ অথবা ‘Empty it’ বলা হয়।  যেমন-

Read More : All About Complement

1. It > This (পার্থক্যIt এবংThis এরমধ্যে)
This is a car. = It (The car) is new. This is my car. = It (My car) is new. This car is mine. = It (This car) is mine. This is a cow. = It (The cow) is a domestic animal. উপরের উদাহরণগুলিতে লক্ষ্য করবে ‘It’ শব্দটি Noun এর পরিবর্তে Personal Pronoun রূপে ব্যবহৃত হয়েছে কিন্তু ‘This’ Demonstrative Pronoun অর্থাৎ নির্দেশক রূপে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে আবার ‘This’ এর পর Noun (This car) ব্যবহার করে Possessive Adjective রূপে ‘This’ কে ব্যবহার করা হয়েছে ‘This’ এবং ‘It’ এর অর্থ প্রায় এক‘এটা’, ‘এটি’, ‘এই’, ‘ইহা’ এদের মধ্যে মূল পার্থক্য হল ‘This’ ব্যক্তি বস্তুকে প্রথমবার নির্দেশনের (Demonstration) এর জন্য ব্যবহৃত হয় কিন্তু ‘It’ নির্জীব বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে Pronoun রূপে ব্যবহৃত হয়
2. It > They (পার্থক্যIt এবংThey এরমধ্যে)
‘It’ হল Personal Pronoun যা মূলত জড় পদার্থ বা নির্জীব বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয় তবে দেশের নাম, কোন বিষয়, শিশু নিম্নশ্রেণীর প্রাণীর পরিবর্তে Singular Pronoun রূপে It’  ব্যবহৃত হয় ‘It’ এর পর সবসময় Singular Verbব্যবহৃত হয় ‘It’ এর Plural রূপে ‘They’ ব্যবহৃত হয় (‘They’- ব্যক্তির পরিবর্তে Personal Plural Pronoun রূপে ব্যবহৃত হয়, আবার Indefinite Pronoun রূপে ‘They’ একাধিক ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়) যেমন This is a book. It (A book) is very interesting. These are books. They (The books) are very interesting. এক্ষেত্রে These books/The books এর পরিবর্তে They শব্দটি Personal Pronun রূপে ব্যবহৃত  হয়েছে
3. Personal Pronoun রূপে ‘It’:
আমরা জানি, দ্বিতীয়বার Noun এর Repetition দূর করার জন্য Personal Pronoun রূপে ‘It’ ব্যবহৃত হয় The cow is a domestic animal. It (The cow) gives us milk. It (The cow) eats grass. It (The cow) is very useful animal. It (The cow) has four feet. It (The cow) has two eyes, two ears and a long tail. This এর পর Noun ব্যবহার করা যায়, কিন্তু ‘It’ এর পর Noun ব্যবহার করা যায় না যেমন–  This book is mine. () It book is mine. (x) = It is my book. ** আারো কিছু উদাহরণ নিচে দেওয়া হল যেখানেIt এর প্রয়োগকারণ/বিষয়অথবা Sentence এর পরিবর্তে প্রয়োগ করা হয়েছে The sun rises in the east. = It (The sun) gives us light. The baby is crying. = It is crying for its mother. Father rebuked me. = It spoiled my mood. The tree is big. = It is a mango tree. America is a developed country. = It is super power. The snake is big. = It is poisonous. The tap is running. = It will have to be repaired. Don’t drink the water. = It smells terrible. It + Singular Verb + — অর্থাৎ It + is/was + Adjective. = It is cute/nice/beautiful/old/new/ good/strange/wonderful. অনুরূপভাবেIt is/was + (hot / cold / pleasant / delightful / unbearable….)               It is/was costly / expensive / cheap / important.
  1. মূলত Time, Date, Month, Year, Distance, Weather, Temparature, Holiday, Occasions, Natural-occurrence, Facts প্রভৃতি বিষয় প্রকাশ করার জন্য Introductory Subject রূপে ‘It’ কে ব্যবহার করা হয় । এই প্রকার ‘It’ এর ব্যবহার কে ‘ Empty it’ বা ‘Dummy it’ অথবা ‘Empty it’ বলা হয়। গঠন/Syntax: a) It + is/was/has been/had been/will be. অনুরূপভাবে,
    a) It + is/was/has been/had been/will be + time/date/occurrence (Positive )
    b) It + Singular Verb + Adjective. = It is hot. It was cold. It will be nice.
    c) It + Singular Verb + Adverb. = It is here. It was there. It runs swiftly.
    d) It + Singular Verb + Present Participle. = It is interesting. It is pleasing.
    e) It + Singular Verb + M. V3 (Passive). = It is done. It was completed.
    f) It + is/was + V-ing. = It was raining/snowing/thundering/pouring.
    g) It is + v³ (passive) = It is said/suggested/believed/rumoured/told/known.
    Negative করার সময় ‘is/was’ অর্থাৎ Linking Verb এর পর ‘Not’ এবং Interrogative করার সময় ‘It’ এর পূর্বে Verb এবং Wh-Question এর প্রয়োগ করতে হয় ।

5. ঘড়ির সময় এর ক্ষেত্রে ‘It ‘এর ব্যবহার : Quarter (15 Minutes এর পরিবর্তে), Half (30 Minutes এর পরিবর্তে) এর পর minutes ব্যবহৃত হব না। কিন্তু সংখ্যার পর minute/minutes উল্লেখ করতে হবে। যেমন- What time is it?

It is 12 O’clock. It is quarter past twelve. It is half past to 5 p.m It is five minutes past to 1 p.m It is 56 minutes past to 1 p.m, It is quarter to 12 . It is half to 1 p.m. It is 5 minutes.1 p.m It is 56 minutes to 1 p.m
6. It + takes : It takes 2 minutes > It takes me 2 minutes to eat.
7. কোনো Word বা Word Group এর উপর জির দেওয়ার জন্য ‘It’ ব্যবহৃত হয়। যেমন- It is you who are wrong. It is he who donated his blood to you. It is the hospital where you were born. Who is it in the kitchen? It is + subjective case + that/who + verb (according to tense) It is I/you/he/she/they/we who helped the poor. ** মনে রাখতে হবে ‘It’ এর পর ‘is/was’ অর্থাৎ Singular Verb ব্যবহৃত হয়, কিন্তু ‘There’ এর পর Singular ও Plural উভয় Verb ব্যবহৃত হয় according to the rules of tense and subject. যেমন-  It is you (√) It am you. (x) It is you. (√) There are you. (√) It is you. (√) It is a dog. (√) There is a dog. (√) There are dogs. (√)

8. Infinitive Gerund Clause এর ক্ষেত্রে Subject রূপে ‘It’ ব্যবহৃত হয়। যেমন-

9. অপ্রকাশিত কোন বিষয় বা Object এর পরিবর্তে ‘It’ ব্যবহৃত হয়।যেমন- I cannot support it. I consider it right to behave so. Honesty is the best policy. Everybody admits it.
10. Cognate object রূপে ‘It’ ব্যবহৃত হয়।যেমন- I shall fight it out. He ran it to the last. 11. Question – tag এর ক্ষেত্রে ‘It’ ব্যবহৃত হয়।যেমন- This is my book, isn’t it? The food was not tasty, was it?
12. Clause যুক্ত Sentence এর Passive Voice এরক্ষেত্রে ‘It’ ব্যবহৃত হয়।যেমন-   They decided that they would help the poor. It was decided that they would help the poor. People say that the God is everywhere. It is said that the God is everywhere.
It is time + to + V1/be + — বিশেষমূহুর্তবাসময়েরউপরগুরুত্বআরোপেরজন্য ‘It’ এরপ্রয়োগ।
It is time to go. – এখন যাওয়ার সময়। It is time to learn. – এখন শিক্ষার সময়।
It is time to build yourself. – এখনই সময় তোমার নিজেকে গড়ার। It is time to be ready. – এখন প্রস্তুত হওয়ার সময়।
It is time to have a car in our house. – এখন আমাদের বাড়িতে একটি গাড়ী থাকার সময়। It is time for him to be a doctor. – এখন তার ডাক্তার হওয়ার সময়।
It is time for you to do this. – এখন আপনার এটা করার সময়। It is high time to go. – এখুনি যাওয়ার সময়।

Read More: Article

Share:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *