What is Language?

Share:

Read More:Sentence

Language (ভাষা)

সমস্ত প্রাণী (Living being) নিজের আবেগ ও অনুভূতি বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকে কিন্তু কেবল মাত্র মানুষ নিজের আবেগ ও অনুভূতি প্রকাশের জন্য ভাষা ব্যবহার করে। ভাষা হল ভাব প্রকাশের মাধ্যম। বিভিন্ন জাতি বা গোষ্ঠী স্থান ভেদে বিভিন্ন রকম ভাষা ব্যবহার করে, যেমন – বাঙালিদের ভাষা হলো বাংলা, ইংরেজদের ভাষা হলো English।
Language is a system of communication used by a particular country or community.

GRAMMAR (ব্যাকরণ)

কোনো ভাষাকে শুদ্ধ ভাবে বলতে বা লিখতে যে নিয়মগুলি বিজ্ঞানসম্মতভাবে অনুসরণ করা হয় তা হলো ব্যাকরণ। Grammar is the ‘Rule-Book’ for any Language

SOUND হল

LETTER হল

WORD হল

PHRASE হল

SENTENCE হল

GRAMMAR হল

LANGUAGE হল

LITERATURE হল
কণ্ঠ থেকে অর্থবহ আওয়াজ।

SOUND –এর লিখিত সাংকেতিক চিহ্ন।

LETTER –এর সমষ্টি যার একটি অর্থ থাকে।

ক’টি WORD –এর সমষ্টি যখন একটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে।

WORD ও PHRASE –এর সমষ্টি যা মনের ভাব প্রকাশ করে।

WORD, SENTENCE, LANGUAGE প্রভৃতির শুদ্ধ ও বিজ্ঞানসম্পর্কিত প্রয়োগ।

মনের অনুভূতি, আবেগ, অন্যকে বোঝানোর মাধ্যম হল ভাষা বা LANGUAGE.

LANGUAGE –এর সঠিক ও যুক্তিসংগত প্রয়োগ।

SOUND (ধ্বনি)

কন্ঠ থেকে নির্গত ক্ষীণতম আওয়াজকেই ধ্বনি বলে। Note emitted from the throat is Sound.

LETTER (বর্ণ)

ধ্বনির লিখিত রূপকেই বর্ণ বলে। ইহা ধ্বনির সাংকেতিক চিহ্ন মাত্র। যেমন- [A, B, C, D, P, Q, T, S] [ক, খ, গ, ঘ] [অ, আ, ই, ঈ] Written form of symbolic sound is letter.

ALPHABET (বর্ণমালা)

ইংরেজী ভাষায় A থেকে Z পর্যন্ত ২৬ টি বর্ণ বা Letter –এর সমষ্টিকে একত্রে Alphabet বা বর্ণমালা বলে। In English language, the twenty-six letters (from A to Z) collectively form the Alphabet for English. There are two basic types of letters in the English alphabet. They are –

  1. Vowel (A, E, I, O, U) & 2. Consonant (B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z)

বাংলা ভাষার মতোই ইংরেজী বর্ণগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, যথা – Vowel (স্বরবর্ণ) ও Consonant (ব্যঞ্জন বর্ণ)। -এছাড়াও Semi-vowel (অর্ধস্বর) দুটি বর্ণ আছে যথা W ও Y.

 Vowel (স্বরবর্ণ):যে সব Letter অন্য কোনো Letter –এর সাহায্য ছাড়াই নিজেরাই স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, তাদের Vowel বলা হয়। যেমন – A, E, I, O, U.

 Consonant (ব্যঞ্জন বর্ণ):যে সব Letter, Vowel –এর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না বা উচ্চারণ করা যায় না তাদের Consonant বলে। যেমন – B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z.

 Semi-Vowel (অর্ধ স্বরবর্ণ): W ও Y কে Semi-Vowel বলে। কোনো শব্দের বা Syllable এর মাঝে বা শেষে W বা Y ব্যবহৃত হয়, তাহলে তা Vowel রূপে ব্যবহৃত হয়। যেমন –now, cow, how, town, joy, boy, toy, enjoy.
শুধু Semi-Vowel দিয়ে গঠিত শব্দ: My, by, sky, try, cry, fly, shy, fry etc.

