Wh questions with answers

Share:

WH – QUESTIONS

WH-Question-কে Question Word বা প্রশ্নবোধক শব্দ বলা হয়। এই প্রশ্নবোধক শব্দগুলো প্রথম অক্ষর “Wh’দিয়ে শুরু হয় (ব্যতিক্রম How), সেজন্য এদেরকে Wh-Question বলা হয়। (Wh-Questions are also referred to question words. These question words contain the letters “Wh’ or  “H” in the beginning. So, these are called wh-questions.)

Whateverযা কিছু
What elseআর কি
Which elseআর কে
How muchকি পরিমাণ
What kind ofকি ধরণের
For whomকার জন্য
From whomকার কাছ থেকে
About whomকার সম্পর্কে
Whoeverযেই হোক
On whatকিসের উপর
After whatকিসের পর
What timeকোন সময়
Howeverযাই হোক
When elseআর কখন
Which elseআর কোনটি
How manyকতগুলি
What short ofকি ধরণের
After whomকার পরে
By whomকার দ্বারা
Against whomকার বিপক্ষে
Whomeverযাকেই হোক
For whatকি জন্য
What ifকি হবে
What colourকি রং
Foreverচিরকাল
Who elseআর কে
How elseআর কিকরে
What type ofকি ধরনের
With whomকার সাথে
Before whomকার পূর্বে
To whomকার কাছে
Wheneverযখনই হোক
Whicheverযেটিই হৌক
About whatকি সম্বন্ধে
What aboutকি খবর
Which colourকোন রং

1. Wh-words + Linking Verb. + Pronoun/Noun as Subject + others + ?.

Where are you?তুমি কোথায়?
Where are they?তারা কোথায়?
Where were you?তোমরা কোথায় ছিলে?
Where is the boy?ছেলেটি কোথায়?
Where is the book?বইটি কোথায়?
Where is John?জন কোথায়?
Where was Mosque?মসজিদ কোথায় ছিল?
Where had you been so long?তোমরা এতদিন কোথায় ছিলে?
Where will you been tomorrow?তোমরা আগামী কাল কোথায় থাকবে?
When were you student of AIMS?তুমি কখন AIMS এর ছাত্র ছিলে?
When have you been a doctor?আপনি কবে ডাক্টার হয়েছেন?
When will you be a doctor?তুমি কবে ডাক্টার হবা?
When were you with her?তুমি কখন তার সাথে ছিলে?
When will you be in the office?কখন তুমি অফিসে থাকবে?

2. Wh-Question + Linking Verb + Possessive Adjective as Subject + Noun + ?

Where is your house?তোমার বাড়ি কোথায়?
Where is his book?তার বইটি কোথায়?
Where are your brother’s books?তোমার ভাইয়ের বইগুলি কোথায়?

3. Wh-Question + Linking Verb + Sub. + Adverb (স্থানের না) /Noun?

Why are you here?তুমি এখানে কেন?
Why is she in the market?সে বাজারে কেন?
Why have you been in Kolkata?তুমি কেন এতদিন ধরে কোলকাতায় আছো?
Why are you at home still now?তুমি এখনও বাড়িতে কেন?
When were you at school?তুমি কখন স্কুলে ছিলে?
When will you be in the school?তুমি কখন স্কুলে থাকবে?

4. Wh-Question + Linking Verb + Subj + Adjective + ?

Why is he sad?সে কেন দুঃখিত?
Why are you so happy?তুমি কেন এত খুশি?
Why are they so busy?তারা কেন এত ব্যস্ত?
Why are you not careful?কেন তুমি যত্নবান নও?
When were you rich?আপনি কবে ধনী ছিলেন?
When will he be rich?সে কবে ধনী হবে?
Why have you been a teacher?তুমি কেন শিক্ষক হয়েছো?
Why had John been a captain?জন কেন ক্যপ্টেন হয়েছিল?

5. Wh-Question + Helping Verb + have + —-?

When did you have a car? তোমাদের কবে একটি গাড়ি ছিল?
When will you have a car?তোমার কবে একটি গাড়ি হবে?

6. Wh-Question + Auxiliary Verb + Sub. + V3 + ? (Passive)

Where is computer taught?কম্পিউটার কোথায় পড়ানো হয়?
Where is paddy grown?ধান কোথায় চাষ হয়?
Why is English taught in India?ভারতে কেন ইংরেজী শিখানো হয়?
Why was he insulted?তাকে কেন অপমানিত করা হয়েছিল?

Indefinite Tense and Modal Verb: – এর ক্ষেত্রে নিচে দেওয়া ছক অনুসারে Wh-Question করতে হবে। তবে মনে রাখতে হবে, ‘do/does’ (Present Indefinite এ) ‘did’ (Past Indefinite এ) এবং ‘shall/will/can/could/may’ প্রভৃতি Auxiliary Verb রূপে প্রয়োগ করলে মূল Verb এর প্রথম রূপ ব্যবহার করতে হয়।

7. Wh-words + Auxiliary Verb + Subject + Main Verb এর প্রয়োজনিয় form + others. + ?

তুমি কখন/কোথায়/কেন/কিভাবে/কার সাথে ইংরেজি পড়?When/Where/Why/How/With whom do you read English?
তুমি কখন/কোথায়/কেন/কিভাবে/কার সাথে ইংরেজি পড়তে?When/Where/Why/How/With whom did you read English?
তুমি কখন/কোথায়/কেন/কিভাবে/কার সাথে ইংরেজি পড়বে?When/Where/Why/How/With whom will you read English?
জন কখন/কোথায়/কেন/কিভাবে/কার সাথে ইংরেজি পড়?When/Where/Why/How/With whom does John read English?
জন কখন/কোথায়/কেন/কিভাবে/কার সাথে ইংরেজি পড়তে?When/Where/Why/How/With whom did John read English?
জন কখন/কোথায়/কেন/কিভাবে/কার সাথে ইংরেজি পড়বে?When/Where/Why/How/With whom will John read English?
তুমি কখন/কোথায়/কেন/কিভাবে/কার সাথে ক্রিকেট খেলতে?When/Where/Why/How/With whom do you play cricket?
তুমি কখন/কোথায়/কেন/কিভাবে/কার সাথে ক্রিকেট খেলতা?When/Where/Why/How/With whom did you play cricket?
তুমি কখন/কোথায়/কেন/কিভাবে/কার সাথে ক্রিকেট খেলবা?When/Where/Why/How/With whom will you play cricket?
তুমি কখন/কোথায়/কেন/কিভাবে/কার সাথে ক্রিকেট খেলতে পারো?When/Where/Why/How/With whom may you play cricket?
Why does he go to school? – সে কেন স্কুলে যায়?  Why can’t you speak English? – তুমি কেন ইংরেজি বলতে পারো না?

Wh-Question তৈরি করার সময় মনে রাখতে হবে: –

প্রথমে Assertive Sentence টি,পড়ে Context –এর Meaning বুঝতে হবে এবং যে Wh-Word দিয়ে Question করা হবে, তার উত্তর Context থেকে বাদ দিতে হবে। তার পরে Tense অনুযায়ী Wh-Question –এর প্রয়োজনীয় Auxiliary Verb ব্যবহার করতে হবে। তবে Wh-Question –এর অর্থ সম্পূর্ণ করার জন্য Preposition বা Adverb অনেক সময়, Wh-Word  -এর সাথে বা পূর্বে অথবা বাক্যের শেষে ব্যবহার করতে হয়। কেবলমাত্র Who এর ক্ষেত্রে Auxilliary Verb কে আলাদাভাবে প্রয়োগ করতে হয় না।

SyntaxExample
Who+Main verb –এর form according to tense + Adverbial + ?Who loves you? Who will do this?
Who played cricket? Who broke the glass?
Wh-Word + Be verb/Have verb/Modal verb + Subject+Main verb –এর প্রয়োজনীয় Form + Adverbial +?Where are you going? Why have you done this?
How can you solve this? Whom are you pleading for?
Which colour have you chosen? What have you brought?
Wh-Word + do/does/did + Sub+ Main verb -এর প্রয়োজনীয় form +Adverbial +? (Present & Past Indefinite Tense – এর ক্ষেত্রে)Whom do you love? Where does he go?
When did he break the glass?
Why do you play in the sun?
Wh-Word +Be verb/Have verb (No action verb/Linking verb) + Sub+others+?Who are you? Who is he? What is your father?
How are you? Where are you?

(WHO)

এটি ব্যক্তি  (Person) কে বোঝাতে ব্যবহার হয়। তাই Who দিয়ে প্রশ্ন করার সময় ব্যক্তি (Person) বাদ দিতে হয়। কারণ  ‘Who’ নিজেই এক্ষেত্রে Subject রূপে ব্যবহৃত হয়। এখানে Auxiliary Verb –এর কোনো প্রয়োজন হয় না। 

Example: I am a student. (Who) = Who are you?/Who is  a student? (-এখানে কর্তা ‘I’ বাদ হওয়ায় পরিস্থিতি অনুসারে Who –এর পর am না হয়ে are/is বসেছে।

Wh-QuestionBengali MeaningAnswer of the Wh-Question
Who are you?তুমি কে?I am _______.
Who are they?তারা কে?They are my friends.
Who is there? কে ওখানে?John is there.
Who is he?সে কে?He is an Indian.
Who is she?তিনি কে?She is __________.
Who is your class teacher?তোমার শ্রেণী শিক্ষক কে?_________ is my class teacher.

 (WHOM)

Object –এর পরিবর্তে whom ব্যবহার করা হয়। তাই Whom দিয়ে প্রশ্ন করার সময় Object বা কর্ম বাদ যাবে। Whom দিয়ে প্রশ্ন হলে Auxiliary Verb এর প্রয়োজন হয়।

I told Samir.Whom did you tell?
I will give it to you.Whom will you give it?
I want to see Dipika.Whom do you want to see?
The mad dog bit her.Whom did the mad dog bite?
He is afraid of his boss.Whom is he afraid of?
Ram killed Ravana.Whom did Ram kill?

(WHAT)

What যখন নিজে Verb –এর Subject বা কর্তা হয় তখন কোনো Auxiliary Verb প্রয়োজন হয় না। কিন্তু বাক্যে অন্য Subject বা কর্তা থাকলে Auxiliary Verb –এর প্রয়োজন হয়।

What is this?এটা কি? This is a cup.
What is your name?তোমার নাম কী?My name is _.
What is your father’s name?তোমার বাবার নাম কী?My father name is _.
What is your mother’s name?তোমার মায়ের নাম কী?My mother name is __.
What is your favourite book?তোমার প্রিয় বই কোনটি? My favourite book is _.

(WHICH)

Which যখন নিজে Verb –এর Subject বা কর্তা হয় তখন কোনো Auxiliary Verb প্রয়োজন হয় না। কিন্তু বাক্যে অন্য Subject বা কর্তা থাকলে Auxiliary Verb –এর প্রয়োজন হয়।

Which is your pen?কোন কলমটি আপনার? The blue one is mine.
Which is your dog?কোন কুকুরটি আপনার?The black one is mine.
Which is your favourite game?আপনার প্রিয় খেলা কোনটি?Cricket is my favourite game.
Which is the capital of India?ভারতবর্ষের রাজধানী কোথায়?New Delhi is the capital of India.
Which is our national animal?আমাদের জাতীয় পশু কোনটি?Tiger is our national animal.

(WHOSE)

Who –এর অধিকার সূচক রূপ হল Whose। Whose দিয়ে প্রশ্ন বোধক বাক্য তৈরি করার সময় Whose –এর কোনো Noun না থাকলে Interrogative Pronoun হয়, কিন্তু Whose –এর সঙ্গে কোনো Noun থাকলে Whose হয় Interrogative Adjective.

This book is kabir’s. Whose is this book? (int. Pronoun)
The queen’s dress is the most beautiful.Whose dress is the most beautiful?
These are my brother’s trousers.Whose trousers are these?
John’s book is here.Whose books are here?
I borrowed my friend’s pen.Whose pen did you borrow?

When, Where, Why, এবং How এই Interrogative Adverb -গুলির মধ্যে When দিয়ে প্রশ্নবোধক বাক্য করতে হলে সর্বদাই Auxiliary Verb  প্রয়োজন হয় । Where, Why এবং How এর ক্ষেত্রে কখনো শুধু Main verb বসে,কখনো আলাদা Subject থাকলে Auxiliary  Verb  এর প্রয়োজন হয়।

(WHERE)

জায়গা বোঝাতে Where ব্যবহার করা হয়। তাই Where দিয়ে প্রশ্ন করার সময় Place বা জায়গা বাদ যাবে।

Where are you?তুমি কোথায় আছো?I am here.
Where is he?সে কোথায় আছে?He is in the room.
Where is my mobile?আমার মুঠোফোনটি কোথায় আছে?Your mobile is on the table.
Where is your father?তোমার বাবা কোথায় আছেন?My father is in the market.
Where is your school?তোমার স্কুল কোথায়?My school is in Tithpukur.

(WHEN)

সময় বোঝাতে When ব্যবহার করা হয়। তাই When দিয়ে প্রশ্ন করার সময় ‘Time/সময়’ বাদ যাবে।

When will you come?তুমি কখন আসবে? I will come in the evening.
When did you meet him?তুমি কখন তার সঙ্গে দেখা করেছিলে?I met him yesterday.
When will you finish the work?তুমি কখন কাজটি শেষ করবে?I will finish it by tomorrow.
When are you free?কখন আপনি ফাঁকা আছেন?I am free in the morning.
When is your birthday?তোমার জন্মদিন কবে?My birthday is on 25th July.

(HOW)

পদ্ধতি বা উপায় বোঝাতে How ব্যবহার করা হয়। তাই How দিয়ে প্রশ্ন করার সময় পদ্ধতি বা উপায় বাদ যায়।

How is your father?তোমার/আপনার বাবা কেমন আছেন? My father is well.
How is the family?বাড়ির সাবাই ভালো তো?The family is quite well.
How old is your sister?তোমার বোনের বয়স কত?My sister is seven year old.
How is he/she now?সে/তিনি এখন কেমন আছে/আছেন।She is now fine.
How do you do?তুমি কী করছো?I am reading.

(WHY)

কারণ বোঝাতে Why ব্যবহার করা হয়। তাই Why দিয়ে কাজ করার সময় ‘কারণটি’ বাদ যায়।

Why are you late?তোমার দেরি হল কেন? I was watching a movie.
Why are you so happy?তুমি এত খুশি কেন?Because I have won a prize.
Why were you absent yesterday?গতকাল তুমি অনুপস্থিত ছিলে কেন?Because I was ill.
Why did you beat him?তুমি তাকে মারলে কেন?Because he shouted loudly.
Why do you obey her?তুমি তাকে মান্য করো কেনো?Because she is my aunt.

Exercise: Formulate wh-questions for each sentence and associated Wh-word:

Who :
They started with breaking a cup.
Montmorency was in it all, of course.
We were all ready for bed.
Ram Saran was a keen educationist.
Dr. Follicle will see you now.
Whom:
1. I impressed the fact upon George and Harris.
2. They rewarded Ram Saran.
3. Dr. Follicle will see you now.
4. The doctor looked at him.
5. Move him into the sun.
6. They will soon catch him.
7. I led into temptation.
Which:
1. I want the blue pen.
2. I like banana.
3. Such incidents are often published in newspapers today.
4. They raised the school to the status of a Middle school.
5. They conferred on him the title Rai Sahib.
6. He wanted the black pen.
7. I like mango.
Whose:
Then it was Georg’s turn.
The condition of the woman was pathetic.
His father is a doctor.
Her mother is a teacher.
His work was cheerfully performed by his companions.
This is Rabi’s pen.
I borrowed my friend’s book.
Where:
They upset salt over everything.
He put his leg into the jam.
They tried to put it in the kettle.
He would loll on the sofa.
They put it down on a chair.
They find respite only in death.
When:
1. The packing was done at 12:50 p.m.
2. I get up in the early morning.
3. He will go there in the morning.
4. I go to bed at 11 p.m.
5. That happened at night.
How:
They began in a light hearted spirit.
I shall go there by car.
She must educate her children thoroughly.
Work moved smoothly.
The atmosphere should be less formal.
What:
We made a list of the things to be taken.
I want to get up and superintend.
I dream that I have not packed it.
He trod on the butter.
Harris said I encouraged him.
The condition of the woman was pathetic.

Read More:- Main Verb

Share:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *