ARTICLES
ইংরেজি ভাষায় Article খুব গুরুত্বপূর্ণ । A/An এবং The হল Article। Article আসলে এক ধরণের Adjective [বিশেষণ] যা নির্দেশ করে Noun টি নির্দিষ্ট, না অনির্দিষ্ট। Adjective-এর মতোই Article কোনও Noun [বিশেষ্য] অথবা Noun-এর মতো কাজ করছে এমন কোনও Word-এর আগে বসে। Articles are basically adjectives or determiner defining a noun as specific or unspecific. The words a, an, and the are usually called Articles.
Article দুই প্রকার– 1) Indefinite Article and 2) Definite Article.
Definite Article:-
The কে Definite Article বলে কারণ এটি কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়।
* ‘The’ is used before a specific person, place or thing or concept. Example- The Sun, The Ganga, The Gita, The Telegraph. I saw the bird. I read the book.
Indefinite Article:
A এবং An কে Indefinite Article বলে কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সচরাচর Singular Countable Noun এর পূর্বে A অথবা An বসে। কোনো শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ (Sound) যদি Vowel এর মত হয়, তাহলে সেই শব্দের (Noun) পূর্বে An বসে কিন্তু প্রথম অক্ষরের উচ্চারণ যদি Consonant এর মত হয়, তাহলে সেই শব্দের (Noun) পূর্বে A বসে।
- ‘A’ is used before words starting with a consonant or a vowel sounded like a consonant.
- ‘An’ is used before words starting with vowel or silent consonant sounded like vowel.
যেমন- An apple, An orange কিন্তু A cow, a dog প্রভৃতি । Example- He has a pen. I bought a book. This is an elephant. He took an apple.
***Article কার জন্যে এবং এটি কার পূর্বে ব্যবহৃত হয় : সাধারণত Pronoun, Preposition, Adverb, Conjunction এর পূর্বে কোনা Article বসে না। কিন্তু Noun/Adjective/Adverb এর পূর্বে Article বসে ।
উদাহরণ :- I) A boy = এখানে boy এর পূর্বে অর্থাৎ Noun এর জন্য A বসেছে ।
II) A brilliant boy = এখানে Adjective (brilliant) এর পূর্বে Noun (boy) এর জন্য A বসেছে ।
III) A very brilliant boy = এখানে Adverb (Very) এর পূর্বে Noun (boy) এর জন্য A বসেছে ।
সুতরাং উদাহরণগুলাতে Article টি Noun/Adjective/Adverb যার পূর্বেই বসুক না কেন তা মূলত Noun (boy) কে নির্দেশ করার জন্যই বসেছে; তাই বলা যায়— Article বসে শুধু Noun (Singular Countable Noun) এর জন্যই ।
“A” (Before the sound of constant and semi-vowel)
a) Singular countable noun –এর প্রথমে Consonant থাকলে তার আগে A বসে | a) Singular countable noun –এর প্রথমে Consonant থাকলে তার আগে A বসে: a man, a pen, a flower, a boy, a nurse, a dog, a table, a tiger, a tree, a bat, a kite, a story, a river, a hill etc. |
b) শব্দের শুরুতে e, ew, u থাকলে এবং এদের উচ্চারণ ‘ইউ’ [U/You] হলে এদের আগে a বসে | a university, a union, a usage, a European, a unicorn, a un official, a ewe, a eucalyptus, a unit, a ewe, a uniform, a useful, a unique etc. |
c) শব্দের শুরুতে O থাকলে এবং তার উচ্চারণ ওয়া (owa) –এর মতো হলে তার আগে a বসে: | a one-rupee note, a one-eyed monster, a one-day match, a one-way road, a one-act play, a one-sided game, a one-eyed deer. |
d) শব্দের শুরুতে h থাকলে এবং h –এর উচ্চারণ স্পষ্ট ‘হ’ হলে তার আগে a বসে: | a horse, a hero, a holiday, a home, a history book etc. |
e) Before an abbreviation (সংক্ষিপ্ত রুপ) এ ব্যবহৃত Consonant Sound –এর পূর্বে: | a B. Sc, a U.N, a B.A, |
f) কিছু phrase –এ, Preposition –এ একটি বা প্রতিটি বোঝাতে a ব্যবহৃত হয়। | All of a sudden. In a hurry. What a relief. A few books. A little water. Rice sells now Rs. 30, a kilo. He earns Rs. 25000 a month. He takes medicines three times a day. What a pity! What a beautiful scene! |
“An” (Before vowel sound)
a) Singular Countable Noun যদি Vowel দিয়ে শুরু হয় তবে তার আগে an বসে: | An apple, an orange, an umbrella, an eagle, an image,an ant, an Indian, an effort, an opinion, an inkpot, an ice-cream, an idiot, an arm, an ass, an elephant, an egg, an eye, an ox, an ear etc. |
b) শব্দের শুরুতে h থাকলে এবং h –এর উচ্চারণ উহ্য থাকালে তার আগে an বসে, কিন্তু h এর উচ্চারণ হলে a বসে। | an honest man, an hour, an heir, an honorable man কিন্তু (a hostel, a holyday, a horse, a humble servant, a higher secondary school etc.) |
c) Singular Countable Noun টি Consonant দিয়ে শুরু হলেও সেই Consonant –এর উচ্চারণ যদি Vowel –এর মতো হয় তার আগে an বসে Abbreviation –এ: | an M.A, an M.P, an M.L.A, an S.P, an S.D.O, an L.L.B., an F.R.C.S., an SOS, an N.G.O., R.H.V., an H.S school, an X-Ray report etc. (M,S,L,N,F প্রভৃতি letter,Consonant letter হলেও উচ্চারণ এর সময় vowel ধ্বনি ‘এ’ বা ‘আ’ ইত্যাদি চলে আসে (এম, এন, এফ, এস, আর এইচ) |
***কিন্তু কেন A অথবা An দরকার ? ** যেখানে Singular Noun আছে যা গোনা যায় [যেমন- one pen, five books ইত্যাদি] ** কোনও ব্যক্তি বা বস্তুর যার কথা প্রথমবার বলা হচ্ছে তার আগে a/ an ব্যবহৃত হয়। ** যা গোনা যায় না তার আগে a এবং an-কে ব্যবহার করা যাবে না। যেমন- a river বলব, কিন্তু a water নয় । **কোথায় কোথায় a/ an ব্যবহার করা যাবে:- ** “Other uses of A and An 1. এক জাতীয় সকল Singular Common Noun এর পূর্বে a/an বসে। যেমন- A tiger is a dangerous animal. An ant is an industrious insect. 2. Preposition অর্থে কখনো কখনো a ব্যবহৃত হয়। এরূপ a কে disguised preposition বলে। যেমন- He went a (on) fishing, She went a (on) shopping. 3. Few, little, good many, lot of, great many, good deal, ইত্যাদি plural noun এর পূর্বে a /an বসে। মাঝে মাঝে many এর পরে a /an বসে। Example- I have a few friends here. The library has a lot of books. The rich man has a good deal with money. Many a man was present in the meeting. 4. সংখ্যাবাচক শব্দ- dozen, hundred, thousand, million, couple, score, ইত্যাদির পূর্বে a বসে। Example -Tom boiled a dozen eggs. – I have a couple of things to do now. 5. Exclamation অর্থাৎ what, how, why, ইত্যাদির পরে a বসে। যেমন- What a beautiful lady! – How nice a bird! 6. Singular common noun – quite, many, rather, but, more এর পরে a/an বসে। যেমন- He is rather a gentleman. You are but a child. 7. Mr./Mrs./Miss এর পূর্বে a/an বসে। A Mr. Ashik called in his house. A Mrs. Habiba sought his help. |
**কোথায় কোথায় A/An ব্যবহার করা যাবে না:- ** 1. খাবারের (meals) পূর্বে a/an বসে না। তবে খাবারের (meals) পূর্বে adjective বসলে a/an বসে. Incorrect- We have a dinner at 8.00 pm. Correct- We have dinner at 8.00 pm. Incorrect- We had good breakfast yesterday. Correct- We had a good breakfast yesterday. ** 2. Plural noun এর পূর্বে a/an বসে না। যেমন- Birds are beautiful. Cows are useful. ** 3. Uncountable noun হিসেবে গণ্য যেমন – advice, information, news, baggage, water, milk, oil, tea, paper, ইত্যাদি এর পূর্বে a/an বসে না। যেমন- He gave me some information. We take tea. He drinks water. তবে পরিমাপ করা যায় এমন কিছু measure words থাকলে তার পূর্বে a/an বসে। যেমন – Give me a glass of water. ** 4 .Pronoun এর আগে কখনো Article ব্যবহার করা উচিত না । Example: She is reading the my (Incorrect) She is reading my book. (Correct) ***a/ an – এর ব্যবহারে আরেকটা জরুরি কথা। * যদি বলি a black and white cat, তার মানে হল একটা কালো-সাদা রঙের বেড়াল । কিন্তু যদি বলি a black and a white cat, তবে তার মানে হল, দুটো বেড়াল যাদের একটার রঙ কালো আর একটার রঙ সাদা । * He is a better teacher than administrator. এই sentence-এ একই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি প্রশাসক হিসেবে যতটা ভালো তার চেয়ে ভালো শিক্ষক হিসেবে। * কিন্তু যদি বলি He is a better teacher than an administrator, তাহলে কথাটা দুইজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে । এর মানে হল, অপর একজন ব্যক্তি প্রশাসক হিসেবে যতটা ভালো হতে পারেন এই ব্যক্তি শিক্ষক হিসেবে তার চেয়েও ভালো । ** A এবং One এর মধ্যে পার্থক্য:- * দুটো word-ই একটা ব্যক্তি বা বস্তুকে বোঝায় । কিন্তু সব সময় একটার বদলে অপরটাকে ব্যবহার করা যায় না। A tree বলতে যে-কোনও একটা গাছ বোঝায়, কোনও নির্দিষ্ট গাছ নয়। কিন্তু One tree বললে বোঝাবে একটাই গাছ, তার বেশি নয়। * A/An- কে pronoun [সর্বনাম] হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু one-কে pronoun হিসেবে ব্যবহার করা যায়। আমরা বলতে পারি One of the boys fell ill, কিন্তু A of the boys… নয়। * কোনও নির্দিষ্ট সময়ে কোনও ঘটনা ঘটেছে এমন বোঝাতে day, week, month ইত্যাদির আগে one ব্যবহার করা হয়, A/An নয়। যেমন- One day I went to see him. One night a stranger came to my house. |
**Article “The” এর ব্যবহার 1. যখন নির্দিষ্টভাবে কোনও ব্যক্তি, বস্ত অথবা শ্রেণীর কথা বলা হয় তখন সেই নির্দিষ্ট noun-এর অথবা noun-এর মতো কাজ করে এমন word-এর আগে the বসে । singular noun অথবা plural noun সব ক্ষেত্রেই the ব্যবহার করা হয় । Example:-I saw the man in the street. -The men were dressed in black. 2. যা একটাই আছে অথবা একটাই আছে বলে মনে করা হয় তাদের নামের আগে the বসে । Example:-The earth moves round the sun. -The sky was clear this morning. -The Pope retired this month. 3. যে noun-এর কথা আগে বলা হয়েছে তার কথা পরে আবার বলা হলে স্বাভাবিকভাবেই সেটাকে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় । Example: -I lost my pen today .Now I see the pen in your pocket. 4. কোনও শব্দসমষ্টি অথবা বাক্যাংশের সাহায্যে কোনও noun-কে নির্দিষ্ট করা হলে তার আগে the বসবে । Example:-This is the man I saw in the metro. -I know the place where the murder was committed. -The girl in violet will dance now. 5.সমগ্র শ্রেণীর প্রতিনিধিত্ব করছে এমন noun-এর আগে the থাকবে ।Example:-The camel is a gentle animal. [ all camels ] -The dog is a tame animal. [all dogs] 6. Musical instrument-এর নামের আগে the বসবে ।Example: -Amjad Ali Khan, Indian classical musician, plays the sarod. [any sarod] -My sister is learning the sitar. [any sitar] -The violin is a stringed instrument. [any violin] 7.সর্বাপেক্ষা ভালো, খারাপ, সুন্দর ইত্যাদি বোঝাতে যেসব adjective [বিশেষণ] ব্যবহার করা হয় [superlative degree] তাদের আগে the বসে । Example: -This is the oldest tree in this forest. -This is the best Chinese food I have ever had. -This is the worst accident I have ever seen. 8. Only-র আগে the বসে । Example: -I am the only son of my parents. -He is the only doctor in this village. 9. দ্বীপপুঞ্জ, পর্বতমালা, সমুদ্র, নদী নামের আগে the বসে । Example: -The Andaman and Nicobar Islands are a group of Indian islands close to Southeast Asia. -The Karakorum is one of the largest mountain ranges in Asia. -The Indian Ocean’s average depth is 12,990 feet. -The Ganges is the most sacred river to the Hindus. 10. ধর্মগ্রন্থ ও মহাকাব্যের নামের আগে the ব্যবহার করা হয়। Example: -The Mahabharata is the longest epic of ancient India. The Gita has seven hundred verses. -The Quran is the sacred book of Islam. 11. ইংরেজি সংবাদপত্রের নামের আগে সাধারণত the বসে । Example: The Economic Times is published by Bennett, Coleman & Co. Ltd. The Statesman, a leading English newspaper in West Bengal, was founded in 1875. The Times was first published in London in 1785. 12. কোনও কোনও adjective শ্রেণীবাচক বিশেষ্যর মতো ব্যবহৃত হয় যেমন dead, poor, rich, disabled, old, middle-aged, young ইত্যাদি । এদের আগে the বসে । Example: “You don’t make the poor richer by making the rich poorer.”- Winston Churchill. These seats in the front row are reserved for the disabled. 13.* বিখ্যাত বাড়ি, অট্টালিকা, অট্টালিকা সমষ্টি, শিল্পকর্ম -এর আগে সাধারণত the বসে । Example: The Taj Mahal, built between 1632 and 1653, is a great example of Mughal architecture. The Victoria Memorial was designed by William Emerson and Vincent Esch. 14.কোনও সংগঠনের নামের আগে the বসে । Example: The SAARC is an organization of South Asian nations of Bangladesh, Pakistan, Sri Lanka, Maldives, Bhutan, Nepal, Afghanistan and India. The United Nations has 193 member states. 15. বিখ্যাত পুরস্কারের নামের আগে The বসে । Example: The Academy Awards, popularly known as the Oscars, were first given in 1929. Rabindranath Thakur [Tagore] was awarded the Nobel Prize in 1913. 16.কোন দেশের নামে যদি United, union, kingdom, Republic থাকে, তার আগে The বসে। Example: The United State, The United Arab Emirets. |
*নিচের দুটি Sentence লক্ষ কর: 1. The playwright and critic is present here. 2. The playwright and the critic are present here. প্রথম sentence-এ the দুটি Noun-এর আগে একবার ব্যবহার করা হয়েছে কারণ একই ব্যক্তি playwright এবং critic । কিন্তু দ্বিতীয় sentence-এ দুটি noun-এর আগে আলাদাভাবে দুটি the বসেছে কারণ এখানে playwright এবং critic দুজন আলাদা ব্যক্তি । *কোথায় কোথায় The ব্যবহার করা যাবে না: 1.বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে। যেমন – The Gitanjali of Rabindranath. 2.রাস্তা, এভিনু, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না। যেমন– He is going to park. I live on college street. 3.ভাষার নামের পূর্বে the বসে না। যেমন– Bangla is our mother lsnguge. English is an international language. কিন্তু ভাষার নামের পরে language শব্দ টা উল্লেখ থাকলে the বসে। যেমন – The English language is international. 4.হ্রদের নামের পূর্বে the বসে না। যেমন– Lake Superior, Lake Baikal, Lake Caspian. 5.দিন বা মাসের নামের পূর্বে the বসে না। যেমন– Friday is holyday. 6.রোগের নামের পূর্বে the বসে না। যেমন– Fever has broken out in the home. 7.Allah or God এর নামের পূর্বে the বসে না। যেমন – Allah has created us. 8.শরীরের অঙ্গ-প্রতঙ্গ এবং পোশাক- পরিচ্ছেদ ইত্যাদির পূর্বে the বসে না। যেমন – Raise your right hand. Put off your shirt. 9.ভ্রমন সম্পর্কিত যানবাহন বা ভ্রমন পথের পূর্বে the বসে না। যেমন – by bus, by train, by launch. 10. Halls অথবা Hospitals এর নামের আগে কোন Article বসে না। যেমন– He is a patient at Dhaka Medicle College. He lives in North hall. 11. “few, little” দিয়ে যখন Negetive অর্থ দেয় এর আগে Article বসে না। যেমন– She has little time. 12. দেশ, শহর বা রাষ্ট্রের নামের আগে কোন Article বসে না।যেমন– He has come From Germany. 13. Abstract noun এর পূর্বে সাধারণতা Article বসে না। কিন্তু Abstract Noun যখন Common Noun রুপে ব্যবহৃত হয় তার আগে The বসে। যেমন – Honesty is the best policy. Love is beautiful thing. Implied Article or Zero Article: কখনো কখনো কিছু নির্দিষ্ট noun এর আগে article থাকেনা কিন্তু article বোঝায়। এদেরকে implied article/“zero articles” বলে। Example: Let’s go for a long drive tonight. (Incorrect) Let’s go for long drive (Correct) The fortune favors the brave. (Incorrect) Fortune favors the brave. (Correct) |
EXERCISE: ARTICLES
FILL IN THE BLANKS WITH APPROPRIATE “INDEFINITE ARTICLE (A/AN) WITH THE HELP OF THE RESPECTIVE PICTURES:
A. Fill in the blanks with articles: 1. Merry is __________ intelligent girl. 2. I want ___________ cup of tea. 3. __________ sun sets in _________ west. 4. There is __________ ox. 5. Dr. Gupta is ___________ M.B.B.S. 6. Rahul is ________ first girl in our class. 7. Jitin is ________ European. 8. _________ sky is cloudy. 9. Mother is reading __________ Bible. 10. We visited ___________ Andaman’s. 11. ________ Ganga is _________ sacred river. 12. Mr. Gupta is __________ honest man. B. Choose the correct Articles from the brackets and complete the sentences: 1. __________ sun is up. 2. I found __________ one-eyed deer. 3. Merry is __________ M.Sc. 4. Once ___________ fox saw __________ hen. 5. ___________ hen sat on the wall. 6. Rahul is cleaning _________ floor. 7. I have __________ new umbrella. 8. ___________ owl comes out a night. 9. The cow is ___________ useful animal. |
Read More: Confusion