  • মনে রাখতে হবে যে, Compound Word এবং Prefix যুক্ত শব্দের Second Syllable এর ‘w’ এবং ‘y’ এর উচ্চারণ Consonant এর মতো হয়। যেমন- Homework, Backyard, Rewind, Beyond প্রভৃতি।
  • কোনো শব্দের প্রথমে W বা Y ব্যবহৃত হলে W বা Y টি Consonant রূপে বিবেচিত হয়। যেমন – we, work, word, way, wife, what, yes, you, yet, yellow, yesterday.
 Small Letter লেখার নিয়ম: –
  1. ইংরেজী খাতার চার লাইনের কাঠামো (ঘরের ভিতরে) মধ্যে মাঝের দুটি লাইনের সমান্তরালে লিখতে হয়। – a, c, e, i, m, n, o, r, s, u, v, w, x, z.
  2. উপর থেকে তিনটি line এর মধ্যে লিখতে হয়। – b, d, f, h, k, l, t (k ও t – কে উপর ½ ছেড়ে লিখলে ভালো)।
  3. নিচের তিনটি line অর্থাৎ প্রথম উপরের line বাদে লিখতে হয়। – g, j, p, q, y
    তবে Capital letter সর্বদাই প্রথম তিন line এ লিখতে হয়।
 আবার ইংরেজীর 26 টি বর্ণকে লেখার উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করা যায়। যেমন – Capital letter ও Small letter.
তবে এদের উচ্চারণের কোনো পার্থক্য নেই। এদের Sentence এর মধ্যে লিখিত প্রয়োগের পার্থক্য মনে রাখতে হবে।

 Capital Letter
কোনো বাক্যের প্রথম অক্ষরটি Capital letter হয়। যেমন – I love my mother. He goes to school. They play cricket in the evening. Do you go? Open the door. Hurrah! We have won the match. May you live long.
কোনো ব্যক্তি, পদবী, স্থান, নদী, পর্বত, বার ও মাসের নাম প্রভৃতি Proper Noun –এর ক্ষেত্রে ব্যবহৃত Word –এর প্রথম অক্ষরটি Capital হয়। অর্থাৎ, Proper Noun বাক্যের যেকোনো স্থানে ব্যবহৃত হোক, সেই Proper Noun –এর Word টির প্রথম অক্ষরটি Capital হয়। যেমন – 1. I am Rahul Das. 2. We are going to Kolkata. 3. Do it now. 4. He will come on Monday.

  • Personal Pronoun ‘I’ সব স্থানেই Capital letter –এ লিখতে হয়। যেমন – 1. I like this. 2. Yesterday I met him.
  1. Jaminul and I are friends. 4. May God bless you.
    REMEMBER:Capital letter is used:[a] at the beginning of a sentence, [b] to write the names of persons, place, rivers, seas, mountains, days of the week, month etc. (Proper Noun), [c] When I is used to myself and [d] in the sense of God.
  • উপাধির (title) প্রথম অক্ষর Capital হয়। Banarjee, Bandhyopadhy, Chatterjee, Singha, Gupta, Mahato, Mr. Mrs., Dr. Prof.
  • ঈশ্বরের নাম ও তাঁর (God এর) Pronoun এর প্রথম অক্ষর Capital হয়। God, Lord, He, His.

 Small Letter
কোনো বাক্যের প্রথম অক্ষর ও Proper Noun ছাড়া কোনো Passage বা Sentence –এর ব্যবহৃত প্রতিটি word –এর অক্ষরগুলি Small letters – এ লিখতে হয়। Example: The dog is a very loving and faithful animal. It has four legs, two ears and one tail.

  • p.m. (Post Meridian- before midday), a.m. (After Meridian – after midday) সর্বদাই Small letter এ লিখতে হয়।

 Pangrams/Holalphabetic Sentence
একটি Sentence এর মধ্যে ইংরেজির ২৬ টি Letter এর প্রত্যেকটি কমপক্ষে একবার যদি প্রয়োগ করা হয়, তখন তাকে Pangrams বা Holoalphabetic Sentence বলে। Pangrams is a phrase, clause or sentences that contain all the letters of alphabet. যেমন:
The quick brown fox jumps over the lazy dog. এই Sentence এ Alphabet এর প্রতিটি Letter কমপক্ষে একবার করে আছে । অনুরূপভাবে, নিম্নলিখিত Sentence গুলি হল Holalphabetic Sentences.
All questions asked by five watch experts amazed the judge.
Six of the women quietly gave back prizes to the judge.
Five or six big jet planes zoomed quickly by the tower.
Pack my box with five dozen liquor jugs.

Read More: What is subject?

Read More:What is Object?

Share:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *